গোপন নয়, সাদিয়া আয়মান জানতেন তার ভিডিও ধারণ হচ্ছে

কাগজ ডেস্ক
প্রকাশ: ২৭ সেপ্টেম্বর ২০২৪, ০১:২০ পিএম
বর্তমান সময়ের ছোটপর্দার জনপ্রিয় অভিনেত্রী সাদিয়া আয়মান অপ্রীতিকর ঘটনার মুখোমুখি হয়েছেন। তার দাবি অনুমতি না নিয়েই এক সাংবাদিক গোপনে ভিডিও ধারণ করে সামাজিক যোগাযোমাধ্যম ফেসবুকে ছড়িয়ে দিয়েছেন। ইতোমধ্যে চাকরি থেকে অব্যাহতিও পেয়েছেন সেই সাংবাদিক। কিন্তু এবার ঘটনা উল্টোদিকে মোড় নিতে শুরু করেছে, সেই ভিডিওর পুরো ক্লিপটি ফাঁস হলে দেখা যায় প্রথম থেকেই অভিনেত্রী অবগত ছিলেন তার এই ভিডিও ধারণ বিষয়ে।
সাদিয়া আয়মানের ক্যারিয়ারের প্রথম সিনেমা কাজলরেখা। ভাইরাল হওয়া ভিডিওর আগের অংশ লক্ষ্য দেখা যায়, সাংবাদিক সাদিয়া আয়মানের ভিডিও ধারণের সময় তাকে বলছেন 'ছোট কাজলরেখা'। আর তা শুনে এই অভিনেত্রী সাংবাদিকের ক্যামেরার দিকে তাকিয়ে বেশ হাস্যজ্বল লুক দিয়েছেন। এ থেকে স্পষ্ট সাদিয়া আয়মান অবগত ছিলেন তার ভিডিও ধারণ হচ্ছে। কিন্তু ফেজবুক পোস্টে সাদিয়া জানান গোপনে,অনুমতি ছাড়া তার এই ভিডিও ধারণ করা হয়েছে।
প্রসঙ্গত সাদিয়া আয়মানের এই বিষয়টিকে ভালোভাবে নিচ্ছেননা মিডিয়া অঙ্গনের অনেকেই। শাকিবের দরদ সিনেমার ডিরেক্টর অনন্য মামুন তার ব্যক্তিগত সমালোচিত ইস্যুকে ব্যাখ্যা করে বলেন সাদিয়া আয়মান যা করেছে সেটা অন্যায়। তিনি আরও যোগ করেন মানুষ এখন নায়িকাদের স্ট্যাটাস দেখেই সব সিদ্ধান্ত নেয়।
এদিকে বিনোদনের এক সাংবাদিক সাদিয়াকে উদ্দেশ্য করে তার ফেসবুক পোষ্টে লিখেছেন 'সাংবাদিকদের আবার কিসের অনুমতি? আমরা যেকোনো ভিডিও ধারণ করার ক্ষমতা রাখি। আইন আছে। দেখতে চান কত ধারা। আসেন আমি দেখাই। তিনি আরো লেখেন, একজন সাংবাদিক হিসেবে নয়। একজন নারী হিসেবে মন্তব্য করছি।
কি হয়েছে? কি অশ্লীল? কি গোপন ভিডিও?
বিনোদনের এই সাংবাদিক সাদিয়াকে উদ্দেশ্য করে বলেন, 'এতোই যদি আপত্তি থাকে, তাহলে পরামর্শ দিবো অভিনেত্রী সাদিয়া আপনি ইন্টারভিউ দেওয়া ছেড়ে দিন। একচুলি মিডিয়া ছেড়ে দিন। কারণ এখানে আরো বেশি অশ্লীলতা আছে। এরপরেই আরেকটি পোস্টে অভিনেত্রী সাদিয়া আয়মানের কোনো ইন্টারভিউ কিংবা ভিডিও ধারণ করবেন না বলেও জানান এই নারী সাংবাদিক।এদিকে অনেক নেটিজেন বিভিন্ন পোষ্টে কমেন্ট করছেন উক্ত ভিডিওটি উদ্দেশ্য প্রণোদিত ভাবে করা নয়। সামাজিক যোগাযোগমাধ্যমে ভিউ পাবার জন্য ভিডিওটিকে নেগেটিভভাবে উপস্থাপন করা হয়েছে আর এতেই বিপাকে পরতে হয়েছে সাংবাদিককে।