×

ভিডিও

আবর্জনার ট্রাকে বসে কোথায় যাচ্ছেন ট্রাম্প?

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ৩১ অক্টোবর ২০২৪, ০৭:২৪ পিএম

   

এক অদ্ভুত মানুষ হিসেবেই সবাই চিনে থাকেন ডোনাল্ড ট্রাম্পকে। প্রায়ই করে বসে থাকেন অদ্ভুত সব কার্যকলাপ। এবার এমনই এক কাজ করে আলোচনা সমালোচনার জন্ম দিয়েছেন ট্রাম্প।

রিপাবলিকান পার্টির সমর্থকদের সম্প্রতি ‘আবর্জনা’ বলে আখ্যায়িত করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন। তাই অভিনব পদ্ধতিতে এর পাল্টা জবাব দিয়েছেন ট্রাম্প।

চড়ে বসেছেন একটি আবর্জনাবাহী ট্রাকে। আর এতে করেই সাংবাদিকদের প্রশ্নের জবাব দিয়েছেন আসন্ন মার্কিন নির্বাচনে রিপাবলিকান দলীয় প্রেসিডেন্ট প্রার্থী ট্রাম্প।

(আবর্জনাবাহী ট্রাকের কেবিনে বসে ট্রাম্প বলেন, আপনাদের কী আমার আবর্জনার ট্রাক পছন্দ হয়েছে। এই ট্রাক কমলা ও জো বাইডেনের সম্মানে। যুক্তরাষ্ট্রের মানুষকে ঘৃণা করে প্রেসিডেন্ট হতে পারবেন না। কমলার চারপাশে থাকা লোকজন আবর্জনা। তাঁরা নোংরা। তাঁরা নোংরা এবং তাঁরা আমাদের দেশকে টেনে নামাতে চান। তাঁরা একেবারে আবর্জনা)

শেষ মুহূর্তের প্রচারের অংশ হিসেবে ৩০ অক্টোবর রাতে ওয়াশিংটনে বিশাল এক সমাবেশ করেছেন কমলা হ্যারিস। ভোটের প্রচারের শেষ সপ্তাহে এসে কমলা এদিন নিজের ‘চূড়ান্ত বক্তব্য’ তুলে ধরবেন বলে আশা করা হয়েছিল। কিন্তু সমাবেশে তাঁকে বাইডেনের করা এক মন্তব্যের ব্যাখ্যা দিতে হয়েছে। এরপর উইসকনসিনের একটি বিমানবন্দরে নিজের উড়োজাহাজ থেকে নেমে সোজা আবর্জনাবাহী একটি ট্রাকে গিয়ে ওঠেন ট্রাম্প। সেখান থেকেই তিনি সাংবাদিকদের প্রশ্নের জবাব দেন।

এবারের প্রেসিডেন্ট নির্বাচনে ‘আবর্জনা’ শব্দটি নিয়ে হইচই শুরু হয়। নিউইয়র্ক সিটির ম্যাডিসন স্কয়ার গার্ডেনে ট্রাম্পের সমাবেশে তাঁর একজন মিত্র মঞ্চে উঠে বক্তব্য দেওয়ার সময় ক্যারিবীয় অঞ্চলে যুক্তরাষ্ট্রের দ্বীপপুঞ্জ পুয়ের্তো রিকোকে ‘আবর্জনার ভাসমান দ্বীপ’ বলেছিলেন। এমন বক্তব্যের পর অনেকটা ক্ষিপ্ত ছিলেন রিপাবলিকানরা।

এ নিয়ে প্রেসিডেন্ট বাইডেনের মন্তব্যের পর ট্রাম্প বিষয়টি লুফে নেন এবং রাজনীতির খেলা শুরু করেন। তিনি দেখাতে চাইছেন, তিনি ও তাঁর সমর্থকেরাই বরং প্রতিপক্ষের কটু মন্তব্যের শিকার হয়েছেন। পুয়ের্তো রিকোকে ‘আবর্জনার ভাসমান দ্বীপ’ বলার প্রতিক্রিয়ায় জো বাইডেন বলেছিলেন, ‘সেখানে আমি যে আবর্জনা ভাসতে দেখছি, তা মূলত  ট্রাম্প সমর্থকেরা।’ তবে এ মন্তব্যের ব্যাখ্যা দিয়ে হোয়াইট হাউস বলেছে, ওই বক্তব্যে প্রেসিডেন্ট বাইডেন প্রকৃতপক্ষে ট্রাম্পের বাগাড়ম্বরপূর্ণ কথাবার্তাকে বোঝাতে চেয়েছেন, তাঁর সমর্থকদের নয়।

ট্রাম্প যখন আবর্জনা নিয়ে নাটক করছেন, সে সময়ে কমলা নর্থ ক্যারোলাইনায় সমাবেশ করেন। সেখান থেকে তিনি পেনসিলভানিয়া ও উইসকনসিনে যান। যুক্তরাষ্ট্রের যে সাতটি অঙ্গরাজ্যকে নির্বাচনের যুদ্ধক্ষেত্র বলা হচ্ছে, তার তিনটি এ তিন অঙ্গরাজ্য। এবারের নির্বাচনে এই তিন অঙ্গরাজ্য জয়-পরাজয়ের ব্যবধান ঠিক করে দেবে বলা ধারণা করা হচ্ছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আমলাতান্ত্রিক প্রক্রিয়া সহজ ও গতিশীল করার সুপারিশ

আমলাতান্ত্রিক প্রক্রিয়া সহজ ও গতিশীল করার সুপারিশ

আওয়ামী লীগের সাবেক এমপি ছানোয়ারসহ ৩ নেতা রিমান্ডে

আওয়ামী লীগের সাবেক এমপি ছানোয়ারসহ ৩ নেতা রিমান্ডে

অপারেশন ডেভিল হান্ট : সারাদেশে আরো ৫২৯ জন গ্রেপ্তার

অপারেশন ডেভিল হান্ট : সারাদেশে আরো ৫২৯ জন গ্রেপ্তার

হত্যা মামলায় মেনন, ইনু,ফারজানা ও শাকিল রিমান্ডে

হত্যা মামলায় মেনন, ইনু,ফারজানা ও শাকিল রিমান্ডে

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App