গিয়েছিলেন ডাকাত ধরতে, ফিরলেন লাশ হয়ে

কাগজ ডেস্ক
প্রকাশ: ২৪ সেপ্টেম্বর ২০২৪, ০৮:৫৯ পিএম
গিয়েছিলেন ডাকাত ধরতে। ফিরলেন লাশ হয়ে। বলছি সেনা কর্মকর্তা লেফটেন্যান্ট তানজিম সারোয়ার নির্জনের কথা। ডাকাত ধরতে অভিযানে গেলে ডাকাতের ছুরিকাঘাতে নিহত হন ওই সেনা কমর্কর্তা। তার মৃত্যুতে পরিবারে নেমে এসেছে শোকের ছায়া। কিভাবে তাকে হত্যা করে ডাকাতেরা? কী বলছেন প্রত্যক্ষদর্শীরা? বিস্তারিত এইচ এম নাহিয়ানের রিপোর্টে।
কক্সবাজারের চকরিয়া উপজেলার ডুলাহাজারা ইউনিয়নের পূর্ব মাইজপাড়ার মাছ ব্যবসায়ী রেজাউল করিমের বাড়িতে ডাকাত দল হানা দিয়েছে—এমন সংবাদের ভিত্তিতে সেনাবাহিনী ও পুলিশের যৌথ দল অভিযান চালায়। যৌথ বাহিনীর উপস্থিতি টের পেয়ে ডাকাতেরা পালিয়ে যাওয়ার চেষ্টা করে। এ সময় সেনা কর্মকর্তা লেফটেন্যান্ট তানজিম সারোয়ার এক ডাকাতকে ধাওয়া করে ধরে ফেলেন। ওই ডাকাত তখন তানজিমের মাথায় ও গলায় উপর্যুপরি ছুরিকাঘাত করে পালিয়ে যায়। সঙ্গে সঙ্গে তরুণ সেনা কর্মকর্তা তানজিম মাটিতে লুটিয়ে পড়েন। পরে সেনাবাহিনীর অন্য সদস্যরা তাঁকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।
২৩ বছর বয়সী মো. তানজিম সারোয়ারের বিদায়টিও হয়েছে ২৩ সেপ্টেম্বর দিবাগত রাত সাড়ে তিনটার দিকে। তিনি সেনাবাহিনীর লেফটেন্যান্ট পদে কর্মরত ছিলেন।
আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে লেফটেন্যান্ট তানজিমের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছে। সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, লেফটেন্যান্ট তানজিমের বাড়ি টাঙ্গাইল জেলায়। তিনি ৮২তম দীর্ঘমেয়াদি কোর্সে ২০২২ সালে বাংলাদেশ মিলিটারি একাডেমি থেকে আর্মি সার্ভিস কোরে কমিশন লাভ করেন।
ডুলাহাজারা ইউনিয়ন পরিষদের (ইউপি) প্যানেল চেয়ারম্যান রিয়াজ উদ্দিন বলেন, মাছ ব্যবসায়ী রেজাউলের বাড়িতে ডাকাত দল হানা দেয়, তখন স্থানীয় মসজিদের মাইকে ডাকাতির খবর প্রচার করা হয়। খবর পেয়ে সেনাবাহিনী ঘটনাস্থলে উপস্থিত হওয়ার পর ডাকাতরা পালিয়ে যাওয়ার চেষ্টা করে।এ সময় তাদের একজনকে ধরে ফেলেন তানজিম। তখন ওই ডাকাত তাঁকে মাথায় ও গলায় উপর্যুপরি ছুরিকাঘাত করলে তিনি মাটিতে লুটিয়ে পড়েন। পরে অন্য সেনাসদস্যরা তাঁকে উদ্ধার করে নিয়ে যান।
অভিযানে যৌথ বাহিনী ঘটনাস্থল থেকে তিন ডাকাতকে আটক করেছে বলে আইএসপিআরের সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়। পাশাপাশি দেশে তৈরি একটি বন্দুক, ছয়টি গুলিও উদ্ধার করে সেনাবাহিনী।
এই তরুণ সেনাকর্মকর্তার মৃত্যুতে তার পরিবারে নেমে এসেছে শোকের ছায়া।
দেশমাতৃকার সেবায় তার এই আত্মত্যাগ বাংলাদেশ সেনাবাহিনী গভীর শ্রদ্ধা ভরে স্মরণ করে এবং সেই সঙ্গে তার শোকসন্তপ্ত পরিবারের সব সদস্যদের প্রতি সমবেদনা জ্ঞাপন করেছে।