×

ভিডিও

৮ লাখ টাকা বাকি খেয়ে উধাও ছাত্রলীগ নেতাকর্মীরা!

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ১৩ সেপ্টেম্বর ২০২৪, ০৪:২৮ পিএম

   

ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় সরকারি বিশ্ববিদ্যালয়গুলোতে ছাত্রলীগের দাপট ছিল চোখে পড়ার মতো। নেতাদের ভয়ে তটস্থ থাকতো ছাত্র-শিক্ষক, কর্মকর্তারা। এবার বেরিয়ে আসলো ইসলামী বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগের কুকীর্তি। সেখানকার ক্যাম্পাসের হোটেল, বিভিন্ন হলের ডাইনিং ও মুদি দোকান থেকে আট লক্ষাধিক টাকার বেশি বাকি খেয়ে লাপাত্তা শাখা ছাত্রলীগের নেতাকর্মীরা। ফলে চরম বিপাকে পড়েছেন ব্যবসায়ীরা। সম্প্রতি ক্যাম্পাসের অভ্যন্তর ও প্রধান ফটক এলাকায় অন্তত ৩০টি দোকানের বাকির হিসাব থেকে এসব তথ্য উঠে এসেছে।

এদিকে বড় অঙ্কের বাকির চাপে অনেক ব্যবসায়ীর অবস্থা সংকটাপন্ন হয়ে দাঁড়িয়েছে। পরিস্থিতি এমন পর্যায়ে পৌঁছেছে যে, অনেক দোকানিরই এখন ব্যবসা চালিয়ে যাওয়ার মতো অবস্থায় নেই। ইতিমধ্যে ব্যবসা গুটিয়ে ঋণের বোঝা মাথায় নিয়ে ক্যাম্পাস ছেড়েছেন কয়েকজন ক্ষুদ্র ব্যবসায়ী।

কেউ নিজের হোটেল মালিকানা বিক্রি করে ব্যবসা গুটিয়ে এখন অন্যের হোটেলের কর্মচারী হিসেবে কাজ করছেন বলে জানা গেছে। পাওনা টাকা উদ্ধারে নেতাকর্মীদের হন্যে হয়ে খুঁজছেন তারা। তবে কারো সঙ্গে যোগাযোগ করতে না পেরে ক্ষোভ প্রকাশ করেছেন। টাকা ফেরত পেতে বিশ্ববিদ্যালয় প্রশাসনসহ সংশ্লিষ্টদের সহযোগিতা চেয়েছেন ব্যবসায়ীরা।

জানা গেছে, বিশ্ববিদ্যালয়ের ছাত্রদের জন্য পাঁচটি ও ছাত্রীদের জন্য তিনটিসহ মোট আটটি আবাসিক হল রয়েছে।সম্প্রতি অনুসন্ধানে প্রায় শতাধিক নেতা-কর্মীর নামের তালিকা পাওয়া গেছে। ক্ষমতায় থাকায় তাদের বিরুদ্ধে সেসময় ভয়ে কেউ কথা বলতে পারেনি। তবে আওয়ামী সরকার পতনের পর এখন মুখ খুলতে শুরু করেছেন পাওনাদাররা।

অনুসন্ধানে জানা গেছে, হল ডাইনিং, খাবার হোটেল ও অন্য দোকানগুলোতে ছাত্রলীগ নেতাকর্মীদের মোট বাকির পরিমাণ ৭ লাখ ৯৫ হাজার ৫২ টাকা। এর মধ্যে চা-সিগারেটের দোকানে বাকি ৩ লাখ ৫৫ হাজার ৪৫২টাকা এবং ডাইনিং ও খাবার হোটেলে বাকি ৪ লাখ ৩৯ হাজার ৬০০টাকা। ছাত্রদের পাঁচটি হল ও বিশ্ববিদ্যালয়ের ক্যাফেটেরিয়ায় মোট বাকি ১ লাখ ২৯ হাজার টাকা। যার মধ্যে।

জিয়াউর রহমান হলে ৬০ হাজার ও লালন শাহ হলে ৩০ হাজার টাকা বাকি রয়েছে। হলগুলোর ডাইনিং ম্যানেজাররা তাদের বকেয়া খাতা হিসাব করে এসব তথ্য জানিয়েছেন। এছাড়া ক্যাম্পাসের ভেতরের ও প্রধান ফটকের মোট ছয়টি খাবার হোটেলে মোট বাকি রয়েছে ৩ লাখ ১০ হাজার ৬০০ টাকা। এরমধ্যে ক্যাম্পাসের ভাই ভাই হোটেলে দেড় লক্ষ ও প্রধান ফটকের সামনের ইবি স্ন্যাকসে ১ লাখ ২০ হাজার টাকা বাকি রয়েছে ছাত্রলীগ নেতাকর্মীদের নামে। এদিকে, ক্যাম্পাস ও প্রধান ফটকের চা-দোকানসহ অন্যান্য অন্তত ২৫টি দোকানে মোট বাকির পরিমাণ ৩ লাখ ৫৫ হাজার ৪৫২ টাকা। এরমধ্যে সর্বোচ্চ বাকি অভি ক্যাফেতে ১ লাখ ১৭ হাজার ৮৯০ টাকা। 

পাওনাদাররা জানিয়েছেন, ক্যাম্পাসের অভ্যন্তরে ও প্রধান ফটক সংলগ্ন এলাকার বিভিন্ন দোকান এবং হলের ডাইনিংয়ে বছর বছর ধরে ছাত্রলীগের সাবেক ও বর্তমান নেতাকর্মীরা বাকি খেয়ে আসছিলেন। তাদের মাত্রাতিরিক্ত বাকিতে অতিষ্ঠ হয়ে দোকানিরা মাঝেমধ্যে বাকি না দিতে চাইলে তারা জোর করেও খেয়ে যেতেন। আগের বাকির টাকা চাইলে বিভিন্ন টালবাহানায় তা এড়িয়ে যেতেন। অনেক সময় কর্মীরা খেয়ে নেতার নাম বলে চলে যেত। 

এই বিষয়ে জানতে চাইলে ইবি শাখা ছাত্রলীগের সহ-সভাপতি মামুন অর রশীদ বলেন, ঘটনা যদি সত্যি হয় তাহলে মানবিক দিক বিবেচনায় অবশ্যই উচিত যার যেখানে যে পরিমাণ বকেয়া আছে সেইটা অতি দ্রুত সময়ের মধ্যে পরিশোধ করা।

টাইমলাইন: অন্তর্বর্তীকালীন সরকার

আরো পড়ুন

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আমলাতান্ত্রিক প্রক্রিয়া সহজ ও গতিশীল করার সুপারিশ

আমলাতান্ত্রিক প্রক্রিয়া সহজ ও গতিশীল করার সুপারিশ

আওয়ামী লীগের সাবেক এমপি ছানোয়ারসহ ৩ নেতা রিমান্ডে

আওয়ামী লীগের সাবেক এমপি ছানোয়ারসহ ৩ নেতা রিমান্ডে

অপারেশন ডেভিল হান্ট : সারাদেশে আরো ৫২৯ জন গ্রেপ্তার

অপারেশন ডেভিল হান্ট : সারাদেশে আরো ৫২৯ জন গ্রেপ্তার

হত্যা মামলায় মেনন, ইনু,ফারজানা ও শাকিল রিমান্ডে

হত্যা মামলায় মেনন, ইনু,ফারজানা ও শাকিল রিমান্ডে

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App