সম্পত্তি লিখে নিতে মুক্তিযোদ্ধা বাবাকে ৮ দিন তালাবদ্ধ করে রাখলেন মেয়েরা

কাগজ ডেস্ক
প্রকাশ: ২৮ নভেম্বর ২০২৪, ০৬:০৬ পিএম
যে সন্তানদের কোলে পিঠে করে খেয়ে না খেয়ে বড় করেছেন বাবা সেই সন্তানরা সম্পত্তির লোভে মুক্তিযোদ্ধা বাবাকে ৮ দিন ধরে তালাবদ্ধ করে রাখলেন ঘরে। লোমহর্ষক এই ঘটনাটি ঘটেছে ঝালকাঠির নলছিটির কুলকাঠি ইউনিয়নের সরই গ্রামে। ভুক্তভোগী মুক্তিযোদ্ধা মোশাররফ হোসেন তালুকদার ওই এলাকার বাসিন্দা। সম্পত্তি লিখে দিতে তার মেয়েরা তাকে ঘরে তালাব্ধ করে রাখেন।
বিষয়টি জানতে পেরে ২৭ নভেম্বর রাত সাড়ে ১০ টার দিকে নলছিটি উপজেলার নির্বাহী কর্মকর্তা মো. নজরুল ইসলাম ঘটনাস্থলে গিয়ে তাকে উদ্ধার করেন।
মুক্তিযোদ্ধা মোশাররফ হোসেনের স্ত্রী মারা যাওয়ার পর মেয়েদের অনুমতিতে দ্বিতীয় বিয়ে করেন। স্ত্রীকে নিয়ে নলছিটিতে ভাড়া বাসায় থাকতেন তিনি। গত ১৯ নভেম্বর মেয়েরা তাকে মিথ্যা কথা বলে ধরে এনে বাড়িতে তালাবদ্ধ করে রাখেন। হুমকি দিতে থাকেন জায়গা জমি দলিল করে দিতে।
বিষয়টি জানতে পেরে তার স্ত্রী উপজেলা নির্বাহী অফিসারকে জানালে তিনি ঘটনাস্থল থেকে তাকে উদ্ধার করেন।
তার মেয়ে রেবা আক্তার ও লাকি আক্তার, তাকে আটকে রাখার বিষয়টি স্বীকার করে বলেন, তিনি আমাদের সবকিছু থেকে বঞ্চিত করেছেন। তাই তাকে আটকে রাখা হয়েছে।
এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা নজরুল ইসলাম বলেন, ভুক্তভোগী আমাদের লিখিত দিয়েছেন যে তাকে আটকিয়ে রাখা হয়েছে। পরে তাকে উদ্ধার করা হয় এবং মেয়েদের বঞ্চিত না করতে বলা হয়।