ছড়িয়ে পড়ছে দাবানল, বাড়ি ছাড়ছেন আরো ৩১ হাজার বাসিন্দা

কাগজ ডেস্ক
প্রকাশ: ২৩ জানুয়ারি ২০২৫, ১০:৩৬ এএম

দুটি মারাত্মক দাবানলের কারণে ঝুঁকিতে রয়েছে এই অঞ্চল। ছবি : সংগৃহীত
দাবানলে পুড়ছে যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেস অঙ্গরাজ্য। প্রচণ্ড বাতাসের কারণে বুধবার (২২ জানুয়ারি) রাজ্যটির উত্তরে একটি নতুন আরেকটি দাবানল ছড়িয়ে পড়েছে।
দাবানলের ভয়াবহ আগুন কয়েক ঘণ্টার মধ্যেই ৮ হাজার একরের বেশি জায়গাজুড়ে ছড়িয়ে পড়ে। ক্যাস্টেইক হ্রদের কাছে পাহাড়ের ঢালগুলো গ্রাস করছিল ভয়াবহ আগুনের শিখা।
নতুন এই দাবানলের ঝুঁকিতে থাকা কয়েক হাজার মানুষকে তাদের বাড়িঘর ছেড়ে নিরাপদ আশ্রয়ে সরিয়ে নেয়া হয়েছে। দুটি মারাত্মক দাবানলের কারণে ঝুঁকিতে রয়েছে এই অঞ্চল।
সান্তা আনার তীব্র ও শুষ্ক বাতাসের কারণে আগুন আরো তীব্র হয়ে উঠছে, যা আরো নতুন নতুন অঞ্চলে ছড়িয়ে পড়ার আশঙ্কা তৈরি করেছে।
এদিকে লস অ্যাঞ্জেলেস থেকে প্রায় ৩৫ মাইল উত্তরে এবং সান্তা ক্লারিটা শহরের কাছে অবস্থিত হ্রদের আশপাশের প্রায় ৩১ হাজার বাসিন্দাকে নিরাপদ স্থানে সরে যাওয়ার নির্দেশ দিয়েছে প্রশাসন।
আরো পড়ুন : তীব্র বাতাসে নিয়ন্ত্রণে আসছে না লস অ্যাঞ্জেলেসের দাবানল
লস অ্যাঞ্জেলেসের উত্তরে নতুন করে আগুন লাগার পর জরুরি সতর্কতা পেয়েছিলেন বাসিন্দারা। গাড়ি প্যাক করার সময় একজন ব্যক্তি সংবাদমাধ্যমকে বলেন, আমি কেবল প্রার্থনা করছি যে আমাদের বাড়িটি যেন পুড়ে না যায়।
পরপর দুটি ভয়াবহ দাবানলের অগ্নিকাণ্ডে ২৪ জন মানুষ নিহত হয়েছেন। হাজার হাজার স্থাপনা ধ্বংস হয়ে যাওয়ার পরও বৃহত্তর লস অ্যাঞ্জেলেস এলাকা এখন ভয়াবহ পরিস্থিতির মুখোমুখি।
লস অ্যাঞ্জেলেস কাউন্টি শেরিফের (স্থানীয় পুলিশ) কর্মকর্তা রবার্ট জেনসেন নতুন আগুনে ক্ষতিগ্রস্ত এলাকার সবাইকে অবিলম্বে এলাকা ছেড়ে চলে যাওয়ার আহ্বান জানিয়েছেন।
তিনি বলেন, প্যালিসেডস এবং ইটনের দাবানলে মানুষ এই নির্দেশগুলো অনুসরণ না করার ফলে যে ধ্বংসযজ্ঞ ঘটেছে তা আমরা দেখেছি। আমি আমাদের অঞ্চলে এটি দেখতে চাই না। যদি আপনাকে সরে যাওয়ার আদেশ জারি করা হয়ে থাকে, তাহলে দয়া করে বেরিয়ে পড়ুন।
টেলিভিশন ফুটেজে দেখা যাচ্ছে, পুলিশ আশপাশের এলাকায় গাড়ি চালিয়ে লোকজনকে সেখান থেকে চলে যেতে বলছে।
লস অ্যাঞ্জেলেস কাউন্টি শেরিফ রবার্ট লুনা বলেন, কাস্টেইকের পিচেস ডিটেনশন সেন্টারটি সরিয়ে নেয়ার নির্দেশ দেয়া হয়েছে এবং প্রায় ৫০০ বন্দিকে পার্শ্ববর্তী একটি কারাগারে স্থানান্তর করা হচ্ছে।
তিনি স্থানীয় একটি টেলিভিশনকে বলেন, এলাকার অন্য কারাগারে বন্দি প্রায় ৪ হাজার ৬০০ বন্দি এই অঞ্চলের বিভিন্ন ডিটেনশন সেন্টারে রাখা হয়েছিল, তবে পরিস্থিতি খারাপের দিকে গেলে তাদেরকেও স্থানান্তরের প্রয়োজন হবে। সেজন্য বাসের ব্যবস্থা রয়েছে।