নিজের মেয়েকে দিয়েও দুর্নীতির নীলনকশা সাজান মেয়র আতিক

কাগজ ডেস্ক
প্রকাশ: ১৭ অক্টোবর ২০২৪, ১১:০৭ পিএম
এই বছরেই রেকর্ড তাপমাত্রায় ঢাকা যখন পুড়ছিলো, তখন উত্তর সিটি কর্পোরেশনের প্রথম চিফ হিট অফিসার হিসেবে দায়িত্ব নিয়ে হইচই ফেলে দিয়েছিলেন সাবেক মেয়র আতিকের মেয়ে বুশরা আফরিন। তখন সাবেক এই মেয়র বলেছিলেন বিনা বেতনেই কাজ করবেন এই হিট অফিসার। তবে এবার বিনা বেতনের আসল রহস্য উন্মোচিত হলো।
বিনা নিয়োগ বিজ্ঞপ্তিতে নিয়মবহির্ভূতভাবে নিজের মেয়ে বুশরা আফরিনকে চীফ হিট অফিসার হিসেবে নিয়োগ দিয়ে মাসে ৮ লাখ টাকা বেতন দিতেন বলে অভিযোগ উঠেছে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের সাবেক মেয়র আতিকুল ইসলামের বিরুদ্ধে।
রাজধানীর মোহাম্মদপুর থানার দায়েরকৃত ৩টি হত্যা মামলায় আদালতে শুনানি শেষে সাংবাদিকদের এই তথ্য দেন রাষ্ট্রপক্ষের আইনজীবী।
বৃহস্পতিবার (১৭ অক্টোবর) সকাল সাড়ে ৮টার পরে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের সাবেক মেয়র আতিকুল ইসলামকে আদালতে নেওয়া হয়।
গত ৫ আগস্ট সরকারের পটপরিবর্তনের পর ১২টি সিটি কর্পোরেশনের মেয়রদের অপসারিত করেছে অন্তবর্তীকালীন সরকার। শতাধিক মামলা হয়েছে তৎকালীন ক্ষমতাসীন দলের বিভিন্ন নেতা-মন্ত্রীদের বিরুদ্ধে। এ তালিকায় বাদ যাননি ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়রগণও। এসকল মামলার প্রেক্ষিতে প্রায় ২ মাস আত্মগোপন থাকার পর গত ১৬ অক্টোবর সন্ধ্যায় মহাখালী থেকে গ্রেফতার করা হয় ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের সাবেক মেয়র আতিকুল ইসলামকে।
গ্রেফতারের পর আদালতে রাষ্ট্রপক্ষের আইনজীবীরা অভিযোগ করে বলেন, বিনা চাকরির বিজ্ঞপ্তিতে নিজের কন্যাকে হিট অফিসার নিয়োগ দিয়েছে এবং বাংলাদেশের ইতিহাসে অত্যন্ত ন্যাক্কারজনকভাবে মাসে ৮ লক্ষ টাকা বেতন দেওয়া হয়েছে। সে নামেমাত্র কয়েকটি গাড়ি দিয়ে রাস্তায় পানি দিয়ে আমাদের দেখিয়েছে যে সে নাকি হিট কমাচ্ছে।
এর আগে, গত বছরের মে মাসে যুক্তরাষ্ট্রভিত্তিক অ্যাড্রিয়েন আরশট-রকফেলার ফাউন্ডেশন রেসিলিয়েন্স সেন্টারের (আরশট-রক) পক্ষ থেকে এশিয়ার মধ্যে প্রথমবারের মতো ঢাকা শহরে চিফ হিট অফিসার হিসেবে বুশরা আফরিনকে নিয়োগ দেওয়া হয়। তবে ডিএনসিসিতে এমন কোনো পদ নেই আর সে কারণে এখানে সে কোনো অফিস করবে না, ডিএনসিসি তার কোনো বেতন-ভাতাও দেবে না বলে গণমাধ্যমকে জানিয়েছিলেন মেয়র আতিক।
ঢাকার একটি স্কুলে মাধ্যমিক পর্যায় পর্যন্ত লেখাপড়া করে কানাডায় উচ্চ মাধ্যমিক পড়েছেন বুশরা। পরে কুইন্স ইউনিভার্সিটিতে উচ্চশিক্ষা নিয়েছেন গ্লোবাল ডেভেলপমেন্ট স্টাডিজে। এছাড়া ঘানার ইনস্টিটিউট অব লোকাল গভার্নমেন্টেও তিনি পড়ালেখা করেছেন।