×

ভিডিও

পাকিস্তানিদের কাছে কেন ক্ষমা চাইলেন ডা. জাকির নায়েক?

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ১৫ অক্টোবর ২০২৪, ১০:৫২ এএম

   

পাকিস্তানের রাষ্ট্রায়ত্ত্ব বিমান পরিবহন সংস্থা পাকিস্তান ইন্টারন্যাশনাল এয়ারলাইনস (পিআইএ) নিয়ে মন্তব্যের জন্য ক্ষমা চেয়েছেন প্রখ্যাত ইসলামি চিন্তাবিদ ও ধর্মপ্রচারক ডা. জাকির নায়েক। করাচিতে এক অনুষ্ঠানে বক্তব্য রাখার সময় জাকির নায়েক পিআইএ সম্পর্কে তার মন্তব্যের জন্য ক্ষমা চেয়ে জানান, পিআইএ নিয়ে সত্য কথা বললেও এখন পাকিস্তানিদের কাছে ক্ষমা চান তিনি।

ডা. জাকির নায়েক জানান, সিন্ধুর গভর্নর কামরান খান তেসুরি তাকে পিআইএর ঘটনা ভুলে যেতে বলেছেন। তখন বিস্মিত হয়ে তিনি পিআইএ নিয়ে কী বলেছিলেন তা চিন্তা করেন। জাকির নায়েকের মতে, তিনি পিআইএর ঘটনাটি ভুলে গিয়েছিলেন কিন্তু এরপরে তার এটি আবার মনে পড়ে। তাই সঙ্গে সঙ্গে পাকিস্তানিদের কাছে ক্ষমা চান তিনি।

ডা. জাকির নায়েক বলেন, সামাজিক যোগাযোগ মাধ্যমেও বিষয়টি নিয়ে অনেক কথা হচ্ছে। ব্রিটিশরা পাকিস্তানি ও ভারতীয়দের মধ্যে ঘৃণার চর্চা শুরু করিয়েছিল। আমার কথায় পাকিস্তান ও ভারতের জনগণের মধ্যে ঘৃণার চর্চা হোক, এমনটি আমি প্রত্যাশা করি না। তাই আমি পিআইএ সম্পর্কে বক্তব্যের জন্য পাকিস্তানিদের কাছে ক্ষমা চাইছি।  

কিছুদিন আগে করাচিতে এক অনুষ্ঠানে ডা. জাকির নায়েক বলেছিলেন, অক্টোবরের প্রথম দিকে যখন তিনি পাকিস্তান সরকারের আমন্ত্রণে পাকিস্তানে আসছিলেন, তখন পিআইএ প্রশাসন তার লাগেজের জন্য আলাদা অর্থ গ্রহণ করেছিল। নাম উল্লেখ না করে পিআইএ’র প্রধান নির্বাহী কর্মকর্তার সমালোচনাও করেন জাকির নায়েক। তিনি বলেন, পাকিস্তানের মতো ইসলামিক দেশে পিআইএ-র মতো বিমান সংস্থা পণ্যের জন্য টাকা পায়, অথচ ভারতে হিন্দুরা তাদের কাছ থেকে টাকা নেয় না।

জাকির নায়েকের পিআইএর বিষয়ে সেই সমালোচনার ভিডিওটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক ভাইরাল হয়, যেখানে সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহারকারীরা তার সমালোচনা করেন।

ইতোমধ্যে করাচি বিশ্ববিদ্যালয় থেকে সম্মানসূচক ডক্টরেট ডিগ্রি অর্জন করেছেন বিশ্বের এই বিশিষ্ট ইসলামিক স্কলার। করাচির সিন্দ গভর্নরের বাসভবনে অনুষ্ঠিত এক বিশেষ সমাবর্তন অনুষ্ঠানে ডা. জাকির নায়েককে এই সম্মাননা দেয়া হয়।

এর আগে তিনি প্রধানমন্ত্রী শেহবাজ শরিফসহ শীর্ষ সরকারি কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করেন। আগামী ২৮ অক্টোবর পর্যন্ত পাকিস্তানেই অবস্থান করবেন ডা. জাকির নায়েক। এই সময়ের মধ্যে দেশটির বিভিন্ন শহরে সমাবেশও করবেন তিনি। 

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আমলাতান্ত্রিক প্রক্রিয়া সহজ ও গতিশীল করার সুপারিশ

আমলাতান্ত্রিক প্রক্রিয়া সহজ ও গতিশীল করার সুপারিশ

আওয়ামী লীগের সাবেক এমপি ছানোয়ারসহ ৩ নেতা রিমান্ডে

আওয়ামী লীগের সাবেক এমপি ছানোয়ারসহ ৩ নেতা রিমান্ডে

অপারেশন ডেভিল হান্ট : সারাদেশে আরো ৫২৯ জন গ্রেপ্তার

অপারেশন ডেভিল হান্ট : সারাদেশে আরো ৫২৯ জন গ্রেপ্তার

হত্যা মামলায় মেনন, ইনু,ফারজানা ও শাকিল রিমান্ডে

হত্যা মামলায় মেনন, ইনু,ফারজানা ও শাকিল রিমান্ডে

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App