অন্যরা থাকতে বিএনপির এ্যানি কেন সাবেক ভিপি নূরের মাথায় ছাতা ধরলেন?

কাগজ ডেস্ক
প্রকাশ: ১৮ সেপ্টেম্বর ২০২৪, ০৪:৫০ পিএম
শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি। বর্তমান প্রজন্ম তাকে চেনে তার স্মার্টনেসের জন্য। গেল ১৫ সেপ্টেম্বর সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও ভাইরাল হয় যেখানে দেখা যায় সাবেক ভিপি নূর বৃষ্টির মাঝেই বক্তব্য দিচ্ছেন আর সেটি দেখে সাথে সাথে এ্যানি ছাতা হাতে নিয়ে তার মাথায় তুলে ধরেন। আর মুহূর্তেই সেই ভিডিওটি ভাইরাল হয়ে যায়।
ভাইরালের পরপরই নেটিজেনরা এ্যানির প্রশংসায় পঞ্চমুখ। এক নেটিজেন ক্যাপশনে লিখেছেন- ‘আমাদের শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি ভাই, তরুণ প্রজন্ম এবং জেন-জি জেনারেশন এ্যানি ভাইকে চিনে তাঁর স্মার্টনেসের জন্য। এই এ্যানি ভাই ছাত্রদলের সাবেক সফল সভাপতি। বিএনপি’র জাতীয় নির্বাহী কমিটির অন্যতম যুগ্ম মহাসচিব। এর আগে তিনি বিএনপির প্রচার সম্পাদক এবং ছাত্র বিষয়ক সম্পাদকের দায়িত্বও পালন করেছেন। স্ট্যাটাসে তিনি আরও বলেন, জনগণের ভোটে দুইবার সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন। অথচ কতটা নিরহংকার তিনি !! ভিপি নুর ভাই শুধু এ্যানি ভাইয়ের জুনিয়রই না, ভিপি নুর ভাই এ্যানি ভাইয়ের দলেরও কেউ না। অথচ তিনি নিজের ভিতর কোনো আত্ম-অহংকার রাখেননি !! বৃষ্টিতে যখন ভিপি নুর ভাই ভিজে-ভিজে বক্তৃতা দিচ্ছিলো, তখন এ্যানি ভাই ভিপি নুরু ভাইয়ের মাথার উপর নিজে ছাতা হাতে দাঁড়িয়ে ছিলেন। এটাই গণতান্ত্রিক রাজনীতির সৌন্দর্য্য বলেও জানান ওই নেটিজেন।
আরেক নেটিজেন লিখেছেন -এ্যানি ভাইয়ের বয়স আর রাজনীতির বয়সের কাছে ভিপি নূর এখনো শিশু। এ্যানি চৌধুরী জাতীয় নেতা। সারাদেশে রয়েছে ওনার আকাশচুম্বী জনপ্রিয়তা। নূর বৃষ্টিতে ভিজছে ভিজুক। অন্য কেউ ছাতা নিয়ে আসবে, না হয় আসবে না। কিন্তু এ্যানি চৌধুরীকেই কেন ছাতা নিয়ে এগিয়ে আসতে হলো ? আমরা যারা এ্যানি চৌধুরীকে কাছ থেকে জানি চিনি বুঝি তারা জানেন এ্যানি চৌধুরী কতটা বড় মন নিয়ে রাজনীতি করেন। তিনি আরও বলেন, এ্যানি ভাই বিএনপির একজন নেতার যেভাবে খেয়াল রাখেন, ঠিক তেমনভাবে বিএনপির একজন সমর্থকেরও ততটাই খেয়াল রাখেন।
সামাাজিক মাধ্যমে আরও একজন জানান, আমাদের দেশে কিছু নেতা নিজেদের অনেক বড় মাপের নেতা মনে করেন, তারা প্রিয় এ্যানী ভাইকে দেখে শিক্ষা গ্রহণ করুন। এগুলো হচ্ছে বংশীয় শিষ্টাচার এবং রাজনৈতিক শিক্ষা, বিনয়, ভদ্রতা। এভাবেই এ্যানির প্রশংসায় পঞ্চমুখ নেটিজেনরা।
১৭ সেপ্টেম্বর আন্তর্জাতিক গণতন্ত্র দিবস উপলক্ষে নয়াপল্টনে বিএনপি আয়োজিত সমাবেশে এ্যানি বলেন, যে লড়াইয়ে আমরা অবতীর্ণ হয়েছিলাম সেটি ছিল গণতন্ত্র ও ভোটাধিকার আদায়ের। প্রধান উপদেষ্টা ড. ইউনূসের উদ্দেশ্যে বলেন, তিনি অত্যন্ত সম্মানিত ব্যক্তি। যারা গত ১৫ বছরে গুম খুন ও লুটপাটে জড়িত ছিল তাদের বিচার করারও আহবান জানান এ্যানি।