×

ভিডিও

চ্যাম্পিয়ন্স লীগ মানেই ভিনিসিয়ুসের জ্বলে উঠা!

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ০১ মে ২০২৪, ১২:৫৬ পিএম

   
চ্যাম্পিয়ন্স লীগ ইউরোপের শ্রেষ্ঠত্বের লড়াই। একদিকে সেমিফাইনালের সেরা চারের খেলা অন্যদিকে ইউসিএলে দাপট দেখানো রিয়াল মাদ্রিদ। প্রতিপক্ষ বুন্দেসলিগার সেরা ক্লাব বায়ার্ন মিউনিখ। সবমিলিয়ে ম্যাচটিকে অঘোষিত ফাইনাল বলাই যায়। সেই হাড্ডাহাড্ডি আর দারুণ উত্তেজনার ম্যাচে রিয়ালকে বাঁচিয়ে দিলেন ব্রাজিলিয়ান ফরোয়ার্ড ভিনিসিয়ুস ফরোয়ার্ড। বিগ ম্যাচ এলেই দারুণভাবে জ্বলে উঠেন তিনি। এ ম্যাচেও ব্যতিক্রম নয়।দলের গুরুত্বম্যাচে একাই টেনে নিয়ে গেলেন ভিনি। 
কদিন ধরেই ম্যাচটিকে ঘিরে তৈরি হয়েছিল উত্তাপ-উত্তেজনা। ইউরোপের সফলতম দুই দলের লড়াই নিয়ে ছড়িয়ে পড়া রোমাঞ্চ যে ভুল ছিল না, সেটিই যেন প্রমাণ হলো এই ম্যাচে। উত্থান-পতন এবং ঘুরে দাঁড়ানোর ধ্রুপদী লড়াইটিতে অবশ্য শেষ পর্যন্ত জেতেনি বায়ার্ন মিউনিখ ও রিয়াল মাদ্রিদের কেউই। 
চ্যাম্পিয়ন্স লিগে রিয়াল মাদ্রিদ কেন সবার চেয়ে সেরা তার নমুনা দেখা গেল প্রথমার্ধেই। শুরুর চল্লিশ সেকেন্ডেই এগিয়ে যেতে পারত বায়ার্ন মিউনিখ। হ্যারি কেইনের পা ঘুরে দারুণ বল পেয়েছিলেন লেরয় সানে। তবে দূরের পোস্টে শট নিতে গিয়েই ভুল করলেন। রিয়াল গোলরক্ষক আন্দ্রে লুনিন করেছেন দারুণ এক সেইভ। কোয়ার্টার ফাইনালে ম্যানচেস্টার সিটিকে বধের পর আবারও রিয়ালের ত্রাতা তিনি। 
ম্যাচ শুরুর ২০ মিনিটে বায়ার্নের জামাল মুসিয়ালা, হ্যারি কেইনরা বারবার আক্রমণ করলেও ভাঙতে পারেনি কার্লো অ্যানচেলত্তির নিখাঁদ ইতালিয়ান ডিফেন্স লাইন। বারবার সুযোগ পেয়েও যখন গোল করতে ব্যর্থ বায়ার্ন, তখন দারুণ ফর্মে থাকা ভিনিসিয়ুসের গোলে এগিয়ে গেলো রিয়াল। টনি ক্রুসের দুর্দান্ত এক ডিফেন্সচেরা পাস রিসিভ করেই সহজেই বল জালে জড়ান এই ফরোয়ার্ড।
এটি ভিনিসিয়ুসের শেষ ১১ ম্যাচে ৮ম গোল। এই নিয়ে টানা তিনবার চ্যাম্পিয়ন্স লিগ সেমিফাইনালে গোল করলেন ভিনি জুনিয়র। গত সিজনে ম্যান সিটির বিপক্ষে হেরে গেলেও, প্রথম লেগে তার গোলেই ড্র করে স্প্যানিশ জায়ান্ট। সেবার রিয়ালকে সেমিতে নিয়ে যাওয়ার পিছেনে অন্যতম কারিগর ছিল এই ব্রাজিলিয়ান। এর আগে ২০২১-২২ সিজনে লা লিগা কিংদের ইউসিএল জেতাতে দারুণভাবে অবদান রাখেন ভিনিসিয়ুস। ফাইনালে লিভারপুলের বিপক্ষে তার একমাত্র গোলে রিয়াল হয়ে উঠে ইউরোপ সেরা।  
বায়ার্নের মাঠে তাদের খেলোয়াড়রা আধিপত্য দেখাতে শুরু করলো। ৫৩ মিনিটে সানের গোলে সমতায় ফেরে তারা। ঠিক চার মিনিট পরেই ৫৭ মিনিটে হ্যারি কেইনের পেনাল্টির গোলে এগিয়ে জার্মান কিংরা। কিন্তু রিয়াল হাল ছাড়েনি। অবশেষে ম্যাচের ৮৩ মিনিটে ভিনিসিয়ুসের গোলেই সমতায় ফেরে কোচ আনচেলত্তির শিষ্যরা।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আমলাতান্ত্রিক প্রক্রিয়া সহজ ও গতিশীল করার সুপারিশ

আমলাতান্ত্রিক প্রক্রিয়া সহজ ও গতিশীল করার সুপারিশ

আওয়ামী লীগের সাবেক এমপি ছানোয়ারসহ ৩ নেতা রিমান্ডে

আওয়ামী লীগের সাবেক এমপি ছানোয়ারসহ ৩ নেতা রিমান্ডে

অপারেশন ডেভিল হান্ট : সারাদেশে আরো ৫২৯ জন গ্রেপ্তার

অপারেশন ডেভিল হান্ট : সারাদেশে আরো ৫২৯ জন গ্রেপ্তার

হত্যা মামলায় মেনন, ইনু,ফারজানা ও শাকিল রিমান্ডে

হত্যা মামলায় মেনন, ইনু,ফারজানা ও শাকিল রিমান্ডে

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App