×

ভিডিও

কুমির-উট পাখির চামড়া দিয়ে বানানো জুতা পরেন সাইফুজ্জামান

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ১৯ সেপ্টেম্বর ২০২৪, ১১:৩৪ পিএম

   

একটি কিংবা দুটি নয় যেন আলাদিনের শতশত চেরাগ ওনার হাতে। সেগুলো ঘষেছেন মনের মতো করে। যা থেকে বেরিয়ে এসেছে অঢেল সম্পদ। 

যেন রুপকথার গল্পকেও হার মানিয়েছেন সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী। চট্টগ্রামের এই সংসদ সদস্য নিজেকে একজন সফল ব্যবসায়ী হিসেবে পরিচয় দিতেন।

তবে চেরাগ থেকে বের হওয়া অর্থ বাংলাদেশে রাখা নিরাপদ মনে করেননি বলেই হয়তো লন্ডন দুবাই আমেরিকায় পাচার করেছেন হাজার কোটি টাকা। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরার অনুসন্ধানী ওই প্রতিবেদনে বেরিয়ে এসেছে তার বিলাসী জীবনের চাঞ্চল্যকর তথ্য।

তবে অবাক করা বিষয় হলো সাইফুজ্জামান ছিলেন একজন জুতা প্রেমিক। তাইতো পছন্দ করতেন বিশ্বের নামিদামী ব্র্যান্ডের জুতা। সাইফুজ্জামান অনেকটা বড়াই করে আলজাজীরার সাংবাদিককে জানান, তিনি কুমির ও উট পাখির চামড়া দিয়ে তৈরি জুতা পরেন। একজোড়া জুতার দাম ৮ হাজার পাউন্ড বাংলাদেশি টাকায় প্রায় ১৩ লাখ। জুতার পাশাপাশি নামিদামী ব্র্যান্ডের স্যুট পরতেও পছন্দ করেন সাইফুজ্জামান।  লন্ডনের সবচেয়ে দামি দোকান থেকে ইতালিয়ান স্যুট তৈরি করে পরেন তিনি।

বাংলাদেশের একজন এমপি হয়ে বহির্বিশ্বে তার সম্পদের পরিমাণ ও বিলাসী জীবন দেখে রীতিমতো অবাক লন্ডন, দুবাই ও আমেরিকার ধনকুবেররা। 

যুক্তরাজ্যে প্রায় ৩ হাজার কোটি টাকা খরচ করে ৩৬০টি বিলাসবহুল বাড়ি কিনেছেন তিনি। নিজের রিয়েল স্টেট ব্যবসাকে সম্প্রসারণ করেছেন ব্রিটেন ছাড়াও দুবাই, নিউইয়র্ক, সিঙ্গাপুর এবং মালয়েশিয়ায়।

প্রতিবেদনে বলা হয়েছে, সাইফুজ্জামান জানান শেখ হাসিনার সঙ্গে বেশ ভালো সম্পর্ক ছিল তার। তার বাবা শেখ হাসিনার খুব কাছের লোক ছিলেন বলেও জানান তিনি। তিনি বলেন, শেখ হাসিনা জানতেন যুক্তরাজ্যে আমার ব্যবসা আছে।

সাইফুজ্জামান লন্ডনে যে বাড়িটিতে থাকেন সেটির দাম প্রায় পৌনে ২শ কোটি টাকা। যে বাড়িতে রয়েছে সিনেমা হল, জিম, ব্যক্তিগত এলিভেটর এবং নতুন রোলস রয়েলস গাড়ি রাখার নিরাপদ আন্ডারগ্রাউন্ড পার্কিং এরিয়া।

সাইফুজ্জামান চৌধুরী বাংলাদেশ আওয়ামী লীগের রাজনীতিবিদ এবং ভূমি মন্ত্রণালয়ের সাবেক মন্ত্রী। তিনি দশম, একাদশ ও দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের সংসদ সদস্য। 

সাইফুজ্জামান ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংকের নির্বাহী কমিটি চেয়ারম্যান ছিলেন। বাংলাদেশের শিল্প প্রতিষ্ঠান আরামিট গ্রুপের চেয়ারম্যান হিসেবেও দায়িত্ব পালন করেছেন। তিনি চট্টগ্রাম চেম্বার অব কর্মাস এন্ড ইন্ডাস্ট্রির তিনবারের নির্বাচিত সভাপতি ছিলেন।


সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আমলাতান্ত্রিক প্রক্রিয়া সহজ ও গতিশীল করার সুপারিশ

আমলাতান্ত্রিক প্রক্রিয়া সহজ ও গতিশীল করার সুপারিশ

আওয়ামী লীগের সাবেক এমপি ছানোয়ারসহ ৩ নেতা রিমান্ডে

আওয়ামী লীগের সাবেক এমপি ছানোয়ারসহ ৩ নেতা রিমান্ডে

অপারেশন ডেভিল হান্ট : সারাদেশে আরো ৫২৯ জন গ্রেপ্তার

অপারেশন ডেভিল হান্ট : সারাদেশে আরো ৫২৯ জন গ্রেপ্তার

হত্যা মামলায় মেনন, ইনু,ফারজানা ও শাকিল রিমান্ডে

হত্যা মামলায় মেনন, ইনু,ফারজানা ও শাকিল রিমান্ডে

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App