সাকিব কিংবদন্তি, সবাইকে তার পাশে থাকার আহ্বান মিরাজের

কাগজ ডেস্ক
প্রকাশ: ২৫ অক্টোবর ২০২৪, ১২:৩৬ পিএম
সাবেক বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসানের বিকল্প কে? উত্তরে টাইগার ক্রীড়াপ্রেমীদের অধিকাংশই বলবেন, মেহেদী হাসান মিরাজ। তবে সাকিবের ক্যারিয়ারের ইতি ঘটার আগেই অলরাউন্ডার হিসেবে মিরাজের উত্থান। সময়ের পরিক্রমায় নিজেকে আরো শাণিত করেছেন তিনি। ব্যাট হাতে প্রতিনিয়ত সাকিবের মতই অবদান রাখছেন। তবে সাকিবের সঙ্গে তুলনায় নারাজ মিরাজ।
এর পেছনে যুক্তিও আছে মিরাজের। মূলত সাকিবকে সাকিবের জায়গায় রেখে তাকে মূল্যায়নের অনুরোধ মিরপুর টেস্টের এই ‘ক্রাইসিস ম্যানের।
একজন খেলোয়াড়কে অন্যজনের সঙ্গে তুলনা অপছন্দ মিরাজের। নিজের সামর্থ্য অনুযায়ী দলের অবদান রাখার প্রত্যাশা তার।
এদিকে এই টেস্ট দিয়েই রাজকীয় এই ফরম্যাটকে বিদায় জানাতে চেয়েছিলেন সাকিব। তবে পরিস্থিতি পক্ষে না থাকায় স্কোয়াডে থেকেও শেষমেশ দেশে ফিরে খেলা হয়নি সাবেক টাইগার দলপতির। তবে সাকিবের পাশে থাকার আহ্বান মিরাজের।
মিরপুর টেস্টের ফল প্রথম ইনিংসেই নির্ধারণ হয়ে গিয়েছিল। বাংলাদেশকে মাত্র ১০৬ রানে গুটিয়ে দিয়ে প্রথম ইনিংসে ২০২ রানের লিড নেয় দক্ষিণ আফ্রিকা। হোম অব ক্রিকেটে ২০২ রানে পিছিয়ে থেকে লড়াই করা বেশ কঠিন। কিন্তু মিরাজের দুর্দান্ত ইনিংসে সেই লড়াই-ও জমিয়ে তুলেছিল বাংলাদেশ। প্রোটিয়াদের লিড টপকে ভালো কিছুর আভাস দিয়ে তৃতীয় দিনের খেলা শেষ করে স্বাগতিক দল।
তবে চতুর্থ দিনের প্রথম ঘণ্টাতেই অলআউট হয়ে যায় বাংলাদেশ। মিরাজের সেঞ্চুরি না পাওয়ার আক্ষেপের ম্যাচে দক্ষিণ আফ্রিকাকে ১০৬ রানের লক্ষ্য দেয় টাইগাররা। জবাবে মোটেই বেগ পেতে হয়নি সফরকারীদের। প্রথম সেশন শেষ হবার আগেই লক্ষ্য টপকে যায় প্রোটিয়ারা। এর মধ্য দিয়ে ১০ বছর পর উপমহাদেশে টেস্ট জিতলো দক্ষিণ আফ্রিকা।