×

ভিডিও

কীভাবে ৪৬০০ কোটি রুপির মালিক হলেন জুহি চাওলা?

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ১৫ নভেম্বর ২০২৪, ১২:১৫ পিএম

   

ঐশ্বরিয়া রায় বচ্চন, প্রিয়াঙ্কা চোপড়া বা দীপিকা পাড়ুকোন নন, বর্তমানে ভারতের সবচেয়ে ধনী অভিনেত্রী হচ্ছেন নব্বই দশকের বলিউড সুইটহার্ট জুহি চাওলা। সম্প্রতি এমন খবর প্রকাশ করেছে ভারতীয় গণমাধ্যম দ্য ইন্ডিয়ান এক্সপ্রেস। অথচ ২০০৯ সালের পর থেকে জুহি চাওলার বড় কোনো হিট সিনেমা নেই। বলা চলে তিনি প্রায় অবসরেই আছেন।

দ্য ইন্ডিয়ান এক্সপ্রেসের খবরে বলা হয়েছে, জুহি চাওলার সম্পত্তির পরিমাণ এখন প্রায় ৪,৬০০ কোটি রুপি। যা তাকে বলিউডের অন্যতম ধনী অভিনেত্রীর তালিকায় এনে বসিয়েছে। ১৯৮০ এবং ১৯৯০-এর দশকে তিনি ছিলেন অন্যতম জনপ্রিয় তারকা। ২০০০ সালের দিকে সিনেমার সংখ্যা কমিয়ে আনলেও এর আগেই তিনি ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল) দলের সহ-মালিক এবং রেড চিলিজ গ্রুপের সহ-প্রতিষ্ঠাতা হয়ে ওঠেন। যা তিনি ও তার স্বামী জয় মেহতা এবং শাহরুখ খান সাথে যৌথভাবে প্রতিষ্ঠা করেন।

একটি পুরোনো সাক্ষাৎকারে জুহি বলেছিলেন, ছোটবেলায়, স্কুলে আমাদের জিজ্ঞাসা করা হয়েছিল বড় হয়ে কী হতে চাই। তখন একটি সিনেমা এসেছিল ‘রিচ অ্যান্ড ফেমাস,’ তাই আমি আমার বইয়ে লিখেছিলাম: ‘খুশি, সুস্থ, ধনী এবং বিখ্যাত হতে চাই।’ বন্ধুরা এটা দেখে আমাকে খুব মজা করেছিল, তারা বলেছিল, ‘তুমি কিভাবে ধনী আর বিখ্যাত হবে?’ আমার তখন কোনও ধারণাই ছিল না। আমি তখন মাত্র ষষ্ঠ বা সপ্তম শ্রেণিতে পড়ি। কিন্তু জীবন কেমন করে বদলে গেল, একটি সাধারণ কলেজ ফ্যাশন শোতে অংশগ্রহণই আমাকে মিস ইন্ডিয়া প্রতিযোগিতায় নিয়ে যায়। আমার বাবা-মাও অবাক হয়েছিলেন।

মজা করে মিস ইন্ডিয়া প্রতিযোগিতায় অংশগ্রহণের সিদ্ধান্ত তার জীবনের গতিপথ পাল্টে দেয়। বিজয়ী হওয়ার পর মডেলিং এবং অভিনয়ের জগতে তার জন্য নতুন দরজা খুলে যায়। সিনেমায় আসার পর তিনি ‘হাম হ্যায় রাহি প্যার কে,’ ‘কেয়ামত সে কেয়ামত তক,’ ‘ইয়েস বস,’ ‘ডর,’ ‘বল রাধা বল’-এর মতো সুপারহিট চলচ্চিত্রের মাধ্যমে জনপ্রিয়তার শীর্ষে পৌঁছান জুহি।

জুহি চাওলার সম্পত্তির একটি অংশ তার চলচ্চিত্র ক্যারিয়ার থেকে এসেছে। তবে তার বেশিরভাগ অর্থ এসেছে বিভিন্ন ব্যবসায়িক প্রতিষ্ঠানের মাধ্যমে। তিনি শাহরুখ খানের রেড চিলিজ গ্রুপের সহ-প্রতিষ্ঠাতা এবং তিনি কয়েকটি ক্রিকেট দলেরও সহ-মালিক, যার মধ্যে কলকাতা নাইট রাইডার্স অন্যতম।

২০০৭ সালে শাহরুখ খান, জুহি চাওলা এবং তার স্বামী জয় মেহতা মিলে ৭৫.০৯ মিলিয়ন ডলারে কলকাতা নাইট রাইডার্স দলটি কেনেন। বর্তমানে এই দলের মূল্য ১১ বিলিয়ন ডলার, যা প্রায় ৯,১৩৯ কোটি টাকা।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আমলাতান্ত্রিক প্রক্রিয়া সহজ ও গতিশীল করার সুপারিশ

আমলাতান্ত্রিক প্রক্রিয়া সহজ ও গতিশীল করার সুপারিশ

আওয়ামী লীগের সাবেক এমপি ছানোয়ারসহ ৩ নেতা রিমান্ডে

আওয়ামী লীগের সাবেক এমপি ছানোয়ারসহ ৩ নেতা রিমান্ডে

অপারেশন ডেভিল হান্ট : সারাদেশে আরো ৫২৯ জন গ্রেপ্তার

অপারেশন ডেভিল হান্ট : সারাদেশে আরো ৫২৯ জন গ্রেপ্তার

হত্যা মামলায় মেনন, ইনু,ফারজানা ও শাকিল রিমান্ডে

হত্যা মামলায় মেনন, ইনু,ফারজানা ও শাকিল রিমান্ডে

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App