দেহব্যবসা নিয়ে ক্ষোভ ঝাড়লেন শিরিন শিলা, দিলেন হুঁশিয়ারি

কাগজ ডেস্ক
প্রকাশ: ০৯ সেপ্টেম্বর ২০২৪, ১২:৪৯ পিএম
ঢাকাই সিনেমার উঠতি নায়িকা শিরিন শিলা। তবে সারাদেশে তার সম্পর্কে আলোচনার চেয়ে সমালোচনাই বেশি। চলচ্চিত্রের পর্দায় তাকে নিয়মিত দেখা না গেলেও বিভিন্ন সময় নানা রকম নেতিবাচক কাণ্ডের সঙ্গে নাম উঠে এসেছে বারবার। ফেসবুক পেজ কিংবা ইউটিউবের অনেক চ্যানেলে তাকে নিয়ে অসংখ্য নেতিবাচক কন্টেন্ট তৈরি করেছেন কন্টেন্ট ক্রিয়েটর কিংবা ইউটিউবাররা- যার ফলে এই নায়িকার ব্যক্তিগত জীবন একদম বিষিয়ে উঠেছে। নিজের নামে সামাজিক যোগাযোগ মাধ্যমে বিভিন্ন ‘মনগড়া কনটেন্ট’ ছড়ানোর অভিযোগ তুলে সম্প্রতি চরম ক্ষোভ প্রকাশ করেছেন অভিনেত্রী শিরিন শিলা।
সম্প্রতি কয়েকটি ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলে এই নায়িকাকে নিয়ে বিভিন্ন প্রতিবেদন প্রকাশিত হয়। যেখানে দাবি করা হয়, সরকার পতনের পর যুবলীগের শীর্ষ এক নেতার সঙ্গে গা ঢাকা দিয়েছেন এই অভিনেত্রী। এছাড়াও শিরিন শিলার বিলাসী জীবন যাপন, তার আয় ও বিদেশ সফর নিয়েও প্রশ্ন তোলা হয় এসব ভিডিও কন্টেন্ট এবং প্রতিবেদনে। আরও দাবি করা হয় যে, অভিনয়ের পাশাপাশি অসামাজিক কাজের সঙ্গেও যুক্ত রয়েছেন এই নায়িকা। এই বিষয়গুলো নিয়ে সম্প্রতি ফেসবুকে একটি ভিডিওবার্তায় চরম ক্ষোভ ঝাড়েন তিনি।
ভিডিওতে শিরিন শিলা আপত্তি জানিয়ে বলেন, ‘প্রায় ৬-৭ বছর আগে ক্যাসিনোকাণ্ডে কয়েকজন নায়িকার সঙ্গে আমার নাম এসেছিল। সেটাই আপনারা এখন আবারও টেনে আনছেন। বেশ কিছু প্রতিবেদনে দাবি করা হচ্ছে, যুবলীগ নেতার সঙ্গে আমার সখ্যতা রয়েছে। তাদের সঙ্গে আমি বিদেশ সফরে গিয়েছি। যে কারণে সরকার পতনের পরে গা ঢাকা দিয়েছি।’ এসব তথ্যকে সম্পূর্ণ মিথ্যা বলে অভিহিত করে তিনি বলেন, আমি আমার বাসাতেই আছি। গা ঢাকা দিব কেন?
পর্নোগ্রাফির সঙ্গে জড়িত থাকা কিংবা নিজেকে সানি লিওনের মতো মানতেও নারাজ তিনি।
তার সম্পর্কে এমন মিথ্যা গুজব নিয়ে যারা কন্টেন্ট বানাচ্ছেন কিংবা প্রতিবেদন করছেন তাদের প্রত্যেকের বিরুদ্ধে আইনুনাগ ব্যবস্থা নেবেন বলেও হুঁশিয়ারি দেন তিনি।
সম্প্রতি মুক্তি পেয়েছে শিরিন শিলা অভিনীত সিনেমা ‘ঘর ভাঙা সংসার’। এতে তার বিপরীতে অভিনয় করেছেন মনোয়ার হোসেন ডিপজল। এছাড়াও বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন আঁচল আঁখি, বড়দা মিঠু, মধুয়া মধু, কিশোর, মিশা সওদাগরসহ আরও অনেকে।