×

যুক্তরাষ্ট্র

দ্বিতীয় কার্যদিবস থেকেই অভিবাসী তাড়াবেন ট্রাম্প!

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ১৮ জানুয়ারি ২০২৫, ১১:১২ এএম

দ্বিতীয় কার্যদিবস থেকেই অভিবাসী তাড়াবেন ট্রাম্প!

অভিযানে নিউইয়র্ক এবং মিয়ামিতে বসবাসকারী অবৈধ অভিবাসীদের গ্রেপ্তার করা হতে পারে। ছবি : সংগৃহীত

   

নবনির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প তার দ্বিতীয় কার্যদিবস থেকেই শিকাগো শহরে অবৈধ অভিবাসীবিরোধী অভিযান শুরুর পরিকল্পনা করছেন।

 আগে থেকেই শিকাগো শহরে অবৈধ অভিবাসী উচ্ছেদে একটি বড় ধরনের অভিবাসন অভিযান চালানোর প্রস্ততি নিচ্ছে ট্রাম্প প্রশাসন। প্রেসিডেন্ট হিসেবে ডোনাল্ড ট্রাম্পের দায়িত্ব গ্রহণের পরের দিনই এ অভিযান পরিচালনা করা হবে বলে ধারণা করা হচ্ছে। খবর আরব নিউজের।

শুক্রবার (১৭ জানুয়ারি) এই পরিকল্পনার সঙ্গে সম্পৃক্ত চারজনের বরাত দিয়ে জানিয়েছে এ তথ্য জানিয়েছে মার্কিন সংবাদমাধ্যম ওয়াল স্ট্রিট জার্নাল। 

প্রতিবেদনে বলা হয়েছে, মঙ্গলবার (২১ জানুয়ারি) থেকে শুরু হতে যাওয়া এই অভিযান পুরো সপ্তাহব্যাপী চলবে। এই অভিযান পরিচালনার জন্য ১০০ থেকে ২০০ জন কর্মকর্তা পাঠাবে মার্কিন অভিবাসন ও শুল্ক সংস্থা (আইসিই)। 

এ বিষয়ে সংবাদমাধ্যম রয়টার্স থেকে জানতে চাওয়া হলেও ট্রাম্প টিম তাৎক্ষণিকভাবে কোনো জবাব দেয়নি। তবে আসন্ন প্রশাসনের পরিকল্পনা সম্পর্কে জ্ঞাত একটি সূত্র জানিয়েছে, আইসিই দেশজুড়ে আইন প্রয়োগ জোরদার করবে এবং এ বিষয়ে শিকাগোতে বিশেষ মনোযোগ দেয়া হবে না বা সেখানে কর্মী সংখ্যা বৃদ্ধি করা হবে না।

আইসিইতে কর্মরত এক কর্মকর্তা জানান, আমরা সারাদেশে অভিযান চালাব। এ অভিযানে নিউইয়র্ক এবং মিয়ামিতে বসবাসকারী অবৈধ অভিবাসীদের গ্রেপ্তার করা হতে পারে।

আরো পড়ুন : ২৫০০ জনের সাজা মওকুফ করলেন বাইডেন, যুক্তরাষ্ট্রের ইতিহাসে সর্বোচ্চ

সংবাদমাধ্যমটি জানিয়েছে, শিকাগোর এক অনুষ্ঠানে সীমান্তের নিরাপত্তার দায়িত্বপ্রাপ্ত ট্রাম্প প্রশাসনের কর্মকর্তা টম হোমান বলেছেন, ট্রাম্প প্রশাসন প্রথমেই শিকাগো এবং ইলিনয় থেকে এ অভিযান শুরু করতে চলেছে।

টম হোমান আরো বলেন, এ অভিযানে যদি অভিবাসীদের শিকাগোর মেয়র সাহায্য করতে না চান, তাহলে তিনি তার দায়িত্ব থেকে সরে যেতে পারেন। কিন্তু যদি তিনি আমাদের বাধা দেন বা জেনেশুনে কোনো অবৈধ বিদেশীকে আশ্রয় দেন তাহলে আমি তার বিরুদ্ধে মামলা করব।

৫ নভেম্বরের প্রেসিডেন্ট নির্বাচনের আগে ট্রাম্পের প্রচারণার কেন্দ্রবিন্দুতে ছিল অভিবাসননীতি। ২০২৪ সালের জানুয়ারিতে ট্রাম্প বলেছিলেন, নির্বাচনে জয়লাভ করলে শপথ গ্রহণের পরই আমেরিকার ইতিহাসের বৃহত্তম অভিবাসী বিরোধী অভিযান শুরু করবে আমার প্রশাসন।

রয়টার্স জানিয়েছে, ট্রাম্প রেকর্ড সংখ্যক অভিবাসীকে বহিষ্কার করতে মার্কিন সরকারের বিভিন্ন সংস্থাকে নির্দেশ দেবেন বলে আশা করা হচ্ছে। এ বিষয়ে বিচারব্যবস্থাগুলোকে সহযোগিতা করার জন্য চাপ প্রয়োগ করতে পারেন।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আমলাতান্ত্রিক প্রক্রিয়া সহজ ও গতিশীল করার সুপারিশ

আমলাতান্ত্রিক প্রক্রিয়া সহজ ও গতিশীল করার সুপারিশ

আওয়ামী লীগের সাবেক এমপি ছানোয়ারসহ ৩ নেতা রিমান্ডে

আওয়ামী লীগের সাবেক এমপি ছানোয়ারসহ ৩ নেতা রিমান্ডে

অপারেশন ডেভিল হান্ট : সারাদেশে আরো ৫২৯ জন গ্রেপ্তার

অপারেশন ডেভিল হান্ট : সারাদেশে আরো ৫২৯ জন গ্রেপ্তার

হত্যা মামলায় মেনন, ইনু,ফারজানা ও শাকিল রিমান্ডে

হত্যা মামলায় মেনন, ইনু,ফারজানা ও শাকিল রিমান্ডে

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App