×

ভিডিও

ইন্টার মায়ামিতে আর থাকছেন না মেসি?

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ২৫ সেপ্টেম্বর ২০২৪, ০৮:২৭ পিএম

   

ফের দলবদলের মুখে লিওনেল মেসি! আচমকাই ছড়িয়ে পড়েছে ইন্টার মায়ামি ছাড়ার জল্পনা। আর্জেন্টাইন এই জাদুকরের সঙ্গে ২০২৫ সাল পর্যন্ত ডেভিড বেকহ্যামের দলের চুক্তি রয়েছে। তবে মেসি নাকি আর মায়ামিতে থাকতে চাইছেন না। ক্লাবের পক্ষ থেকে একাধিকবার চুক্তি বৃদ্ধির প্রস্তাব আসলেও তাতে সাড়া দেননি বিশ্বকাপজয়ী এই আর্জেন্টাইন।

মূলত চুক্তি না বাড়ানোর কারণেই সবাই ধরেই নিয়েছেন, দল পরিবর্তন করতে চাইছেন মেসি। আর ক্লাব ছাড়লে কোন দলে যোগ দেবেন, সেটাই এখন বড় প্রশ্ন। তবে কী, ফের বার্সেলোনায় ফিরবেন? কিন্তু সেই সম্ভাবনাও নেই। তার নতুন ঠিকানা হবে কোথায়? সেটা কি সৌদি আরবে?

২০২৩ সালে পিএসজি ছাড়ার পর ফ্রি ট্রান্সফারে মায়ামিতে এসেছিলেন মেসি। যদিও তার কাছে সৌদির ক্লাব আল-হিলাল থেকে বিরাট অঙ্কের প্রস্তাব ছিল। কিন্তু সবাইকে চমকে দিয়ে আমেরিকাকেই বেছে নেন রেকর্ড আটবারের ব্যালন ডি’অরজয়ী এই ফুটবলার। গেল মৌসুমে দলকে মেজর লিগ সকারের প্লে-অফে তুলেছিলেন। সেই সঙ্গে গত বছর লিগ কাপ ট্রফি জিতিয়েছিলেন। তবে সেখানে আর থাকতে চান না।

গণমাধ্যমে গুঞ্জন, আর্জেন্টিনার ক্লাব নিউওয়েল ওল্ড বয়েজে যোগ দিতে পারেন মেসি। এই ক্লাব থেকেই নিজের ফুটবল-জীবন শুরু করেছিলেন তিনি।

১৯৯৫ থেকে ২০০০ সাল পর্যন্ত এখানেই ফুটবল খেলেছেন। ক্যারিয়ারের শেষ অধ্যায়ও এখানেই লিখে যেতে চান।

২০১৬ সালে এক সাক্ষাৎকারে নিজের দেশ আর্জেন্টিনার ক্লাবের হয়ে খেলার ইচ্ছা প্রকাশ করেছিলেন মেসি। সে সময় তিনি বলেছিলেন, ‘আমায় যদি এক দিন পরই আর্জেন্টিনায় ফেরার প্রস্তাব দেওয়া হয়, আমি রাজি। যদি বলেন, কোন ক্লাবের হয়ে খেলবেন, তাহলে অবশ্যই নিউওয়েলের হয়ে। আমার স্বপ্ন নিউওয়েলের হয়ে খেলার।’

সে সময়ে আর্জেন্টিনায় নিরাপত্তা শঙ্কা নিয়েও কথা বলেছিলেন মেসি। তবে বর্তমানে আর্জেন্টিনার পরিস্থিতির পরিবর্তন হয়েছে, তাই নিজের অনেক দিনের লালিত স্বপ্ন পূরণ করতে চাচ্ছেন তিনি। তবে কবে শৈশবের ক্লাবে মেসি পা রাখছেন, তা এখনও চূড়ান্ত নয়।

আর্জেন্টাইন ক্লাব ছাড়ার পর বার্সার হয়ে ১৮ বছর খেলেছেন মেসি। তবে ২০২১ সালে বার্সা ছেড়ে প্যারিসে পাড়ি জমিয়েছিলেন। এরপর মায়ামির হয়ে ৩২টি ম্যাচ খেলেছেন মেসি। এখন পর্যন্ত ২৭টি গোল করেছেন। অ্যাসিস্ট ১৭টি। এবার যদি ছোটবেলার ক্লাবে ফেরেন, তাহলে যেন একটা চক্র সম্পূর্ণ হবে বলেই মনে করছেন অনেকে।

এদিকে ইনজুরিতে পড়ে কোপার আমেরিকার ফাইনালের পর থেকেই জাতীয় দলের বাইরে মেসি। প্রায় দুই মাস পর মায়ামির জার্সিতে মাঠে নেমেছিলেন তিনি। অন্যদিকে আগামী অক্টোবরে বিশ্বকাপ বাছাইয়ে দুটি ম্যাচ খেলবে লে আলবিসেলেস্তেরা। আগামী ১০ অক্টোবর ভেনেজুয়েলা আর ১৬ অক্টোবর বলিভিয়ার বিপক্ষে খেলবে আর্জেন্টিনা। ওই ম্যাচ দিয়েই আকাশী-নীল জার্সিতে ফিরতে পারেন মেসি।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আমলাতান্ত্রিক প্রক্রিয়া সহজ ও গতিশীল করার সুপারিশ

আমলাতান্ত্রিক প্রক্রিয়া সহজ ও গতিশীল করার সুপারিশ

আওয়ামী লীগের সাবেক এমপি ছানোয়ারসহ ৩ নেতা রিমান্ডে

আওয়ামী লীগের সাবেক এমপি ছানোয়ারসহ ৩ নেতা রিমান্ডে

অপারেশন ডেভিল হান্ট : সারাদেশে আরো ৫২৯ জন গ্রেপ্তার

অপারেশন ডেভিল হান্ট : সারাদেশে আরো ৫২৯ জন গ্রেপ্তার

হত্যা মামলায় মেনন, ইনু,ফারজানা ও শাকিল রিমান্ডে

হত্যা মামলায় মেনন, ইনু,ফারজানা ও শাকিল রিমান্ডে

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App