×

যুক্তরাষ্ট্র

কানাডা এবং মেক্সিকোকে আরো বিপাকে ফেললেন ট্রাম্প!

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ১০ ফেব্রুয়ারি ২০২৫, ০৩:০৪ পিএম

কানাডা এবং মেক্সিকোকে আরো বিপাকে ফেললেন ট্রাম্প!

আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি : সংগৃহীত

   

কানাডা ও মেক্সিকোর মতো প্রতিবেশীকে কি আরো বিপাকে ফেলে দিলেন আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প? 

দেশ দুটির অ্যালুমিনিয়াম এবং ইস্পাতজাত পণ্যের ওপর নতুন করে কর চাপালেন ট্রাম্প। ওই পণ্য এবার থেকে বাড়তি ২৫ শতাংশ শুল্ক নিয়ে আমদানি করবে আমেরিকা। 

ট্রাম্প জানিয়েছেন, এই নতুন শুল্কের বিষয়ে সোমবার আনুষ্ঠানিক ঘোষণা করবে হোয়াইট হাউস। কানাডা হলো আমেরিকার ইস্পাত আমদানির সবচেয়ে বড় উৎস। অ্যালুমিনিয়ামের ক্ষেত্রেও হিসাবটা অনেকটা তেমন। উভয় ক্ষেত্রেই তালিকায় দ্বিতীয় মেক্সিকো।

দ্বিতীয়বার আমেরিকার প্রেসিডেন্টের আসনে বসার পর থেকেই একে একে শুল্ক আরোপের ঘোষণা দেন ট্রাম্প। কানাডা এবং মেক্সিকো আমেরিকার অন্যতম গুরুত্বপূর্ণ বাণিজ্যিক সঙ্গী। 

দুই দেশের ওপরেই ২৫ শতাংশ শুল্ক আরোপের ঘোষণা দেন ট্রাম্প। পাল্টা পদক্ষেপের হুঁশিয়ারি দিয়েছিল প্রতিবেশীরাও। পরে ওই শুল্ক আরোপের সিদ্ধান্ত পিছিয়ে দেয়া হয়। 

কিন্তু অ্যালুমিনিয়াম এবং ইস্পাতের ওপর শুল্ক চাপিয়ে পরোক্ষ ভাবে প্রতিবেশীদের বিপদে ফেলতে চাইলেন ট্রাম্প, মনে করছেন অনেকে।

আরো পড়ুন : কানাডার দিকে ট্রাম্পের নজর কেন, জানালেন ট্রুডো

স্থানীয় সময় রবিবার (৯ ফেব্রুয়ারি) নিউ অরল্যান্সে যাওয়ার পথে বিমানে সাংবাদিকদের প্রশ্নের জবাবে ট্রাম্প জানান, আমেরিকায় সব ইস্পাত এবং অ্যালুমিনিয়াম পণ্যের আমদানিতে ২৫ শতাংশ শুল্ক নেয়া হবে। সোমবার হোয়াইট হাউস থেকে এই ঘোষণা করা হবে। 

এমনিতে এই সব ধাতুর আমদানিতে কিছু শুল্ক আগে থেকেই বেশি ছিল। তার ওপরে বাড়তি ২৫ শতাংশ শুল্ক আরোপিত হবে। চলতি সপ্তাহে আরো কিছু শুল্ক আরোপের কথা ঘোষণা করবেন বলে জানিয়েছেন প্রেসিডেন্ট। 

তার বক্তব্য, যেসব দেশ আমেরিকার থেকে চড়া হারে শুল্ক নেবে, তাদের ওপরে আমেরিকাও শুল্ক চাপাবে। বাণিজ্যনীতিতে এভাবে ‘সমতা’ আনতে চান ট্রাম্প।

পরিসংখ্যান বলছে, ২০২৩ সালে আমেরিকা সবচেয়ে বেশি ইস্পাত এবং অ্যালুমিনিয়াম আমদানি করেছিল কানাডা থেকে। দ্বিতীয় স্থানে ছিল মেক্সিকো। এছাড়াও এই পণ্য আমদানি করা হয় ব্রাজিল, দক্ষিণ কোরিয়া এবং ভিয়েতনামের থেকে।

গত সপ্তাহে কানাডা এবং মেক্সিকোর ওপর শুল্ক আরোপ করে ট্রাম্প জানিয়েছিলেন, ওই দুই দেশ থেকে অবৈধ ভাবে প্রচুর মানুষ আমেরিকায় ঢুকে পড়েন। তারা সীমান্ত সুরক্ষিত না-করলে এবং অবৈধ অভিবাসীদের না-আটকালে শুল্ক জারি থাকবে। 

কানাডাও পাল্টা ২৫ শতাংশ শুল্ক আমেরিকার পণ্যের ওপর চাপানোর কথা ঘোষণা করে। কর চাপানোর হুঁশিয়ারি দেয় মেক্সিকোও। 

পরে বিতর্কের মধ্যে হোয়াইট হাউস জানায়, আপাতত কানাডা-মেক্সিকোর কাছ থেকে বাড়তি শুল্ক নেয়া হচ্ছে না। সীমান্তের বিষয়ে অবশ্য দুই দেশই আমেরিকাকে আশ্বস্ত করেছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আমলাতান্ত্রিক প্রক্রিয়া সহজ ও গতিশীল করার সুপারিশ

আমলাতান্ত্রিক প্রক্রিয়া সহজ ও গতিশীল করার সুপারিশ

আওয়ামী লীগের সাবেক এমপি ছানোয়ারসহ ৩ নেতা রিমান্ডে

আওয়ামী লীগের সাবেক এমপি ছানোয়ারসহ ৩ নেতা রিমান্ডে

অপারেশন ডেভিল হান্ট : সারাদেশে আরো ৫২৯ জন গ্রেপ্তার

অপারেশন ডেভিল হান্ট : সারাদেশে আরো ৫২৯ জন গ্রেপ্তার

হত্যা মামলায় মেনন, ইনু,ফারজানা ও শাকিল রিমান্ডে

হত্যা মামলায় মেনন, ইনু,ফারজানা ও শাকিল রিমান্ডে

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App