×

যুক্তরাষ্ট্র

যুক্তরাষ্ট্রে বিমান-হেলিকপ্টার সংঘর্ষ, ৩০ মরদেহ উদ্ধার

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ৩১ জানুয়ারি ২০২৫, ০৯:৫০ এএম

যুক্তরাষ্ট্রে বিমান-হেলিকপ্টার সংঘর্ষ, ৩০ মরদেহ উদ্ধার

হেলিকপ্টারে তিনজন মার্কিন সেনা ছিলেন। ছবি : সংগৃহীত

   

যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ডিসিতে আমেরিকান এয়ারলাইন্সের একটি যাত্রীবাহী জেট বিমানের সঙ্গে একটি সামরিক হেলিকপ্টারের সংঘর্ষের পর কমপক্ষে ৩০ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। বৃহস্পতিবার (৩০ জানুয়ারি) সিবিএস নিউজের প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, জরুরি উদ্ধারকারী দল দুর্ঘটনাস্থল থেকে এখন পর্যন্ত কমপক্ষে ৩০ জনের মরদেহ উদ্ধার করেছে।

 স্থানীয় সময় বুধবার রাত ৯টার দিকে রোনাল্ড রিগ্যান ন্যাশনাল এয়ারপোর্টে আমেরিকান এয়ারলাইন্সের যাত্রী বিমানটি অবতরণের সময় দুর্ঘটনার শিকার হয়। বিমানটিতে ৬০ জন যাত্রী এবং চারজন ক্রু ছিলেন। আর হেলিকপ্টারে তিনজন মার্কিন সেনা ছিলেন। এ দুর্ঘটনাকে ‘ভয়ংকর দুর্ঘটনা’ হিসাবে উল্লেখ করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। 

আরো পড়ুন : যুক্তরাষ্ট্রে বিমান-হেলিকপ্টার সংঘর্ষ, বহু হতাহতের শঙ্কা

ওয়াশিংটন ডিসির জরুরি পরিষেবা বিভাগের চিফ জন ডনেলি জানান, বিমানটি বিধ্বস্ত হয়ে কয়েক ভাগে বিভক্ত হয় এবং পোটোম্যাক নদীতে গিয়ে পড়ে। বিমানের ৩০ জন যাত্রীর লাশ উদ্ধার করা হয়েছে। বিমানের বিভিন্ন অংশ খুঁজে পাওয়া গেলেও আর কেউ বেঁচে আছেন কিনা তা জানা যায়নি। বিমানের যাত্রীদের মধ্যে বেশ কয়েকজন মার্কিন ফিগার স্কেটিং সংগঠনের সদস্য ছিলেন। অপরদিকে ইউএস আর্মির ব্ল্যাকহক হেলিকপ্টারটি বিমানের কাছে পানিতে অক্ষত অবস্থায় উলটে পড়ে। প্রশিক্ষণের কাজে ব্যবহৃত কপ্টারটিতে তিনজন সেনা সদস্য ছিলেন।

প্রত্যক্ষদর্শী অরি শুলম্যান বলেন, তিনি আকাশে ‘বিশাল আতশবাজির’ মতো এক ধরনের ‘স্ফুলিঙ্গ’ দেখতে পেয়েছেন। সে সময় তিনি বিমানবন্দরের পাশেই জর্জ ওয়াশিংটন পার্কওয়েতে গাড়ি চালাচ্ছিলেন। শুলম্যান বলেন, তিনি প্রায়ই সেখানে বিমান অবতরণ করতে দেখেন, তাই প্রথমে কিছু অস্বাভাবিক মনে হয়নি।

রিগ্যান ওয়াশিংটন ন্যাশনাল এয়ারপোর্ট কর্তৃপক্ষ জানায়, সেখানে সব ফ্লাইটের উড্ডয়ন ও অবতরণ আপাতত স্থগিত রাখা হয়েছে। বিমানগুলোকে ২৮ মাইল দূরের ডালাস আন্তর্জাতিক বিমানবন্দরে ঘুরিয়ে দেয়া হচ্ছে। আমেরিকান এয়ারলাইনস এক বিবৃতিতে জানায়, আমাদের উদ্বেগ এখন যাত্রী ও ক্রুদের নিয়ে। পোটোম্যাক নদীতে উদ্ধার অভিযান চলছে। আমরা কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ রাখছি এবং জরুরি উদ্ধার প্রচেষ্টায় সহায়তা করছি। এতে ফায়ারবোট, ডুবুরি দল ও অগ্নিনির্বাপণ বাহিনী অংশ নিচ্ছে।


সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আমলাতান্ত্রিক প্রক্রিয়া সহজ ও গতিশীল করার সুপারিশ

আমলাতান্ত্রিক প্রক্রিয়া সহজ ও গতিশীল করার সুপারিশ

আওয়ামী লীগের সাবেক এমপি ছানোয়ারসহ ৩ নেতা রিমান্ডে

আওয়ামী লীগের সাবেক এমপি ছানোয়ারসহ ৩ নেতা রিমান্ডে

অপারেশন ডেভিল হান্ট : সারাদেশে আরো ৫২৯ জন গ্রেপ্তার

অপারেশন ডেভিল হান্ট : সারাদেশে আরো ৫২৯ জন গ্রেপ্তার

হত্যা মামলায় মেনন, ইনু,ফারজানা ও শাকিল রিমান্ডে

হত্যা মামলায় মেনন, ইনু,ফারজানা ও শাকিল রিমান্ডে

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App