×

ভিডিও

বিডিআরের বিচার নিয়ে পিনাকী ভট্টাচার্যের যে ফেসবুক পোস্ট ভাইরাল

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ০৬ অক্টোবর ২০২৪, ১১:২৪ পিএম

   

বাংলাদেশ থেকে রাজনৈতিকভাবে বিতাড়িত হয়ে বিদেশে অবস্থানরত লেখক ও অনলাইন অ্যাকটিভিস্ট পিনাকী ভট্টাচার্য সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে বিডিয়ার সদস্যদের অর্থাৎ বর্তমান বিজিবি বিষয়ে পোস্ট করেছেন। যা ইতোমধ্যে বিভিন্ন মহলে ছড়িয়ে পড়েছে। তিনি বলেন, বিডিআরের (বর্তমানে বিজিবি) অনেক জওয়ান আদালতে নির্দোষ প্রমাণিত হওয়ার পরেও দীর্ঘ ১৫ বছর ধরে বিনা বিচারে আটক রয়েছেন। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকারের নির্দেশেই তাদের বিরুদ্ধে মিথ্যা মামলা দিয়ে বিচারাধীন অবস্থায় জেলে রাখা হয়েছে বলে মনে করেন তিনি।

পিনাকী তার পোস্টে লেখেন, আদালত কর্তৃক খালাস পাওয়ার পরও অনেক জওয়ান জেলে পচে মরছেন। তিনি স্বরাষ্ট্র উপদেষ্টার প্রতি আহ্বান জানিয়ে বলেন, ‘এই লোকগুলিকে জুলুম থেকে বাঁচানোর ব্যবস্থা করুন। যদি তাদের বিরুদ্ধে যথেষ্ট প্রমাণ থাকে, তাহলে দ্রুত বিচারকার্য শুরু করা হোক। আর যদি প্রতিহিংসামূলকভাবে আটকানো হয়ে থাকে, তবে তাদের দ্রুত মুক্তি দেয়া হোক।’

তিনি আরো উল্লেখ করেন, বাংলাদেশের ইতিহাসে এত দীর্ঘ সময় ধরে বিনা বিচারে হাজতি হিসেবে থাকার ঘটনা নজিরবিহীন। পিনাকী ভট্টাচার্য ফ্রান্সে অবস্থান করছেন এবং তিনি শেখ হাসিনার সরকারের একজন বড় সমালোচক হিসেবে পরিচিত।তার পোস্টে সমর্থন জানিয়ে অনেকেই কমেন্ট করেছেন। রাব্বুল ইসলাম খান নামের একজন কমেন্ট করেছেন, ‘কেউ দোষী হলে শাস্তি পাবে, কেউ নির্দোষ হলে সে সকল অন্যায় জুলুম থেকে মুক্তি পাবে—এই নীতি সর্বত্র প্রয়োগ প্রয়োজন।’

মারুফ লস্কর নামের আরেকজন লিখেছেন, ‘এরা যেহেতু নির্দোষ এবং নন কমিশন্ড অফিসার বা সৈনিক। এবং তাদের প্রশিক্ষণ আছে তাহলে তাদের পুলিশ পুনর্গঠন প্রক্রিয়ায় পুলিশে পুনর্বাসন করা যায় কিনা দেখা উচিত।’ওয়াসিম হিরা নামের একজন কমেন্ট করেছেন, ‘পিলখানা কেস রি-ওপেন করে আসল ঘটনা এবং সেনা অফিসারদের ও জওয়ানদের হত্যার বিচার কবে হবে? যে লাউ সেই কদু করবেন না, আমরা কিন্তু অনুভূতিহীন নই।

পিনাকি ভট্টাচাচার্যের ঐ পোষ্টের নিচে আনেকেই তারা কবে মুক্তি পাবে বা আদতেই মুক্তি পাবে কিনা সে বিষয়ে জানতে চেয়েছেন। জেলখানায় আটক বেশিরভাগ বিডিয়ার সদস্যকে নির্দোষ বলে দাবি করেন অনেকে। পোস্টটিতে লাইক দিয়েছে প্রায় ২০ হাজার মানুষ। কমেন্ট করেছে অন্তত ৫ শতাধিক মানুষ, শেয়ার করেছে প্রায় ৬০০ মানুষ। 

এর আগে, ২০০৯ সালের ২৫ ও ২৬ ফেব্রুয়ারি রাজধানীর পিলখানায় তৎকালীন বিডিআর সদর দপ্তরে নির্মম ও নৃশংস হত্যাকাণ্ডের ঘটনা নিয়ে কথা বলেছেন তৎকালীন সেনাপ্রধান জেনারেল (অব.) মইন ইউ আহমেদ। তিনি বলেছেন, হত্যাকাণ্ডটি নিয়ে ১৫ বছরে শুধু বিগত সরকারের কথা শুনতে হয়েছে। প্রকৃত ঘটনা অনেক কিছুই জানা নেই। জনগণও জানতে পারেনি। যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় অবস্থানরত মইন ইউ আহমেদ গত বৃহস্পতিবার তাঁর নিজের ইউটিউব চ্যানেলে ওই হত্যাকাণ্ড নিয়ে নিজের ভাষ্য তুলে ধরেন।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আমলাতান্ত্রিক প্রক্রিয়া সহজ ও গতিশীল করার সুপারিশ

আমলাতান্ত্রিক প্রক্রিয়া সহজ ও গতিশীল করার সুপারিশ

আওয়ামী লীগের সাবেক এমপি ছানোয়ারসহ ৩ নেতা রিমান্ডে

আওয়ামী লীগের সাবেক এমপি ছানোয়ারসহ ৩ নেতা রিমান্ডে

অপারেশন ডেভিল হান্ট : সারাদেশে আরো ৫২৯ জন গ্রেপ্তার

অপারেশন ডেভিল হান্ট : সারাদেশে আরো ৫২৯ জন গ্রেপ্তার

হত্যা মামলায় মেনন, ইনু,ফারজানা ও শাকিল রিমান্ডে

হত্যা মামলায় মেনন, ইনু,ফারজানা ও শাকিল রিমান্ডে

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App