যে যুবলীগ সন্ত্রাসকে খুশি করে নায়িকা হন শিরিন শিলা

কাগজ ডেস্ক
প্রকাশ: ০৩ অক্টোবর ২০২৪, ১১:৪১ এএম
দেশের বহুল আলোচিত ক্যাসিনো কাণ্ডের অন্যতম মাস্টারমাইন্ড ছিলেন এনামুল হক আরমান, যিনি ঢাকা মহানগর দক্ষিণ যুবলীগের একজন বহিষ্কৃত সহ-সভাপতি। সামান্য লাগেজ বিক্রেতা থেকে ক্যাসিনো ব্যবসা করে কোটি কোটি টাকার মালিক বনে যান এই যুবলীগ নেতা। শুধু ক্যাসিনো ব্যবসা নয় চলচ্চিত্রে প্রযোজক হিসেবেও আত্মপ্রকাশ করেন এই ক্যাসিনো কারবারি। ‘দেশ বাংলা মাল্টিমিডিয়া’ নামের চলচ্চিত্র প্রোডাকশন হাউসের প্রধান কর্ণধার ছিলেন তিনি। একটি বিশেষ সূত্র জানায়- ক্যাসিনো কাণ্ডের তথ্য প্রকাশের পর ভয়ে আত্মগোপনে থাকা আরমানকে ধরার জন্য ঢাকাই সিনেমা নায়িকা শিরিন শিলার ওপর নজর রাখে র্যাব। ব্যস্ নায়িকাকে অনুসরণ করে আরমানকে পেয়েও যায় র্যাব।
গোপন সূত্রে জানা গেছে, এই নায়িকার সঙ্গে অন্তরঙ্গ সম্পর্ক ছিল আরমানের। এমনকি ঢাকাই চলচ্চিত্রে শিরিন শিলার উত্থানের পেছনে ছিল সরাসরি অবদান ছিল যুবলীগ নেতা আরমানের। চিত্রজগতের অনেকেরই অভিযোগ- অভিনয় না জানা এসব নায়িকা এই ধরনের প্রযোজকের ঘাড়ে চেপে সিনেমায় এসে এই শিল্পের বারোটা বাজানোর যে প্রক্রিয়া শুরু হয়েছিল সেটা হঠাৎ থেমে যাওয়ায় অনেকেই স্বস্তির নিঃশ্বাস ফেলেছিলেন সেসময়। অন্যদিকে, প্রযোজকের খরায় বেশকিছু সিনেমার কাজ থমকে যাওয়ায় নির্মাতারা বিপাকে পড়তে পারেন ভেবে অনেকে আবার হতাশও হয়েছিলেন সেসময়।
দীর্ঘদিন যাবৎ চলচ্চিত্রে ছদ্মনামে অর্থলগ্নি করেছেন এনামুল হক আরমান। এ কথা চলচ্চিত্রের লোকদের থেকেই জানা যায়। তবে ২০১৯ সালে নিজ নামেই প্রযোজনায় আসেন তিনি। খুলে বসেন প্রযোজনা সংস্থা ‘দেশবাংলা মাল্টিমিডিয়া’। এই সংস্থা থেকে প্রথমেই প্রযোজনা করেন নায়িকা বুবলী ও শাকিব খান অভিনীত সিনেমা ‘মনের মতো মানুষ পাইলাম না’। এরপর তিনি প্রযোজনা করেন ‘আগুন’ নামের একটি সিনেমা। যেটাতে অভিনয় করেন মডেল জাহারা মিতু এবং শাকিব খান।
আরমানের নায়িকা বিতর্কে বার বার উঠে এসেছে বেশ কয়েকজন অভিনেত্রীর নাম। তবে চূড়ান্ত বিতর্কে জড়িয়েছেন অভিনেত্রী শিরিন শিলা। এ প্রসঙ্গে জানতে চাইলে আরমানের সঙ্গে সম্পর্কের অভিযোগটি অস্বীকার করেন শিরিন শিলা। তিনি বলেন, আরমানের সঙ্গে তার কোনো সম্পর্ক নেই। সবই মিথ্যা কথা। তিনি আরমানকে কেবল একজন প্রযোজক হিসেবে চেনেন। এর বাইরে তার সঙ্গে অভিনেত্রীর আর কোন যোগাযোগ নেই। আরমানের একটি সিনেমায় শিরিন শিলাকে নেয়ার কথা থাকলেও ওই মূহুর্তে তিনি দেশের বাইরে থাকায় অন্য এক নায়িকাকে সেই সিনেমায় নেয়া হয়।
অবৈধ ক্যাসিনো কাণ্ডে জড়িত থাকার দায়ে ২০১৯ সালের ৬ অক্টোবর কুমিল্লার চৌদ্দগ্রামের আলকরা ইউনিয়নের কুঞ্জুশ্রীপুর গ্রাম থেকে আরমানকে গ্রেপ্তার করে র্যাব। রুপালি পর্দার ঝলমলে জীবনের আড়ালে অন্ধকার জগৎ তথা আন্ডারওয়ার্ল্ডের একটা যোগসূত্র থাকে। সিনেমার নায়িকাদের এই অন্ধকার জগতে বিচরণের গোপন তথ্য ফাঁস হলে মুখোশ খুলে যাবে শিরিন শিলার মতো আরও অনেক মডেল-অভিনেত্রীর।