×

ভিডিও

পরীমণির গালিকাণ্ডে সাংবাদিকের দোষ স্বীকার, দুষলেন তৃতীয় পক্ষকে

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ১৪ অক্টোবর ২০২৪, ০৬:৩২ পিএম

   

সম্প্রতি ঢাকাই আলোচিত নায়িকা পরীমনি ও সাংবাদিকের একটি অডিও প্রকাশ হয় যেখানে সাংবাদিককে গালি দিতে শোনা যায় পরীমনিকে। এরপরেই ৬ মিনিটের পুরো অডিও প্রকাশ পেলে বোঝা যায় যে, এক পোষ্ট নিয়ে দ্বন্দের সৃষ্টি হয়েছিলো সেটার সূত্রপাত সাংবাদিক থেকেই শুরু হয়। পরীমনি সাংবাদিকের কাছে ২ মিনিট সময় চান পুরো বিষয়টি বোঝাতে কিন্তু পরীকে সময় দিতে নারাজ ছিলেন সেই সাংবাদিক। আর এর ফলেই তেলে বেগুনে জ্বলে ওঠেন আলোচিত এই নায়িকা।

এই ইস্যুতে সাংবাদিক জানান তাকে চাকরি থেকে বহিষ্কার করে তার প্রতিষ্ঠান। এরপরে ফেসবুকে পরীমনির নামে নানান সমালোচনা শুরু করেন তিনি। তবে হঠাত ঘটনা উলটো দিকে মোড় নিতে শুরু করেছে। নিজের ভুল স্বীকার করে ফেসবুকে একটি পোষ্ট করেন বহিষ্কার হওয়া এই সাংবাদিক। তৃতীয় পক্ষের ইন্ধোনেই নাকি ঘটনাটি এতদূর গড়িয়েছে বলে জানান তিনি।

সেই সাংবাদিক তার ফেসবুকে জানান, সাংবাদিক ও শোবিজের তারকারা একে অপরের পরিপূরক। সম্প্রতি আমার আর চিত্র নায়িকা পরীমনির মাঝে ঘটে যাওয়া বিষয়টি অনাকাঙ্ক্ষিত। বলতে গেলে ভুল বুঝাবুঝির জন্য এমন একটি বিষয় হয়েছে। তবে এটাও সত্য যে, এই সময় অনেকে আমাকে মিস গাইড করেছেন। তৃতীয় পক্ষ বা সুযোগ-সন্ধানী অনেকেই এই সময় আগুনে ঘি ঢেলে দিয়েছেন। তারা নিজেদের স্বার্থ হাসিলের চেষ্টা করেছে। তাই বিষয়টা এতদূর গড়িয়েছে।

এরপরে তিনি আরও বলেন, দুজন দুজনকে রেসপেক্টর জায়গা থেকে চিন্তা করে, আমিও আমার দু:খ প্রকাশ করছি। পরী একজন মা হিসেবে অসাধারণ ভূমিকা পালন করছেন। তাও সবার জানা আছে। আমরা তো মানুষ, আর ভুল তো আমাদেরই হয়। কিন্তু কারো জন্য পৌষ মাস কারো জন্য সর্বনাশ। এটা এতদূর গড়াবে সেটা আমিও জানতাম না। 

সবশেষে স্ট্যাটাসে সাংবাদিক যোগ করেন, আর যারা আমার পাশে ছিলেন এবং ভালো পরামর্শ দিয়েছিলেন তাদের কাছে কৃতজ্ঞ যা হওয়ার হয়েছে, এ বিষয়টি এখানে শেষ করছি। আমাদের এই বিষয়টি নিয়ে যেন আর কোন প্রকার সংবাদ প্রকাশ না করা হয়, তার বিনীত অনুরোধ রইলো।

শিল্পী ও সাংবাদিকের ভুল বোঝাবুঝি প্রায়ইশই শোনা যায় এবং এতে পূর্বে অনেক শিল্পীই মানহানির সম্মুখীন হয়েছেন। তবে দিনশেষে সাংবাদিক ও শিল্পী একে অপরের পরিপূরক। তৃতীয় পক্ষের ইন্ধোনে এই বিষয়গুলো অনেকদূর গড়িয়ে যায়। আর এই তৃতীয় পক্ষগুলো কে সেটাই জানার অপেক্ষায়।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আমলাতান্ত্রিক প্রক্রিয়া সহজ ও গতিশীল করার সুপারিশ

আমলাতান্ত্রিক প্রক্রিয়া সহজ ও গতিশীল করার সুপারিশ

আওয়ামী লীগের সাবেক এমপি ছানোয়ারসহ ৩ নেতা রিমান্ডে

আওয়ামী লীগের সাবেক এমপি ছানোয়ারসহ ৩ নেতা রিমান্ডে

অপারেশন ডেভিল হান্ট : সারাদেশে আরো ৫২৯ জন গ্রেপ্তার

অপারেশন ডেভিল হান্ট : সারাদেশে আরো ৫২৯ জন গ্রেপ্তার

হত্যা মামলায় মেনন, ইনু,ফারজানা ও শাকিল রিমান্ডে

হত্যা মামলায় মেনন, ইনু,ফারজানা ও শাকিল রিমান্ডে

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App