×

ভিডিও

যে ৫ সমস্যায় ভোগাতে পারে আপনার স্বপ্নের রয়্যাল এনফিল্ড

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ২২ অক্টোবর ২০২৪, ০২:৩৫ পিএম

   

বিশ্বে মোটরসাইকেলের বাজারে রাজকীয় এক মডেলের নাম বিখ্যাত রয়্যাল এনফিল্ড। জনপ্রিয় এই বাইকের প্রতি বাংলাদেশের বাইকপ্রেমীদেরও রয়েছে তুমুল আগ্রহ। বাংলাদেশের বাজারে এই বাইকটি আসার খবর ছড়িয়ে পড়ার সাথে সাথে সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক ভাইরাল হয়ে পড়ে। সবার আলোচনার বিষয় এখন একমাত্র রয়্যাল এনফিল্ড।  কিন্তু, এই বাইক নিয়ে যারা স্বপ্ন দেখছেন তাদের জন্য সতর্কবার্তা দিয়েছেন ব্যবহারকারীরা।

এই বাইকটি নতুন যারা ব্যবহার করতে যাচ্ছেন তাদের যেসব সমস্যায় পড়তে হতে পারে তা তুলে ধরেছেন বাইকটির ব্যবহারকারীরা।প্রথমত, আপনাকে যে সমস্যায় পড়তে হবে এই বাইকটি নিয়ে তা হলো গিয়ার পরিবর্তনের সময় বাজে সাউন্ড । মূলত এই শব্দের কারণ ৪টি। হাই আরপিএম ইস্যু, গিয়ার পরিবর্তনের সময় উচ্চ শব্দ, চেইন লুজ অথবা টাইট থাকা এমনকি ক্লাস সেটিংস নিয়েও আপনাকে সমস্যায় পড়তে হতে পারে।

দ্বিতীয় যে সমস্যায় পড়তে হবে এনফিল্ড ব্যবহারকারীকে তা হলো ইঞ্জিনের উচ্চ শব্দ। যেটার কারণ হচ্ছে ইঞ্জিনের হেডে তেল সরবরাহ ঠিকঠাক না হওয়া, হাইড্রোলিক ট্যাপ্ট সঠিকভাবে কাজ না করা এবং ইঞ্জিনের তেলের লেভেল ঠিক না থাকা। তৃতীয় আরো একটি সমস্যা হতে পারে তা হলো বাইকটি স্টার্ট করার সময় গিয়ার চাপার সাথে সাথে কাজ না করা। এর কারণ সাইড স্ট্যান্ড সেন্সর সমস্যা থাকা, ক্লাস সেটিংসয়ে সমস্যা থাকা, লো আরপিএম সমস্যা।

চতুর্থ যে সমস্যায় ফেলতে পারে আপনার পছন্দের এই বাইকটি তা হলো গিয়ার পরিবর্তনের সাথে সাথে আপনার ইঞ্জিনের শব্দও বাড়তে পারে যা আপনার জন্য বিরক্তির কারণ হতে পারে। আর এর কারণ হতে পারে ইনলেট ও আউটলেটের ভাল্ব একসাথে কাজ করা এবং পুশ রড স্লো কাজ করা। এছাড়াও এই বাইকটি চালানোর সময় আপনি সবশেষ যে সমস্যাটি পেতে পারেন সেটা হলো বাইকটি চালানোর সময় চুঁচুঁ শব্দ করা। এর কারণ, ব্রেকের সমস্যা থাকা অথবা লুব ঠিক মতো কাজ না করা। 

এতদিন বাংলাদেশে এই বাইকটি চালানোর অনুমতি ছিল না। তবে তাদের আফসোসের দিন এবার শেষ হতে চলেছে। সুখবর হলো বাংলাদেশের বাজারে আসছে রয়্যাল এনফিল্ডের বিলাসবহুল এ বাইক। ২১ অক্টোবর থেকে দেশের বাজারে পাওয়া যাবে ৩৫০ সিসির ‘রয়্যাল এনফিল্ড’ মোটরসাইকেল। যার দাম পড়তে পারে সাড়ে চার লাখ থেকে সাড়ে ৫ লাখ টাকার মধ্যে। 

রয়্যাল এনফিল্ডকে অনেকেই মনে করেন ভারতের ব্রান্ড। ভারতীয় বাইকারদের সঙ্গে এটি এমনভাবে জড়িয়ে গেছে তাতে, এটির উৎপত্তি যে ভারতে নয়, তা অনেকেরই অজানা।  রয়্যাল এনফিল্ডের মূল শিকড় হচ্ছে যুক্তরাজ্যে। ১৯০১ সালে যাত্রা শুরু হয় রয়্যাল এনফিল্ডের। দুই ব্রিটিশ উদ্যোক্তা বব ওয়াকার স্মিথ এবং অ্যালবার্ট এডি এই মোটরসাইকেল তৈরি করেন। ১৯৫৫ সালে প্রতিষ্ঠানটি ভারতের মাদ্রাজ মোটরসের সঙ্গে চেন্নাইয়ে সংযোজন কারখানা স্থাপন করে। এরপর থেকেই ভারতের বাইকপ্রেমীদের মনে স্থান করে নেয় রয়্যাল এনফিল্ড।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আমলাতান্ত্রিক প্রক্রিয়া সহজ ও গতিশীল করার সুপারিশ

আমলাতান্ত্রিক প্রক্রিয়া সহজ ও গতিশীল করার সুপারিশ

আওয়ামী লীগের সাবেক এমপি ছানোয়ারসহ ৩ নেতা রিমান্ডে

আওয়ামী লীগের সাবেক এমপি ছানোয়ারসহ ৩ নেতা রিমান্ডে

অপারেশন ডেভিল হান্ট : সারাদেশে আরো ৫২৯ জন গ্রেপ্তার

অপারেশন ডেভিল হান্ট : সারাদেশে আরো ৫২৯ জন গ্রেপ্তার

হত্যা মামলায় মেনন, ইনু,ফারজানা ও শাকিল রিমান্ডে

হত্যা মামলায় মেনন, ইনু,ফারজানা ও শাকিল রিমান্ডে

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App