সংবিধান অনুযায়ী রাষ্ট্রপতিকে অপসারণ সম্ভব নয়, তাহলে উপায় কী?

কাগজ ডেস্ক
প্রকাশ: ২৪ অক্টোবর ২০২৪, ১২:৫১ পিএম
সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার পদত্যাগপত্র ইস্যুতে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের মন্তব্যের পর বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতৃত্বদানকারীদের অনেকেই তার বিদায় চাইলেও আইন ও সংবিধান অনুযায়ী তাকে পদ থেকে সরিয়ে দেয়ার কোনো সুযোগ আসলেই আছে কিনা, সেই বিষয়ে প্রশ্ন উঠেছে। একই সঙ্গে তারা বলছেন যে, গণঅভ্যুত্থানের পর ‘আইন ও সংবিধানের’ বিষয়টিই গুরুত্বহীন হয়ে পড়েছে। ফলে ‘জনআকাঙ্ক্ষার' আলোকে রাষ্ট্রপতিকে সরিয়ে অন্য কাউকে সে পদে বসাতে চাইলেও’ সেটি অসম্ভব কিছু নয়। যদিও সরকার পরিবর্তনের পর দেশের সংবিধান স্থগিত করা হয়নি।
অন্যদিকে রাজনৈতিক দলগুলো বিশেষ করে বিএনপি ও বাংলাদেশ জামায়াতে ইসলামী রাষ্ট্রপতির তীব্র সমালোচনা করলেও ‘তার পদত্যাগ কিংবা অপসারণের’ দাবির প্রশ্নে সতর্ক অবস্থান নিয়েছে। বিএনপি দলীয়ভাবে সিনিয়র নেতাদের এ বিষয়ে বিচ্ছিন্নভাবে মন্তব্য না করার পরামর্শ দিয়েছে আর জামায়াতে ইসলামী শুধু বলেছে ‘রাষ্ট্রপতি অসত্য বক্তব্য দিয়ে ওই পদে থাকার অধিকার হারিয়েছেন’। যদিও দুই দলের নেতাদের কাছেই গণমাধ্যমের প্রশ্ন ছিল যে- ‘রাষ্ট্রপতি সরে যাক এটি তারা চান কি-না’।
সম্প্রতি দৈনিক মানবজমিনের প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী তার লেখা এক রিপোর্টে উল্লেখ করেছেন যে বিশেষ সাক্ষাৎকারে রাষ্ট্রপতি তাকে বলেছেন ‘শেখ হাসিনার পদত্যাগের কোন দালিলিক প্রমাণ রাষ্ট্রপতির হাতে নেই’। ব্যস্ রাষ্ট্রপতির এই বক্তব্যের তীব্র সমালোচনা করে তার বিরুদ্ধে মিথ্যাচারের অভিযোগ আনেন আইন উপদেষ্টা আসিফ নজরুল ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতারা। সেই রাতেই ঢাকা বিশ্ববিদ্যালয়সহ বিভিন্ন জায়গায় মিছিল-সমাবেশ করে রাষ্ট্রপতির পদত্যাগ দাবি করেন তারা। এছাড়া সামাজিক যোগাযোগ মাধ্যমেও রাষ্ট্রপতির পদত্যাগ দাবির পাশাপাশি সমালোচনার ঝড় তোলেন অন্তর্বর্তী সরকারের সমর্থক ও আওয়ামী লীগ বিরোধীরা।
এবার প্রশ্ন উঠছে- বর্তমান আইন অনুযায়ী সংসদ কি রাষ্ট্রপতিকে অভিশংসন করতে পারে। কিন্তু সরকার পরিবর্তনের পর সংসদ বাতিল করে দেয়ায় সেই সুযোগ তো আর নেই। আবার রাষ্ট্রপতি চাইলে স্পিকারের কাছেও পদত্যাগ করতে পারেন। কিন্তু স্পিকার পদত্যাগ করেছেন এবং ডেপুটি স্পিকার কারাগারে থাকায় সেটিও সম্ভব হচ্ছে না। এমন পরিস্থিতিতে শেখ হাসিনার পদত্যাগ ইস্যুতে রাষ্ট্রপতির পদত্যাগ বা অপসারণের দাবি উঠলেও সেটি সংবিধান অনুযায়ী হওয়া সম্ভব নয় বলেই মনে করেন সিনিয়র আইনজীবী শাহদীন মালিক।
তবে “রাষ্ট্রপতিকে অপসারণ করতে পারে সংসদ। কিন্তু সংসদ তো বাতিল করা হয়েছে। আবার তার পদত্যাগেরও সুযোগ নেই। সে কারণে সংবিধান ও আইনগতভাবে তাকে সরিয়ে দেয়া সম্ভব নয়। তবে স্বৈরাচারী সরকারের বিদায়ের পর সবকিছু তো সংবিধান অনুযায়ী হচ্ছে না। তাই নিয়ম বা সংবিধানের প্রশ্ন অবান্তর। বরং জনআকাঙ্ক্ষার আলোকে রাষ্ট্রপতিকে সরিয়ে দেয়ার ব্যবস্থা সরকার চাইলে করতেই পারে, বিবিসি বাংলাকে এমনটাও জানান শাহদীন মালিক।