হোয়াইট হাউসের দৌড়ে চ্যাম্পিয়ন ট্রাম্প

কাগজ ডেস্ক
প্রকাশ: ০৬ নভেম্বর ২০২৪, ০৫:২৬ পিএম
হোয়াইট হাউসের দৌড়ে যেমন এগিয়ে আছে রিপাবলিকান প্রার্থী, একইভাবে মার্কিন কংগ্রেসের উভয় কক্ষ সিনেট এবং প্রতিনিধি পরিষদেও এগিয়ে গেছেন ট্রাম্পের দল রিপাবলিকানরা। যুক্তরাষ্ট্রে মঙ্গলবারের ভোটের পর শেষ খবর পাওয়া পর্যন্ত রিপাবলিকান প্রেসিডেন্ট প্রার্থী ডোনাল্ড ট্রাম্প ২৭০টি ইলেকটোরাল কলেজ ভোট নিয়ে প্রতিদ্বন্দ্বী কমলা হ্যারিসের চেয়ে এগিয়ে আছেন। ডেমোক্রেটিক প্রেসিডেন্ট প্রার্থী কমলা ২১৩টি ইলেকটোরাল কলেজ ভোট পেয়েছেন।
এদিকে যুক্তরাষ্ট্রের সংবাদমাধ্যম দ্য নিউইয়র্ক টাইমস এক পূর্বাভাসে জানিয়েছে, নির্বাচনে চলতি এই নির্বাচনে শেষ পর্যন্ত ৩০১টি ইলেক্টোরাল ভোট পাবেন ট্রাম্প। অন্যদিকে তার প্রধান প্রতিদ্বন্দ্বী এবং কমালা হ্যারিস পাবেন ২৩৮টি ভোট।
নির্বাচনের জয়–পরাজয় নির্ধারণে বড় ভূমিকা রাখবে দোদুল্যমান ৭টি অঙ্গরাজ্য। সেগুলো কোনো দলের সুনির্দিষ্ট ঘাঁটি নয়। এসব অঙ্গরাজ্য হলো—নর্থ ক্যারোলাইনা, জর্জিয়া, পেনসিলভানিয়া, মিশিগান, উইসকনসিন, অ্যারিজোনা ও নেভাদা। সেখানে কমলা ও ট্রাম্পের মধ্যে হাড্ডাহাড্ডি লড়াই হওয়ার আভাস রয়েছে।
এর মধ্যে মিশিগানে কমলা হ্যারিস ৫৫ শতাংশ ভোটে এগিয়ে আছেন। আর ডোনাল্ড ট্রাম্প ৪২ শতাংশ ভোটে এগিয়ে আছেন। এই অঙ্গরাজ্যে ৮ শতাংশ ভোট গণনা হয়েছে। যুক্তরাষ্ট্রের ৫০টি অঙ্গরাজ্যে মোট ৫৩৮টি ইলেকটোরাল কলেজ ভোট রয়েছে। এর মধ্যে প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ার জন্য প্রয়োজন হয় অন্তত ২৭০টি ভোট।
যুক্তরাষ্ট্রের ৫০টি অঙ্গরাজ্যের অধিকাংশই ডেমোক্রেটিক কিংবা রিপাবলিক পার্টির ঘাঁটি হিসেবে পরিচিত। নির্বাচনের ভোট গ্রহণ ও গণনা শেষ হওয়ার আগেই বলে দেওয়া যায় যে কোন রাজ্যে কোন দলের প্রার্থী জিতবে।ব্যতিক্রম শুধু পেনসিলভানিয়া, জর্জিয়া, নর্থ ক্যারোলিনা, মিশিগান, অ্যারিজোনা, উইসকনসিন ও নেভাডা— এই সাতটি অঙ্গরাজ্য। এই অঙ্গরাজ্যগুলোর ভোটের ফলাফলই নির্ধারণ করে দেয় যে কে হবেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট।
একই চিত্র দেখা যাচ্ছে সিনেট এবং প্রতিনিধি পরিষদের ভোটের ফলাফলেও। একজন প্রেসিডেন্ট নির্বাচন করার পাশাপাশি মঙ্গলবার মার্কিন ভোটাররা কংগ্রেসের নিম্নকক্ষ প্রতিনিধি পরিষদের ৪৩৫টি আসনের সব কটির প্রতিনিধি এবং ৩৪টি সিনেট আসনের সিনেটর নির্বাচন করতে ভোট দিয়েছেন।
সিনেটের যেসব আসনের ফলাফল এখন পর্যন্ত পাওয়া গেছে, তাতে রিপাবলিকানরা এরইমধ্যে ৫১টি আসন নিশ্চিত করে ফেলেছেন বলে জানিয়েছে নিউইয়র্ক টাইমস। ডেমোক্র্যাটরা ৪২টি আসনের দখল পেয়েছেন।মার্কিন সিনেটে আসন সংখ্যা ১০০। বর্তমান সিনেটে ডেমোক্রেটিক পার্টি সংখ্যাগরিষ্ঠ।
সিএনএনের প্রতিবেদন অনুযায়ী, প্রতিনিধি পরিষদে এখন পর্যন্ত রিপাবলিকানরা ১৭৮টি এবং ডেমোক্র্যাটরা ১৫০টি আসন নিশ্চিত করেছেন। বর্তমান প্রতিনিধি পরিষদেও রিপাবলিকানেরা সংখ্যাগরিষ্ঠ।