×

ভিডিও

রাইসির জন্য নিরবতা পালন করায় জাতিসংঘকে ঝাড়লেন ইসরায়েলের রাষ্ট্রদূত

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ২১ মে ২০২৪, ১১:৪৪ পিএম

   

জাতিসংঘে ইসরায়েলের রাষ্ট্রদূত, গিলাদ এরদান, সোমবার নিউইয়র্ক সিটিতে জাতিসংঘের নিরাপত্তা পরিষদের বৈঠকে ইরানের প্রয়াত রাষ্ট্রপতি ইব্রাহিম রাইসির জন্য পালন করা এক মুহূর্ত নীরবতার তীব্র নিন্দা করেছেন। গিলাদ বলেন, আপনারা দেখুন চারপাশে জ্বলন্ত পৃথিবী। হামাস আমাদের দেশে হামলা করে অনেক মানুষকে হত্যা করেছে, অনেক নিরীহ ইসরায়েলিকে জম্মি করেছে। এই কাউন্সিল আমাদের জিম্মিদের মুক্তির জন্য কিছুই করেনি অথচ, তাদের দুর্ভোগের জন্য দায়ী ব্যক্তিকে স্মরণ করে। এটা খুবই দুখ:জনক। 

চরম ক্ষোভ নিয়ে গিলাদ বলেন, এরপর কি হবে? পরিষদ কি বিন লাদেনের জন্য এক নীরবতা পালন করবে? এরপর কি হিটলারের জন্য নীরবতা পালন করবে? এরপরও আমরা অবাক হবো না। এরদান রাইসিকে 'গণ-হত্যাকারী প্রেসিডেন্ট' বলে অভিহিত করে গিলাদ বলেন "হাজার হাজার নিরীহ ইরানিদের রক্ত তার হাতে রয়েছে। গিলাদ আরও বলেন, ইরানের জনগণ রাইসিকে 'তেহরানের কসাই' বলে জানেন। এরপরও পরিষদ কিভাবে তাকে স্বরণ করে জানতে চান। 

গত মাসে ইরান ইসরায়েলের দিকে শতাধিক ড্রোন ও ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে বলে অভিযোগ করেন গিলাদ। ইচ্ছাকৃতভাবে হাজার হাজার নিরীহ ইসরায়েলিকে হত্যা করার জন্য ইসরায়েলের উপর এই নজিরবিহীন ক্ষেপণাস্ত্র এবং ড্রোন হামলা চালায়। মার্কিন যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য এবং জর্ডান সকলেই ক্ষেপণাস্ত্র নিক্ষেপে সহায়তা করেছিল বলেও অভিযোগ তার। তবে, আইডিএফ দাবি করেছে যে '৯৯ শতাংশ' ড্রোনই  প্রতিরোধ করা হয়েছে। ১ এপ্রিল দামেস্কে ইরানি কনস্যুলেটে কথিত ইসরায়েলি বিমান হামলার প্রতিক্রিয়া হিসাবে এই হামলা করেছিলো ইরান- যার দায় ইসরাইল স্বীকার করেনি। 

রবিবার প্রবল কুয়াশায় ইরানের উত্তরাঞ্চলের পাহাড়ে হেলিকপ্টার নেমে আসার পর রাষ্ট্রীয় গণমাধ্যম ও কর্মকর্তারা ইরানের নেতা, তার পররাষ্ট্রমন্ত্রী হোসেইন আমির-আব্দুল্লাহিয়ান এবং অন্যদের মৃত বলে নিশ্চিত করেছেন। তবে, এই ঘটনায় কোনো আনুষ্ঠানিক কারণ জানানো হয়নি ইরানের পক্ষ থেকে। দেশটির সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি পাঁচ দিনের জাতীয় শোক ঘোষণা করেছেন। 

দেশটির সর্বোচ্চ কর্তৃপক্ষ গার্ডিয়ান কাউন্সিল সোমবার এ পদে ভাইস প্রেসিডেন্ট মোহাম্মদ মোখবার দায়িত্ব নেবেন বলে জানিয়েছে। সংবিধান মেনে সর্বোচ্চ নেতার অনুমোদনের ভিত্তিতে বর্তমান ভাইস প্রেসিডেন্ট অন্তর্বর্তীকালীন প্রেসিডেন্টের দায়িত্ব নেবেন। সোমবার এক সাক্ষাৎকারে কাউন্সিলের মুখপাত্র হাদি তাহান নাজিফ এ বিষয়ে জানান।

হাদি তাহান নাজিফ বলেন, সর্বোচ্চ ৫০ দিনের মধ্যে প্রেসিডেন্ট নির্বাচন আয়োজনের সাংবিধানিক বাধ্যবাধকতা আছে। এখন সর্বোচ্চ নেতার অনুমতি নিয়ে ইরানের বিচার বিভাগের প্রধান, পার্লামেন্টের স্পিকার ও ভাইস প্রেসিডেন্টকে সঙ্গে নিয়ে গার্ডিয়ান কাউন্সিল নির্বাচন আয়োজনের ব্যবস্থা করবে।

টাইমলাইন: ইরানের প্রেসিডেন্টকে বহনকারী হেলিকপ্টার বিধ্বস্ত

আরো পড়ুন

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আমলাতান্ত্রিক প্রক্রিয়া সহজ ও গতিশীল করার সুপারিশ

আমলাতান্ত্রিক প্রক্রিয়া সহজ ও গতিশীল করার সুপারিশ

আওয়ামী লীগের সাবেক এমপি ছানোয়ারসহ ৩ নেতা রিমান্ডে

আওয়ামী লীগের সাবেক এমপি ছানোয়ারসহ ৩ নেতা রিমান্ডে

অপারেশন ডেভিল হান্ট : সারাদেশে আরো ৫২৯ জন গ্রেপ্তার

অপারেশন ডেভিল হান্ট : সারাদেশে আরো ৫২৯ জন গ্রেপ্তার

হত্যা মামলায় মেনন, ইনু,ফারজানা ও শাকিল রিমান্ডে

হত্যা মামলায় মেনন, ইনু,ফারজানা ও শাকিল রিমান্ডে

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App