×

ভিডিও

পারফর্ম করেও অবহেলিত! আরও বেশি মূল্য পেতে পারতেন...

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ১২ অক্টোবর ২০২৪, ০৪:৪৭ পিএম

   

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগসহ অন্য ফ্র্যাঞ্চাইজিটি টুর্নামেন্টে নিলামের মাধ্যমে ক্রিকেটারদের দলভুক্ত করা হয়। তবে বাংলাদেশ প্রিমিয়ার লিগে ক্রিকেটারদের দাম আগেই বেঁধে দেওয়া হয়। সেই দিক বিবেচনায় বিপিএলের আগে লাল-সবুজের কয়েকজন ক্রিকেটার নিজেদের দুর্ভাগা ভাবতেই পারেন। পারফরম্যান্স, সামর্থ্য, জনপ্রিয়তা সবমিলিয়ে আরো বেশি পারিশ্রমিক পেতে পারতেন তারা।

এই তালিকায় সবচেয়ে দুর্ভাগা এবাদত হোসেন। তর্ক ছাড়াই বাংলাদেশের অন্যতম সেরা পেসার তিনি। তবে চোটের কারণে দীর্ঘদিন ধরেই মাঠের বাইরে আছেন। সবশেষ ওয়ানডে ও টি-টোয়েন্টি বিশ্বকাপও মিস করেন। এবার বিপিএল দিয়ে মাঠে ফেরার অপেক্ষায়। তবে ইনজুরি যেন পারিশ্রমিকই কমিয়ে দিয়েছে সিলেটি এক্সেপ্রেসের। ঘরোয়া টুর্নামেন্টের প্লেয়ার ড্রাফটে ২৫ লাখ পারিশ্রমিকের সি ক্যাটাগরিতে জায়গা হয়েছে তার।

এবাদতের মতই দুর্ভাগা মোহাম্মদ সাইফউদ্দিন। ইয়ার্কার বিতর্কে টি-টোয়েন্টির বিশ্বমঞ্চ মাতানো হয়নি তার। আর চোটের কারণে তিনিও জাতীয় দলের বাইরে। তবে বিপিএলে দুর্দান্ত সাফল্যের মালিক ঘরোয়া ক্রিকেটেও শীর্ষেই আছেন। অথচ তারও জায়গা হয়নি প্লেয়ার ড্রাফটের শীর্ষ দুই ক্যাটাগরিতে। পুরো মৌসুম খেলার সুযোগ পেলে তিনিও পাবেন মোটে ২৫ লাখ টাকা।

দেশসেরা অলরাউন্ডারদের মধ্যে অন্যতম মোসাদ্দেক হোসেন সৈকত। ব্যাটিং-বোলিং সব মিলিয়ে দুর্দান্ত এক প্যাকেজ। 

তবে অজানা কারণে দীর্ঘদিন ধরেই জাতীয় দলের বাইরে তিনি। আর এ কারণেই যেন তাকে নিয়ে নেই তেমন উন্মাদনা। তারও জায়গা হয়েছে ২৫ লাখের ক্যাটাগরিতে।

জাতীয় দলের অন্যতম সেরা স্পিনার নাসুম আহমেদ। কোচের সঙ্গে দ্বন্দ্ব কিংবা অন্য যেকোনো অজানা কারণে দলের বাইরে থাকলেও তার পারফরম্যান্স নিয়ে প্রশ্ন তোলার সুযোগ নেই। জাতীয় দলের রাডারে থাকা এই ক্রিকেটারও আছেন সি ক্যাটাগরিতে। এ ছাড়া জাতীয় দলের সাবেক-বর্তমান অনেক মুখই এই তালিকায় আছেন।

এই পর্যন্ত তো ঠিকই ছিল। অনেকে নিজেদের চেয়েও দুর্ভাগা ভাবতে পারেন। দীর্ঘদিন জাতীয় দলের রাডারে ছিলেন শহিদুল ইসলাম। ডি ক্যাটাগরিতে জায়গা পেয়েছেন জাতীয় দলের একসময়ের নিয়মিত এই মুখ। দুর্ভাগাদের এই তালিকায় যুবা বিশ্বকাপজয়ী আকবর আলীও আছেন। এ ছাড়া আলিস আল ইসলাম, টেস্টের অন্যতম সেরা ওপেনার সাদমানও আছেন এই ক্যাটাগরিতে।

সবকিছু ঠিকঠাক থাকলে চলতি বছরের শেষদিকে মাঠে গড়াবে বিপিএলের একাদশ আসর। তবে এর আগে আগামী ১৪ অক্টোবর হবে প্লেয়ার ড্রাফট। ড্রাফটে প্রাথমিকভাবে নিবন্ধনকৃত ১৮৮ দেশি ক্রিকেটারদের তালিকা এরই মধ্যে ফ্র্যাঞ্চাইজিদের হাতে পৌঁছে দিয়েছে বিসিবি। তবে ড্রাফটের আগেই সরাসরি চুক্তি এবং রিটেইন করার সুযোগ পাচ্ছে ফ্র্যাঞ্চাইজিগুলো।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আমলাতান্ত্রিক প্রক্রিয়া সহজ ও গতিশীল করার সুপারিশ

আমলাতান্ত্রিক প্রক্রিয়া সহজ ও গতিশীল করার সুপারিশ

আওয়ামী লীগের সাবেক এমপি ছানোয়ারসহ ৩ নেতা রিমান্ডে

আওয়ামী লীগের সাবেক এমপি ছানোয়ারসহ ৩ নেতা রিমান্ডে

অপারেশন ডেভিল হান্ট : সারাদেশে আরো ৫২৯ জন গ্রেপ্তার

অপারেশন ডেভিল হান্ট : সারাদেশে আরো ৫২৯ জন গ্রেপ্তার

হত্যা মামলায় মেনন, ইনু,ফারজানা ও শাকিল রিমান্ডে

হত্যা মামলায় মেনন, ইনু,ফারজানা ও শাকিল রিমান্ডে

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App