তথ্য চাওয়ায় সংবাদকর্মীকে হত্যার হুমকী দিলেন শিক্ষা কর্মকর্তা (ভিডিও ভাইরাল)

কাগজ ডেস্ক
প্রকাশ: ২৬ জুন ২০২৪, ০৯:০৭ এএম
তথ্য চাওয়ায় এভাবেই উত্তেজিত হয়ে তেড়ে এসে স্থানীয় সংবাদকর্মীকে অশ্লীল ভাষায় গালিগালাজ করতে থাকেন কিশোরগঞ্জ উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা নুর মোহাম্মদ। গালিগালাজ করেই ক্ষান্ত হননি তিনি, হুমকি দিয়েছেন ৩ তলা থেকে ফেলে হত্যারও।
এ ঘটনায় আইনি প্রতিকার চেয়ে স্থানীয় থানায় লিখিত অভিযোগ করেন ভুক্তভোগী সংবাদকর্মী মনির হাসান জীবন।
ফেইসবুকসহ বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হওয়া ভিডিওটির সত্যতা যাচাই করতে ২৫ জুন কিশোরগঞ্জ উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তার কার্যালয়ে যায় ভোরের কাগজ।
ঘড়ির কাটায় তখন বেলা ১২টা। তখনও অফিসে অনুপস্থিত উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা নুর মোহাম্মদ। কোথায় আছেন সে খবরও জানেন না কেউই। ফোন করা হলে তাতেও কোনও সাড়া মেলেনি।
পরে জানা গেল পারিবারিক কারণ দেখিয়ে মৌখিক ছুটিতে রয়েছেন অভিযুক্ত উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা।
ভাইরাল হওয়া ভিডিও ক্লিপটি দেখেছেন জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা। ওই চেয়ারে বসে সংবাদকর্মীর সাথে এমন আচরণ করা উচিৎ নয় বলে মন্তব্য করেন তিনি।
পারিবারিক কারণ দেখিয়ে কর্মস্থলে উপস্থিত না থেকে মৌখিক ছুটি নেয়ার বিষয়েও জানালেন তিনি।
উপজেলা পর্যায়ের একজন শিক্ষা কর্মকর্তার এমন দুর্ব্যবহারে ক্ষুব্ধ স্থানীয়রা। ভবিষ্যতে যেন কোনও সংবাদকর্মীর সাথে এমন আচরণ না করে তাই তার অপসারণসহ যথাযথ শাস্তির দাবি করছেন তাঁরা।