রাজধানীতে রয়েছে ঐতিহ্যবাহী এক কবুতরের হাট

শেখ ফরিদ
প্রকাশ: ১৭ এপ্রিল ২০২৪, ০৫:৩৬ পিএম
শহর কিংবা গ্রাম, প্রাচীনকাল থেকেই শখের বশে কবুতর পালন করে আসছে মানুষ। ইদানিং অনেকে কবুতর পালনকে বাণিজ্যিক দৃষ্টিভঙ্গিতে গ্রহণ করেছেন। তাই বাড়ির বারান্দা, ছাদ, খামার অথবা ঘরের আঙ্গিনায় কবুতর পালন করছেন অনেকেই। রাজধানীতে রয়েছে শান্তির প্রতীক কবুতরের ঐতিহ্যবাহী এক হাট। যেখানে মেলে দেশি বিদেশি নানা জাতের ভিন্ন ভিন্ন নামের কবুতর।
জীবন সংসার ও কর্মব্যস্ততায়, মানুষ যখন ব্যস্ত থাকে তখন খুঁজে বেড়ায় শান্তি ও আত্মতৃপ্তি। অনেকে সেই আত্মতৃপ্তির জন্যই শান্তির প্রতীক, গৃহপালিত বা পোষা পাখি কবুতর পালন করে থাকেন। ইতিহাস বলছে, প্রাচীন আমল থেকেই এই প্রাণীটির নানা গুণের কারণে মানুষের ভালোবাসার জায়গা দখল করেছে এরা।
শান্তির প্রতিক এই কবুতর নিয়ে সপ্তাহের শুক্র ও সোমবার জমজমাট হয়ে ওঠে কেরানীগঞ্জের জিনজিরার এই কবুতরের হাট। রাজধানীসহ আশপাশের বিভিন্ন এলাকা থেকে শখের প্রাণীটিকে বিক্রি ও ক্রয় করতে আসেন অনেকে।
দীর্ঘদিনের ঐহিত্যবহন করা পুরনো এই হাটে দেশি-বিদেশি নানা জাতের কবুতরের সন্ধান মিলে। তাই পছন্দের কবুতরটি কিনতে ক্রেতাদেরও পছন্দের তালিকায় থাকে এই হাট। কবুতরের প্রতি গভীর ভালোবাসা আছে বলেই কবুতর কিনতে আসছেন ক্রেতারা।
পাখিদের প্রতি মানুষের যে গভীর ভালোবাসা রয়েছে তা এই হাটে না আসলে হয়তো বুঝা
যাবে না।