ইউটিউব ট্রেন্ডিং মাতাচ্ছে যে গান ও নাটক

কাগজ ডেস্ক
প্রকাশ: ২৩ জুন ২০২৪, ০৮:৪৪ পিএম
ঈদে মুক্তি পাওয়া রায়হান রাফি পরিচালিত শাকিব খানের ‘তুফান’ সিনেমাটি দর্শকমহলে ব্যাপক সাড়া জাগিয়েছে। ‘তুফান’ সিনেমার আলোচিত গান ‘দুষ্টু কোকিল’!
২০ জুন বৃহস্পতিবার ‘দুষ্টু কোকিল’ মুক্তি পাওয়ার পর শনিবার (২২ জুন) বাংলাদেশে ইউটিউব ট্রেন্ডিংয়ে শীর্ষ কনটেন্টের তালিকায় জায়গা করে নেয় মিউজিক ভিডিওটি। (২৩ জুন) দুপুর ১২টা পর্যন্ত ইউটিউবে গানটি ৬৬ লক্ষ বার দেখেছে দর্শকরা।
বাংলাদেশে ট্রেন্ডিংয়ে শীর্ষ স্থানে থাকা এই আইটেম সং ওটিটি প্ল্যাটফর্ম চরকির ইউটিউব চ্যানেল থেকে মুক্তি পায়। ইতোমধ্যে গানটিতে মন্তব্য এসেছে ১০ হাজারের বেশি।
এর আগে ‘দুষ্টু কোকিল’ এর এক ঝলক প্রকাশ করা হয় নেটমাধ্যমে। তুফানের টাইটেল ট্রাক সিনেমার আগেই প্রকাশ করা হয়। এরপর ‘লাগে উরাধুরা’ গানটি আসে ছবি মুক্তির আগেই। ছবির ট্রেইলারে দুষ্টু কোকিলের এক ঝলক দেখানো হয়। এরপর থেকেই এই গানের সম্পূর্ণ গানের অপেক্ষায় ছিল দর্শকেরা।দর্শকের সাড়া দেখে আঁচ করা গিয়েছিল যে গানটি বাজিমাত করবে। ‘দুষ্টু কোকিল’ এর পুরো গানটি মুক্তি পাওয়ার পর রীতিমতো দর্শক উন্মাদনা তুঙ্গে থাকে।আকাশ সেনের সুর, কথা ও সংগীতে গানটিতে কণ্ঠ দিয়েছেন ‘দুষ্টু কোকিল’ সংগীতশিল্পী কনা।
এদিকে ঈদ উপলক্ষে বেশ কিছু নাটক প্রচারিত হয় ইউটিউবে। তার মাঝে বাংলাদেশ থেকে ইউটিউব ট্রেন্ডিংয়ের দ্বিতীয় স্থানে আছে কেমএম সোহাগ পরিচালিত নাটক ‘চাঁদের হাট’। ৪৮ মিনিটের এই নাটকে প্রেম-ভালোবাসা, আবেগ, কমেডি, জীবনযাত্রার মান, সামাজিক ও বর্তমান প্রেক্ষাপট ফুটিয়ে তোলা হয়েছে।
সিনেমাওয়ালার ইউটিউব চ্যানেলে নাটকটি উন্মোচিত করা হয়েছে ঈদের পর দিন। তৌসিফ-কেয়া পায়েল অভিনীত নাটকটি পাঁচ দিনে প্রায় ৬০ লক্ষ বার দেখেছে দর্শকেরা।অসংখ্য দর্শক নাটকটির ইউটিউব লিংকের কমেন্টের ঘরে নিজেদের ভালো লাগার অনুভূতি জানিয়েছেন। বেশিরভাগের কথায়, ‘অসাধারণ একটি নাটক।’