×

ভিডিও

অস্ত্রধারী যুবলীগ নেতা মুসা কক্সবাজার থেকে গ্রেপ্তার

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ০৬ অক্টোবর ২০২৪, ০৪:৫৬ পিএম

   

বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে সিরাজগঞ্জে ছাত্র জনতার উপর গুলি চালানো যুবলীগ নেতা মুসাকে কক্সবাজার থেকে গ্রেপ্তার করেছে র‌্যাব। গত ৫ অক্টোবর রাতে র‍্যাব-১২এর সদর কোম্পানি কমান্ডার লে: কমান্ডার এম আবুল হাশেম সবুজ বিষয়টি নিশ্চিত করেছে।

র‍্যাব জানায় গত ৫ই আগস্ট সরকার পতনের এক দফা দাবিতে সিরাজগঞ্জ সদরে আন্দোলনরত ছাত্র জনতার উপর প্রকাশ্যে অস্ত্র উচিয়ে গুলিবর্ষণ করে সিরাজগঞ্জ ২ আসনের সাবেক এমপি জান্নাত আরা হেনরীর প্রধান ক্যাডার আবু মুছা ওরফে কিলার মুছা। 

গোপন সংবাদের ভিত্তিতে ৫ অক্টোবর বিকেলে র‌্যাব-১২ এবং র‌্যাব-১৫ এর একটি চৌকস আভিযানিক দল কক্সবাজারের কলাতলী বিচ এলাকায় যৌথ অভিযান পরিচালনা করে। এসময় আবু মুছা কিলার মুছা কে আটক করতে সক্ষম হয় র‍্যাব সদস্যরা। 

প্রাথমিক জিজ্ঞাসাবাদে মুছা জানায়, বিগত সময়ে সাবেক এমপির প্রধান ক্যাডার হয়ে ক্ষমতার অপব্যবহার করে সিরাজগঞ্জ পৌরসভা এলাকায় অস্ত্র ও ক্ষমতার দাপট দেখিয়ে জোরপূর্বক ভূমি দখল, চাঁদাবাজি, টেন্ডারবাজিসহ নানাবিধ অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত ছিল। 

এছাড়াও গত ৪ই আগস্ট সরকার পতনের এক দফা দাবিতে সিরাজগঞ্জ সদরে আন্দোলনরত ছাত্র জনতার উপর প্রকাশ্যে অস্ত্র উচিয়ে হামলা চালানোর কথাও স্বীকার করে। মুছা আরো জানায় গ্রেপ্তার এড়াতে আইন-শৃঙ্খলা বাহিনীর চোখ ফাঁকি দিয়ে দেশের বিভিন্ন স্থানে পালিয়ে বেড়িয়েছে।

এতদিন কক্সবাজারে আত্মগোপনে থেকে সুযোগ বুঝে দেশের সীমান্ত দিয়ে পালানোর চেষ্টা করছিল বলে জানা যায়। গ্রেফতারকৃত আবু মুছার বিরুদ্ধে সিরাজগঞ্জ সদর থানায় ৩টি হত্যা মামলা রয়েছে বলে জানায় র‍্যাব।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আমলাতান্ত্রিক প্রক্রিয়া সহজ ও গতিশীল করার সুপারিশ

আমলাতান্ত্রিক প্রক্রিয়া সহজ ও গতিশীল করার সুপারিশ

আওয়ামী লীগের সাবেক এমপি ছানোয়ারসহ ৩ নেতা রিমান্ডে

আওয়ামী লীগের সাবেক এমপি ছানোয়ারসহ ৩ নেতা রিমান্ডে

অপারেশন ডেভিল হান্ট : সারাদেশে আরো ৫২৯ জন গ্রেপ্তার

অপারেশন ডেভিল হান্ট : সারাদেশে আরো ৫২৯ জন গ্রেপ্তার

হত্যা মামলায় মেনন, ইনু,ফারজানা ও শাকিল রিমান্ডে

হত্যা মামলায় মেনন, ইনু,ফারজানা ও শাকিল রিমান্ডে

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App