ট্রাম্প-পুতিন বৈঠক নিয়ে আলোচনা, নির্দিষ্ট সময়সীমা অনিশ্চিত

কাগজ ডেস্ক
প্রকাশ: ১০ জানুয়ারি ২০২৫, ০৬:৩১ পিএম

ছবি : সংগৃহীত
যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, তিনি রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে বৈঠকের আয়োজন করছেন। তবে বৈঠকটি কবে অনুষ্ঠিত হবে, সে বিষয়ে নির্দিষ্ট কোনো তারিখ জানানো হয়নি। বৃহস্পতিবার (৯ জানুয়ারি) স্থানীয় সময় ফ্লোরিডার মার-এ-লাগো রিসোর্টে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ট্রাম্প এ কথা বলেন।
ট্রাম্প বলেন, তিনি (পুতিন) বৈঠক করতে চান এবং আমরা এটি আয়োজন করছি। তবে রাশিয়ার সংবাদ সংস্থা তাসের প্রতিবেদন অনুযায়ী, ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ বলেছেন, যুক্তরাষ্ট্র এখনও আনুষ্ঠানিকভাবে বৈঠকের কোনো অনুরোধ জানায়নি।
ট্রাম্প প্রতিশ্রুতি দিয়েছেন, ২০ জানুয়ারি দায়িত্ব নেয়ার পরপরই তিনি ইউক্রেন যুদ্ধের সমাধানে কাজ করবেন। এ প্রসঙ্গে তিনি ইউক্রেনে মার্কিন