×

ভিডিও

মরুর দেশে এতো বৃষ্টি, আসল কারণ উন্মোচন?

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ১৮ এপ্রিল ২০২৪, ০৯:৩৩ পিএম

   

আলোকউজ্জল শপিং মল থেকে হাইওয়ে, বিমান বন্দর থেকে ফুটপাত সর্বত্র পানি থইথই করছে। বিপর্যস্ত বিমানসহ সকল পরিবহন পরিষেবা। দেখে মনেই হবে না এটা মরুর দেশ সংযুক্ত আরব আমিরাতের চিত্র।  


যখন তেলসমৃদ্ধ আমিরাতে বৃষ্টির দেখা মেলাই ভার। বৃষ্টির জন্য গুণতে হয় প্রতীক্ষার প্রহর। সেই দেশেই আচমকা এ ভারী বৃষ্টি ও ভয়াবহ বন্যা পরিস্থিতির কারণ নিয়ে উঠেছে প্রশ্ন। এর জন্য জলবায়ু পরিবর্তনকেই দায়ী করছেন বিশেষজ্ঞরা। জলবায়ু পরিবর্তনের জেরেই আবহাওয়ার আচরণ খামখেয়ালি বলে দাবি তাদের। তবে, কেউ কেউ বলছে ভিন্ন কথা।

তবে দুবাইয়ের এই বন্যা পরিস্থিতির জন্য বিশেষজ্ঞদের কেউ কেউ ‘ক্লাউড সিডিং’-কেই দায়ী করেছেন। তারা বলছেন, অত্যাধুনিক এই প্রযুক্তির কারণেই বানভাসি হয়েছে বিশ্বের অন্যতম বাণিজ্যিক শহর দুবাই। কিন্তু কী এই ক্লাউড সিডিং? আর কেনই বা এর প্রভাবে এখন ভাসছে আমিরাত? 


আকাশে বৃষ্টির অনুপযোগী মেঘগুলোর উপর কেমিক্যাল ছড়িয়ে সময়ের আগেই বৃষ্টি নামানোকে ক্লাউড সিডিং বা কৃত্রিম বৃষ্টিপাত বলা হয়।  ‘ক্লাউড সিডিং’ পদ্ধতিতে মূলত ট্রপোস্ফিয়ারে থাকা মেঘগুলোকে সময়ের আগেই কৃত্রিমভাবে ঘনীভূত করা হয়। আর এতেই তৎক্ষণাৎ বৃষ্টিপাত শুরু হয়ে যায়। 


জানা যায়, সংযুক্ত আরব আমিরাতের আবহাওয়া বিভাগ ন্যাশনাল সেন্টার অফ মেটিওরোলজি বৃষ্টি নামানোর লক্ষ্যে ১৫ ও ১৬ এপ্রিল আল আইন বিমানবন্দর থেকে ক্লাউড সিডিংয়ের জন্য বিমান প্রেরণ করে। এর ফলে এই দুইদিন ব্যাপক বৃষ্টিপাত হয়। যা একসময় রূপ নেয় ভয়াবহ বন্যায়।


এ ঘটনায় ব্যাপক সমালোচনার মুখে পড়েছে দেশটির সরকার। কিন্তু,আমিরাতের মেটিওরোলজি এজেন্সি বলছে ঝড়ের আগে এমন কোন অপারেশনই চালায়নি তারা। আর বৈরী এই আবহাওয়ার জন্য জলবায়ু পরিবর্তনকেই দায়ী করছেন অনেক বিশেষজ্ঞ।


সংযুক্ত আরব আমিরাতের ন্যাশনাল সেন্টার অফ মেটিওরোলজির সিনিয়র ফোরকাস্টার এসরা আলনাকবি জানান, "যদি ক্লাউড সিডিং করা হতো তাহলে আমি বলতে পারি এর বড় একটা প্রভাব পড়তো। কিন্তু ক্লাউড সিডিং-এর কোনো অপারেশন চালানো হয়নি। জলবায়ু পরিবর্তনের কারণেই এমনটা হয়েছে।


৭৫ বছরের ইতিহাসে এবারই সর্বাধিক বৃষ্টি হয়েছে আমিরাতে। সাধারণত দেড় বছরে যে বৃষ্টি হয়, তা মাত্র একদিনেই হয়ে গেছে। সংযুক্ত আরব আমিরাতের প্রতিবেশী দেশ ওমানেও প্রবল বর্ষণ হয়েছে। দেখা দিয়েছে প্রচণ্ড বন্যা। যার ফলে দেশটিতে কমপক্ষে ১৮ জনের মৃত্যু হয়েছে। 


ওমানেও ক্লাউড সিডিং প্রযুক্তি ব্যবহার করা হয়েছিলো। তাই নজিরবিহীন এই প্রাকৃতিক বিপর্যয়কে শুধুই জলবায়ু পরিবর্তনের ফলাফল মানতে নারাজ অনেক বিশেষজ্ঞ। এমন পাল্টা-পাল্টি অভিযোগের মধ্যে প্রকৃত কারণ জানতে হয়তো আমাদের অপেক্ষা করতে হবে আরও কিছু দিন।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আমলাতান্ত্রিক প্রক্রিয়া সহজ ও গতিশীল করার সুপারিশ

আমলাতান্ত্রিক প্রক্রিয়া সহজ ও গতিশীল করার সুপারিশ

আওয়ামী লীগের সাবেক এমপি ছানোয়ারসহ ৩ নেতা রিমান্ডে

আওয়ামী লীগের সাবেক এমপি ছানোয়ারসহ ৩ নেতা রিমান্ডে

অপারেশন ডেভিল হান্ট : সারাদেশে আরো ৫২৯ জন গ্রেপ্তার

অপারেশন ডেভিল হান্ট : সারাদেশে আরো ৫২৯ জন গ্রেপ্তার

হত্যা মামলায় মেনন, ইনু,ফারজানা ও শাকিল রিমান্ডে

হত্যা মামলায় মেনন, ইনু,ফারজানা ও শাকিল রিমান্ডে

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App