স্ত্রীকে ইভটিজিং, প্রতিবাদ করলে স্বামীকে পিটিয়ে আহত

কাগজ ডেস্ক
প্রকাশ: ১৭ নভেম্বর ২০২৪, ০৫:৪৬ পিএম
এটি রাজধানীর হাতিরঝিল নয়াটোলা পাগলা মাজার গলি। এখানে বেশ কিছু ভাড়াটিয়ার বসবাস। বাড়ির দোতলার সিঁড়িতে যাদের দেখতে পাচ্ছেন তাদের কাজই নেশা আর পাশের বাড়ির নারীদের উত্যোক্তা করা। বখাটে রবিউলের নেতৃত্বে চলে অনৈতিক সব কাজ।
এসব বখাটেদের ইভটিজিংয়ের প্রতিবাদ করতে গিয়ে হামলার শিকার হয়েছেন ভাড়াটিয়ারা
বখাটেগুলো কখনো বাড়ির ছাদে কখনো বা বারান্দায় দাঁড়িয়ে অশ্লীল মন্তব্য করেন এখানকার ভাড়াটিয়াদের। দিনের বেলায় বাড়িতে পুরুষ না থাকায় এবং নারীরা অফিসে চলে গেলে বাড়িতে থাকা বিভিন্ন বয়সী মেয়েদের একাই থাকতে হয়। আর এই সুযোগে বখাটেরা তাদের বিভিন্নভাবে উত্যক্ত করে।
নিচতলায় থাকা শামীমের স্ত্রীকে ইভটিজিং করছিল রবিউলসহ পাশের বিল্ডিংয়ের বখাটেরা। এর প্রতিবাদ করায় যেনো কাল হলো স্বামীর। উপর থেকে ইটপাটকেল ছুড়ে আহত করে করে দেয় তাকে।
সরেজমিনে গিয়েও এর প্রমাণ মেলে। পাশের বাড়ি জাহাবক্সলেন বাড়ির ছাদে বসে মাদক সেবন করছিলেন কিছু বখাটে। এ সময় বাসার ভাড়াটিয়া মহিলাদের বাজে ইঙ্গিতও দিচ্ছিল বখাটেরা। কিন্তু গণমাধ্যমের উপস্থিতি টের পেয়ে দ্রুত সটকে পড়ে।
তাদের এমন অশ্লীল আচরণের কারণে স্থানীয়দের অভিযোগ করলে তারাও সমাধানের চেষ্টা করে। কিন্তু তাতেও কাজের কাজ কিছুই হয়নি।
ফলে বাধ্য হয়ে হাতিরঝিল থানায় একটি সাধারণ ডায়েরি করেন ভুক্তভোগী শামিম। পুলিশ জানায় বখাটেদের দ্রুত আইনের আওতায় আনা হবে।
যে বাড়ির ছাদ থেকে বখাটেরা নারীদের উত্যক্ত করতো সেই বাড়ির মালিক মো. সিরাজ মিয়ার সাথে কথা বলতে চাইলে তাকেও পাওয়া যায়নি। স্থানীয় সূত্রে জানা যায় ৬৬৩/জি জাহাবক্স ও ৬৬৩/এইচ গাবতলা পাশাপাশি দুটি বাড়িই রাজউকের নকশা অনুমোদন ছাড়া নির্মিত হয়েছে। এই বিষয়ে একটি অভিযোগ পত্র ও রয়েছে।