'পুষ্পা ২' ট্রেইলার নিয়ে আয়মান সাদিককে কটাক্ষ, নেপথ্যে কী?

কাগজ ডেস্ক
প্রকাশ: ১৮ নভেম্বর ২০২৪, ০৬:৩৮ পিএম
গতকাল মুক্তি পেয়েছে আল্লু অর্জুনের বহুল আলোচিত মুভি “পুষ্পা দ্যা রুল” এর ট্রেইলার। ট্রেইলার মুক্তির সাথে সাথেই বাংলাদেশের অনেক নেটিজেন আয়মান সাদিককে জড়াচ্ছেন আলোচিত এই মুভির সাথে। অনেকেই বলছেন পুষ্পা ২ মুভিটি আয়মান সাদিকের লাইফস্টাইল থেকে ইন্সপায়ার হয়ে বানানো। কিন্তু হঠাত কেন এমনটি বলা হচ্ছে, জানবো এর রহস্য…
পুষ্পা ২ মুভির ট্রেইলার রিলিজের পরপরেই ভারত ও বাংলাদেশের সিনেমাপ্রেমীদের মাঝে উত্তাল অবস্থা বিরজমান করছে। তবে দুই দেশের প্রেক্ষাপট ভিন্ন। ভারতে মুভিটি রিলিজের অপেক্ষায় উত্তাল অবস্থা থাকলেও বাংলাদেশে মুভির ট্রেইলারে রাশমিকার পা ধরে আল্লু অর্জনের একটি মুভমেন্ট ঘিরে উত্তাল অবস্থা সৃষ্টি হয়েছে। সম্প্রতি দেশের আলোচিত একটি শো’তে আয়মান সাদিক ও তার স্ত্রী মুনিজেরিন গেস্ট হিসেবে আসেন। সেই শো’তে মুনজেরিন বলেন আয়মান সাদিক অনেক বেশি সরি বলেন তাদের ব্যক্তিগত সংসার জীবনে। তিনি আরও যোগ করে জানান আয়মান সরিস্বরুপ সরাসরি মুনিজেরিনের পা ধরেন।
এরপরে মুনিজেরিনের এই কথার প্রেক্ষিতে আয়মান সাদিক বলেন, আমি কম শিক্ষিত আর মুনজেরিন বেশি শিক্ষিত। পা ধরা বিষয়ে জানান তিনি, সেকেন্ড টাইম সরি বলেন মুনিজেরিনকে তিনি আর থার্ড টাইম পা ধরেন। একজন শিক্ষক হিসেবে আয়মান মুনজেরিনকে সরি বলা শেখাতেও তার পা ধরেছেন এমনটাই বলেছেন তিনি সেই শো’তে।
এই বিষয়টির পরপরেই সোশ্যাল মিডিয়ায় তাদের পা ধরার এই বিষয়টি নিয়ে অনেকেই কটাক্ষ করেছেন আবার অনেকেই দিয়েছেন বাহবা। তবে বিষয়টি নিয়ে আরো বেশি কটাক্ষের স্বীকার হয়েছেন আয়মান পুষ্পা ২ ট্রেইলার রিলিজের পর। কারণ সেই ট্রাইলারেও দেখা যায় রাশমিকার পা ধরে পুষ্পার আলচিত একটি মুভমেন্ট দিচ্ছেন আল্লু অর্জুন। শুধু পুষ্পাতেই সীমাবদ্ধ থাকেনি বিষয়টি, এনিমেল মুভিতেও রনবীর রাশমিকার পা ধরেছেন সেটিকেও আয়মান সাদিকের সাথে মেলাচ্ছেন নেটিজেনরা।
হাবিবা নাসরিন নামের এক সাংবাদিক পোষ্ট করেছেন যা রীতিমত ভাইরাল হয়েছে,তিনি লেখেন, আয়মান সাদিক ভুল করলে আগে সরি বলেন, স্ত্রী মুনজেরিনের পা ধরে মাফ চান, সেই ভিডিও শেয়ার করে মেয়েরা আয়মান সাদিককে `আদর্শ স্বামী` উপাধি দিয়ে প্রশংসায় ভাসিয়ে দিচ্ছেন। আমি শুধু চিন্তা করছি, এই কথা যদি মুনজেরিন বলতেন যে তিনি নিয়মিত স্বামী আয়মান সাদিকের পা ধরে মাফ চান, মেয়েরা এতক্ষণে আয়মানসহ পুরো পুরুষ জাতির পিণ্ডি চটকে দিতো।
আয়মান সাদিক দম্পতি তাদের এই পা ধরার বিষয়টি খুব সাবলীল ভাবেই বলেছিলেন শো’তে। কিন্তু বিষয়টি নেটিজেনরা কটাক্ষ করবে এটা হয়তো সেই দম্পতি কল্পনা করেননি। কটাক্ষের পর বিষয়টি নিয়ে এখনো কোনো প্রতিক্রিয়া দেখাননি আয়মান ও মুনজেরিন।