আর্জেন্টিনার স্কোয়াডে দিবালাকে না নেয়ায় সমালোচনার ঝড়

কাগজ ডেস্ক
প্রকাশ: ২১ মে ২০২৪, ০৬:৪৫ পিএম
আর মাত্র এক মাস। এরপরই মাঠে গড়াবে মহাদেশীয় শ্রেষ্ঠত্বের টুর্নামেন্ট কোপা আমেরিকা। ব্রাজিল-মেক্সিকোর মতো দলগুলো কোপা আমেরিকার স্কোয়াড ঘোষণা করলেও এখনো অপেক্ষায় রেখেছে আর্জেন্টিনা। বিশ্ব চ্যাম্পিয়নরা আজ ২৯ সদস্যের দল ঘোষণা করলেও সেটি মূলত কোপার আগে প্রস্তুতি ম্যাচের দল। প্রস্তুতি ম্যাচের পারফরম্যান্স দেখেই হয়তো ২৬ সদস্যের পূর্ণ স্কোয়াড ঘোষণা করবেন আর্জেন্টাইন কোচ লিওনেল স্কালোনি। প্রাথমিক পর্যায়ের এই দলে রাখা হয়নি মেসির উত্তরসূরি ভাবা পাওলো দিবালাকে। যা নিয়ে শুরু হয়েছে সমালোচনা ঝড়।
কোপা আমেরিকা সামনে রেখে বর্তমান চ্যাম্পিয়নরা দুটি প্রস্তুতি ম্যাচ খেলবে যুক্তরাষ্ট্রে। ৯ জুন শিকাগোতে আর্জেন্টিনার প্রতিপক্ষ ইকুয়েডর ও ১৪ জুন মেসিরা ওয়াশিংটন ডিসিতে খেলবেন গুয়েতেমালার বিপক্ষে।
সামাজিক যোগাযোগমাধ্যম ‘এক্স’-এ নিজেদের অফিশিয়াল একাউন্টে এই স্কোয়াড ঘোষণা করে আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশন (এএফএ)। লিওনেল মেসির নেতৃত্বে আর্জেন্টিনার এ দলে মূলত অভিজ্ঞতার সঙ্গে তারুণ্যের সমন্বয় রাখার চেষ্টা করা হয়েছে।
তবে দলে জায়গা হয়নি বিশ্বকাপজয়ী দলের সদস্য এএস রোমা তারকা পাওলো দিবালার। এ ছাড়া মার্শেই সেন্টার ব্যাক লিওনার্দো বালের্দির অন্তর্ভুক্তিও চমক দিয়েছে অনেককে।
ইনজুরিমুক্ত হয়ে পুরোপুরি ফিট হওয়ার পরও রোমার এই তারকা ফুটবলারকে স্কোয়াডে না রাখায় সামাজিক যোগাযোগ মাধ্যমে চলছে আলোচনা। আর্জেন্টাইন গণমাধ্যম টিওয়াইসি স্পোর্টস তাদের এক প্রতিবেদনে বলছে, শিরোপা ধরে রাখার মিশনে স্কালোনির পরিকল্পনায় দিবালা না থাকার ইঙ্গিত হতে পারে এটি।
ইনজুরির কারণে শেষ হতে যাওয়া মৌসুমের অনেক ম্যাচ খেলতে পারেননি তিনি। ইতালিয়ান লিগের ৩৭ ম্যাচের ২৭টি খেলেছেন দিবালা। এর মধ্যে ২৪টিতে ছিলেন শুরুর একাদশে।
টিওয়াইসি স্পোর্টসের প্রতিবেদনে বলা হয়েছে, ইনজুরির কারণে বেশি ম্যাচে না খেলায় কোপা আমেরিকায় আর্জেন্টিনার স্কোয়াডে তার না থাকার সম্ভাবনা তৈরি করেছে। তবে দুর্দান্ত ফর্মে ছিলেন তিনি। লিগে ১৩ গোল করার পাশাপাশি ৯টি গোলে সহায়তা করেছেন তিনি। গত মৌসুমেও দারুণ ফর্মে ছিলেন মেসির এই উত্তরসূরি। জাতীয় দলে মেসির পজিশনে খেলার কারণে তাকে নেয়া হয়না মূল একাদশে।
আর্জেন্টিনার দলে আছেন তিনজন লিগ জয়ী তারকা—জুলিয়ান আলভারেজ, লাউতারো মার্তিনেজ ও এজেকুয়েল প্যালাসিওস। আলভারেজ ম্যানচেস্টার সিটির হয়ে জিতেছেন ইংলিশ প্রিমিয়ার লিগ, ইন্টার মিলানের হয়ে ইতালিয়ান সিরি ‘এ’ জিতেছেন মার্তিনেজ আর প্যালাসিওস বুন্দেসলিগা জিতেছেন বেয়ার লেভারকুসেন জার্সিতে।