ছাত্র আন্দোলনের ‘মাস্টারমাইন্ড’ নিয়ে ফাহামের স্ট্যাটাস ভাইরাল

কাগজ ডেস্ক
প্রকাশ: ০১ অক্টোবর ২০২৪, ০৭:০৮ পিএম
ছাত্র-জনতার আন্দোলনের সময় থেকে আলোচনায় আসেন লেখক ফাহাম আবদুস সালাম। এবার সেই আন্দোলনে ‘মাস্টারমাইন্ড’ নিয়ে কথা বলেছেন তিনি। গেল সোমবার সকালে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে এ সংক্রান্ত একটি পোস্ট দিয়েছেন ফাহাম। এরই মাঝে আন্দোলনের মাস্টারমাইন্ড কে এ নিয়ে অনেক জলঘোলা হয়েছে। সমন্বয়করা এ নিয়ে ভিন্ন ভিন্ন কথা বলেছেন। প্রধান উপদেষ্টা ড. মূহামদ্দ ইউনুস মাহফুজকে বিশ্ববাসীর কাছে মাস্টারমাইন্ড হিসেবে উপস্থাপন করেন। যা নিয়ে অনেককেই সমালোচনা করতে দেখা গেছে।
ফেসবুক পোস্টে ফাহাম আবদুস সালাম লিখেছেন, ফেসবুকে ‘মাস্টারমাইন্ড’ নিয়ে অতিরিক্ত সেনসিটিভিটি খুবই আপত্তিকর লাগে ভাই। এই দেশে সেন্সেবল মানুষদের প্রায় সবাই বোঝে যে এই আন্দোলনে কোনো মাস্টারমাইন্ড ছিল না।
ফেইসবুকে "মাস্টারমাইন্ড" নিয়ে অতিরিক্ত সেনসিটিভিটি খুবই আপত্তিকর লাগে ভাই। এই দেশে সেন্সেবল মানুষদের প্রায় সবাই বোঝে যে এই আন্দোলনে কোনো মাস্টারমাইন্ড ছিল না। আক্ষরিক অর্থেই এটা ছাত্র ও সাধারণ জনতার আন্দোলন। ছাত্ররা নিজেরাও তো বলছে না যে এখানে কোনো মাস্টারমাইন্ড ছিল।
ইউনূস সাহেব ৮৪ বছরের ফাদার ফিগার। উনি তো অবশ্যই বাচ্চা ছেলেমেয়েদের গ্লোরিফাই করবেন। আমি হলেও এগজ্যাক্টলি তাই করতাম। সামনে বিদেশি মানুষ বসা আর আমার সঙ্গে দাঁড়িয়ে আছে ছাত্র আন্দোলনের ২ জন সমন্বয়ক। আমি তো বলতাম যে এরা সব সুপারম্যান। কেইপটা লুকায় রাখছে বাংলাদেশে। তোমাদের ইমিগ্রেশান যদি নিয়ে যায়? সব জায়গায় এদের গাড়িতে একটু ধাক্কা দিয়ে যেতে হবে। মানুষকে যদি বড় না করেন, তরুণদের যদি গ্লোরিফাই না করেন - একটা দেশের ব্র্যান্ডিং কীভাবে হবে?
চারবারে নাইন পার - টুঙ্গিপাড়ার বাটপার' কে দিয়ে? অডিয়েন্সটা কারা একটু বোঝার চেষ্টা করেন। পৃথিবীর প্রথম ই-রেভোলিউশান হয়েছে তৃতীয় বিশ্বের একটা দেশে - এটা তো কনভেনশনাল উইজডমের সম্পূর্ণ বিপরীত। পৃথিবী ফ্যাক্ট দিয়ে চলে না। চলে 'গল্প' দিয়ে আর ইউনুস সাহেবের চেয়ে ভালো কেউ গল্প বলতে পারে না।
উনি আমার-আপনার চেয়ে এই কাজটা অনেক ভালো জানেন। কিন্তু এই যে এত কাটাছেঁড়া চলছে মাত্র ১টা ছেলে নিয়ে - এখনো চলছে - এগুলো দেখলে মনে হয় যে আপনার প্রচুর হিংসা হচ্ছে। ওই ছেলে নিজে তো কোনো ক্রেডিট চায় না। হলোই না হয় ইউনুস সাহেবের একটা ভুল। তো কী এমন হলো? এত রাগ, বাচ্চা একটা ছেলেকে নিয়ে, মাস্টারমাইন্ড নিয়ে এত আপত্তি - খুব চোখে লাগে রে ভাই।