×

ভিডিও

ভাঙা পা নিয়েও চেয়ারে করে হাসপাতালে এসে চিকিৎসা দিচ্ছেন ডাক্তার

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ২২ সেপ্টেম্বর ২০২৪, ১১:৪০ এএম

   

৩১ জন চিকিৎসকের সমন্বয়ে স্বাস্থ্যসেবা দেয়ার কথা থাকলেও বাস্তবে চিকিৎসক মাত্র ৩ জন। তাই রোগীদের কথা ভেবে অসুস্থ শরীর নিয়ে হুইল চেয়ারে ভর করেই হাসপাতালে আসছেন ডাঃ শারমিন সুলতানা শান্তা। এইভাবে চিকিৎসা দিয়ে প্রশংসায় ভাসছেন জামালপুরের সরিষাবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ডাক্তার। প্রতিনিধি মোস্তাক আহমেদ মনিরের রিপোর্টে বিস্তারিত। 

চিকিৎসক সংকটের কারনে নিজের ভাঙা পা নিয়েই হুইল চেয়ারে এসে রোগীদের স্বাস্থ্য সেবা দিচ্ছেন ডাঃ শারমিন সুলতানা শান্তা। বলছি জামালপুরের সরিষাবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কথা। একটি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ৩১ জন ডাক্তারের সমন্বয়ে চলার কথা থাকলেও বাস্তবে মাত্র ৩ জন ডাক্তার দিয়ে চলছে ৫০ শয্যার এ হাসপাতাল। সরিষাবাড়ী থেকে মোস্তাক আহমেদ মনির এর রিপোর্টে বিস্তারিত। 

হাসপাতাল সূত্রে জানা যায়, এ উপজেলার ৮টি ইউনিয়ন ও ১টি পৌরসভাসহ পার্শ্ববর্তী মাদারগঞ্জ, কাজিপুর, ধনবাড়ি উপজেলার একাংশের মানুষ প্রতিনিয়ত চিকিৎসা নিতে আসে সরিষাবাড়ী হাসপাতালে। গড়ে প্রতিদিন এ হাসপাতালে চিকিৎসা নিতে আসে ৩ থেকে ৪ শতাধিক মানুষ।

এ উপজেলার জন-সাধারণের স্বাস্থ্য সেবা নিশ্চিত করার লক্ষ্যে ১৯৬৩ সালে ৩১ শয্যা বিশিষ্ট সরিষাবাড়ী হাসপাতাল প্রতিষ্ঠা হয়। এরপর ২০০৮ সালে ৩১ শয্যা থেকে ৫০ শয্যায় উন্নীত করা হয়। কিন্তু ৩১ শয্যা হাসপাতালেই বর্তমানে চলছে ৫০ শয্যা রোগীদের চিকিৎসা সেবা। মাঝেমধ্যে দেখা যায়, শয্যা সংকট থাকায় রোগীদের জায়গা হয় হাসপাতালের মেঝেতে।

গত ১ বছর ধরে চিকিৎসক সংকট থাকায় প্রতিনিয়ত ব্যাহত হচ্ছে চিকিৎসা সেবা। এই স্বাস্থ্য কমপ্লেক্স পরিচালনার জন্য ৩১ জন ডাক্তার থাকার কথা থাকলেও কাগজ কলমে চিকিৎসক রয়েছেন ১০ জন। এদের মধ্যে মেডিকেল অফিসার রয়েছেন ৩ জন। বাকিরা নিয়মিত নয়। তিনজন চিকিৎসক দিয়ে ৫০ শয্যা বিশিষ্ট স্বাস্থ্য কমপ্লেক্সে স্বাস্থ্যসেবা দিতে হিমশিম খেতে হচ্ছে বলে জানান হাসপাতাল কর্তৃপক্ষ।

পরে খোঁজ নিয়ে জানা যায়, ডাঃ শারমিন সুলতানা শান্তা গত (৩০ আগস্ট) সকালে চিকিৎসক সংকটের কারণে অতিরিক্ত ডিউটি করার কারনে হঠাৎ হাসপাতালের সিঁড়ি থেকে পড়ে পা ভেঙে যায়। এসময় তিনি পায়ে প্লাস্টার করে ছুটিতে যান।

এদিকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে মাত্র ৩ জন ডাক্তারের মধ্যে একজন হঠাৎ অসুস্থ হয়ে পড়লে চিকিৎসা সেবা আরো ব্যাহত হয় এবং ডাক্তার সংকট দেখা দেয়। পরে তিনি বাধ্য হয়েই শারীরিক অসুস্থতা নিয়ে চিকিৎসক সংকট কাটাতে প্লাস্টার করা পা নিয়েই স্টেচারে এসে হুইল চেয়ার বসে ঘুরে ঘুরে রোগীদের চিকিৎসা সেবা প্রদান করে যাচ্ছেন এবং নিয়মিত ডিউটি করছেন।

জরুরি বিভাগ, বর্হির বিভাগ ও অন্তঃ বিভাগে মাত্র ৩ জন মেডিকেল অফিসাকে পর্যায়ক্রমে দেখতে হচ্ছে। ৫০ শয্যার একটি হাসপাতালে মাত্র ৩ জন চিকিৎসক দিয়ে কখনই চলতে পারে না। উদ্ধর্তন কর্তৃপক্ষের এ বিষয়ে সুদৃষ্টি দেওয়া উচিত বলে মনে করেন এলাকাবাসী ও সুধিজন। 

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আমলাতান্ত্রিক প্রক্রিয়া সহজ ও গতিশীল করার সুপারিশ

আমলাতান্ত্রিক প্রক্রিয়া সহজ ও গতিশীল করার সুপারিশ

আওয়ামী লীগের সাবেক এমপি ছানোয়ারসহ ৩ নেতা রিমান্ডে

আওয়ামী লীগের সাবেক এমপি ছানোয়ারসহ ৩ নেতা রিমান্ডে

অপারেশন ডেভিল হান্ট : সারাদেশে আরো ৫২৯ জন গ্রেপ্তার

অপারেশন ডেভিল হান্ট : সারাদেশে আরো ৫২৯ জন গ্রেপ্তার

হত্যা মামলায় মেনন, ইনু,ফারজানা ও শাকিল রিমান্ডে

হত্যা মামলায় মেনন, ইনু,ফারজানা ও শাকিল রিমান্ডে

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App