×

ভিডিও

হিজবুল্লাহ হামলার আশঙ্কায় ছেলের বিয়ে পেছাতে চান নেতানিয়াহু

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ৩০ অক্টোবর ২০২৪, ০৭:৫৩ পিএম

   

ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর ছেলে আভনার নেতানিয়াহুর বিয়ের দিনক্ষণও ঠিক হয়ে আছে। তবে বহুমুখী যুদ্ধ এবং ড্রোন হামলার আশঙ্কায় নিরাপত্তা উদ্বেগের কারণে তার ছেলের আসন্ন বিয়ে স্থগিত করতে চান নেতানিয়াহু। ইসরায়েলি সরকারি সম্প্রচার মাধ্যম কান তাদের প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে।

আগামী ২৬ নভেম্বর উত্তর তেল আবিবের শ্যারন অঞ্চলের রনিত ফার্মে আভনার নেতানিয়াহুর বিয়ের পরিকল্পনা করা হয়েছে। তবে ইসরায়েলি প্রধানমন্ত্রী তার সহযোগীদের বলেছেন, নির্ধারিত সময়ে অনুষ্ঠানটি করা হলে অংশগ্রহণকারীদের জন্য ঝুঁকির কারণ হতে পারে।প্রধানমন্ত্রীর কার্যালয় কানের প্রতিবেদন সম্পর্কে কোনা প্রতিক্রিয়া জানায়নি।

১৯ অক্টোবর তেল আবিবের কাছে সিজারিয়া এলাকায় নেতানিয়াহুর বাসভবনে আঘাত হানে লেবানন থেকে উড়ে আসা হিজবুল্লাহর একটি ড্রোন। সে সময় নেতানিয়াহু ও তাঁর স্ত্রী সেখানে ছিলেন না। ওই ঘটনায় কেউ আহত হননি। আইডিএফের প্রাথমিক তদন্ত অনুযায়ী, দুটি ড্রোন গুলি করে ভূপাতিত করা হয়। তবে তৃতীয়টি তাদের রাডার থেকে হারিয়ে যায়।

গত বছরের অক্টোবর থেকে ফিলিস্তিনের গাজায় নির্বিচার বিমান ও স্থল হামলা চালিয়ে যাচ্ছে ইসরায়েল। তখন থেকে লেবাননের হিজবুল্লাহ ও ইসরায়েলের মধ্যেও পাল্টাপাল্টি হামলা চলছে। তবে গত মাস থেকে লেবাননে হামলা জোরদার করে ইসরায়েল। গাজার পাশাপাশি সেখানেও স্থল হামলা চালাচ্ছে তারা। দেশের জন্য লড়াইরত ইসরায়েলি সেনাদের প্রশংসা করে সারা নেতানিয়াহু বলেন, ‘আমাদের সেনাসদস্যরা দেশের জন্য যে অতুলনীয় নিষ্ঠা ও সাহসের সঙ্গে অবিরাম লড়ে যাচ্ছেন, তাঁদের পাশে আমরা মন থেকে রয়েছি।’

১ অক্টোবর ইরান প্রায় ২০০টি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে ইসরায়েলের অভ্যন্তরে, যার মধ্যে নেভাটিম বিমান ঘাঁটিসহ বিভিন্ন স্থাপনায় ক্ষয়ক্ষতি হয়েছে বলে তেহরান দাবি করেছে। ওই হামলার পর থেকে ইরানকে কঠোর জবাব দেওয়ার হুমকি দিয়ে আসছে তেল আবিব ও তার মিত্র যুক্তরাষ্ট্র।

এর আগে বাসভবনে হামলার দিনই নেতানিয়াহু দাবি করেন, তাঁকে ও তাঁর স্ত্রীকে হত্যার চেষ্টা হয়েছে। তিনি বলেন, ‘ইরানের সমর্থিত গোষ্ঠীগুলো যারা আজ আমাকে ও আমার স্ত্রীকে হত্যার চেষ্টা করেছে, তারা একটা বড় ভুল করল।’

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আমলাতান্ত্রিক প্রক্রিয়া সহজ ও গতিশীল করার সুপারিশ

আমলাতান্ত্রিক প্রক্রিয়া সহজ ও গতিশীল করার সুপারিশ

আওয়ামী লীগের সাবেক এমপি ছানোয়ারসহ ৩ নেতা রিমান্ডে

আওয়ামী লীগের সাবেক এমপি ছানোয়ারসহ ৩ নেতা রিমান্ডে

অপারেশন ডেভিল হান্ট : সারাদেশে আরো ৫২৯ জন গ্রেপ্তার

অপারেশন ডেভিল হান্ট : সারাদেশে আরো ৫২৯ জন গ্রেপ্তার

হত্যা মামলায় মেনন, ইনু,ফারজানা ও শাকিল রিমান্ডে

হত্যা মামলায় মেনন, ইনু,ফারজানা ও শাকিল রিমান্ডে

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App