প্রতিহিংসার রাজনীতির ঊর্ধ্বে ছিলেন বদরুদ্দোজা

কাগজ ডেস্ক
প্রকাশ: ০৫ অক্টোবর ২০২৪, ০৫:৪৫ পিএম
লাল সবুজের পতাকায় মুড়িয়ে সাবেক রাষ্ট্রপতি ও বিকল্পধারা বাংলাদেশের প্রেসিডেন্ট অধ্যাপক ড. একিউএম বদরুদ্দোজা চৌধুরীর মরদেহ নিয়ে আসা হয় বারিধারার বায়তুল আতিক জামে মসজিদে।
সেখানে অনুষ্ঠিত হয় তার দ্বিতীয় জানাজা। এ সময় তার ছেলে মাহি বি চৌধুরী বাবার স্মৃতিচারণ করেন।
জানাজায় উপস্থিত ছিলেন, বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, বঙ্গবীর কাদের সিদ্দিকীসহ আত্মীয়-স্বজন ও রাজনৈতিক শুভাকাঙ্ক্ষীরা।
এর আগে প্রথম জানাজা সম্পন্ন হয় সকাল সাড়ে ৮টায় তার প্রতিষ্ঠিত উত্তরা মহিলা মেডিকেল কলেজ হাসপাতালে।
৬ অক্টোবর সকাল ১০টায় শ্রীনগর স্টেডিয়ামে তৃতীয় নামাজে জানাজা এবং বাদ জোহর গ্রামের বাড়ি মজিদপুর দয়হাটায় চতুর্থ নামাজে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে দাফন করা হবে এই রাজনীতিবিদ ও চিকিৎসককে।
৫ অক্টোবর রাতে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান বরুদ্দোজ্জা চৌধুরী।
বর্ণাঢ্য জীবনের অধিকারী দেশের খ্যাতিমান এ চিকিৎসক ও প্রবীণ রাজনীতিবিদ বদরুদ্দোজা চৌধুরী ১৯৩০ সালের ১১ অক্টোবর কুমিল্লা শহরে (প্রখ্যাত মুন্সেফবাড়ি) নানাবাড়িতে জন্ম গ্রহণ করেন। মুন্সীগঞ্জের শ্রীনগর উপজেলার মজিদপুর দয়াহাটায় তাদের নিজেদের বাড়ি। তার বাবা অ্যাডভোকেট কফিল উদ্দিন চৌধুরী কৃষক প্রজা পার্টির সহ-সভাপতি, যুক্তফ্রন্টের সাধারণ সম্পাদক ও তৎকালীন পূর্ব পাকিস্তানের প্রাদেশিক মন্ত্রিসভার সদস্য ছিলেন।