×

যুক্তরাষ্ট্র

দাবানলের পর তুষারঝড়ে বিপর্যস্ত যুক্তরাষ্ট্র, মৃত বেড়ে ৯

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ২৪ জানুয়ারি ২০২৫, ০২:১০ পিএম

দাবানলের পর তুষারঝড়ে বিপর্যস্ত যুক্তরাষ্ট্র, মৃত বেড়ে ৯

কিছু সরকারি দপ্তরও তুষারপাতের কারণে বন্ধ রয়েছে। ছবি : সংগৃহীত

   

লস অ্যাঞ্জেলেসে ভয়াবহ দাবানলের মধ্যেই তুষারঝড়ে বিপর্যস্ত হয়ে পড়েছে যুক্তরাষ্ট্রের দক্ষিণাঞ্চল। এতে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৯ জনে। তীব্র ঠান্ডার কবলে পড়েছে টেক্সাস, ফ্লোরিডাসহ বেশ কয়েকটি অঙ্গরাজ্য। জারি করা হয়েছে জরুরি অবস্থা।

সপ্তাহজুড়ে ভারি তুষারপাতে নাজেহাল অবস্থায় দিন পার করছেন যুক্তরাষ্ট্রের দক্ষিণাঞ্চলের বাসিন্দারা। তীব্র ঠান্ডায় বেড়েছে মৃতের সংখ্যাও।

আকস্মিক এই আবহাওয়ার পরিবর্তনের কারণে টেক্সাস ও দক্ষিণ লুইজিয়ানার মহাসড়ক এবং বিমানবন্দর সাময়িক বন্ধ ঘোষণা করা হয়েছে। প্রয়োজন ছাড়া ঘর থেকে বের না হওয়ার নির্দেশনা দিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। খবর ব্রিটিশ গণমাধ্যম বিবিসির।

তুষারঝড়ের কারণে বরফের চাদরে ঢেকে গেছে বেশ কয়েকটি অঙ্গরাজ্য। ফ্লোরিডা, জর্জিয়া ও আলাবামায় বন্ধ ঘোষণা করা হয়েছে সব শিক্ষাপ্রতিষ্ঠান। দক্ষিণ-পশ্চিম লুইজিয়ানায় জারি করা হয়েছে জরুরি সতর্কতা। 

অনলাইন ট্র্যাকার ফ্লাইটঅ্যাওয়ারের তথ্যানুযায়ী, যুক্তরাষ্ট্রজুড়ে অভ্যন্তরীণ বহু ফ্লাইট বাতিল হয়েছে। বিলম্বিত হয়েছে হাজারের বেশি ফ্লাইট। কিছু সরকারি দপ্তরও তুষারপাতের কারণে বন্ধ রয়েছে বলে জানা যায়। 

আরো পড়ুন : জন্মসূত্রে নাগরিকত্ব বাতিলে ট্রাম্পের আদেশ সাময়িক স্থগিত

সংশ্লিষ্টরা বলছেন, শীতের জন্য প্রস্তুত থাকা খুবই জরুরি, কারণ যেকোনো পরিস্থিতি সামনে আসতে পারে। আগে থেকে প্রস্তুত না থাকলে সমস্যায় পড়তে হতে পারে। যেমন ২০২১ সালে টেক্সাসে প্রচুর শীত পড়েছিল এবং সেসময় পর্যাপ্ত জ্বালানি ছিল না। গ্যাস পাইপলাইন ও অন্যান্য ব্যবস্থাও সুরক্ষিত ছিল না।

ভারী তুষারপাতের পূর্বাভাস দিয়ে বাসিন্দাদের ভ্রমণ এড়ানোর পরামর্শ দিয়েছে দেশটির সরকার। এছাড়াও বাসিন্দাদের গাড়ি চালানোর সময় সতর্কতা মেনে চলার পরামর্শ দেয়া হয়েছে। অস্বাভাবিক ঠান্ডার কারণে লুইজিয়ানা, ফ্লোরিডা, মিসিসিপি ও আলাবামাসহ বেশ কয়েকটি অঙ্গরাজ্যে জরুরি অবস্থা ঘোষণা করা হয়েছে। 

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আমলাতান্ত্রিক প্রক্রিয়া সহজ ও গতিশীল করার সুপারিশ

আমলাতান্ত্রিক প্রক্রিয়া সহজ ও গতিশীল করার সুপারিশ

আওয়ামী লীগের সাবেক এমপি ছানোয়ারসহ ৩ নেতা রিমান্ডে

আওয়ামী লীগের সাবেক এমপি ছানোয়ারসহ ৩ নেতা রিমান্ডে

অপারেশন ডেভিল হান্ট : সারাদেশে আরো ৫২৯ জন গ্রেপ্তার

অপারেশন ডেভিল হান্ট : সারাদেশে আরো ৫২৯ জন গ্রেপ্তার

হত্যা মামলায় মেনন, ইনু,ফারজানা ও শাকিল রিমান্ডে

হত্যা মামলায় মেনন, ইনু,ফারজানা ও শাকিল রিমান্ডে

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App