হিন্দু শিক্ষককে দেয়া হল জানাজা, অতঃপর

কাগজ ডেস্ক
প্রকাশ: ৩০ নভেম্বর ২০২৪, ০৮:০৯ পিএম
শিক্ষক হেমন্দ্র প্রামাণিক। শিক্ষকতা করেছেন ৩০ বছরের অধিক সময়। ইংরেজি শিক্ষক হিসাবে তার সুখ্যাতি রয়েছে মৃত্যুর পরও। অসংখ্য শিক্ষার্থী তাঁর শিক্ষায় আলোকিত হয়েছেন। কিন্তু এই হিন্দু শিক্ষকের মৃত্যুর পর তার লাশ সামনে রেখে মুসলিম রীতি অনুযায়ী দেওয়া হয় তার জানাজা।
ঘটনাটি ঘটেছে নরসিংদীর রায়পুরা উপজেলায়। শিক্ষক হেমন্দ্র প্রামাণিকের লাশ সামনে রেখে স্থানীয় বাসিন্দা ফরিদ মিয়া নিজ দায়িত্বে নেতৃত্ব দিয়ে জানাজার আয়োজন করেন।
৭৫ বছর বয়সী ওই মৃত ব্যক্তির নাম হেমন্দ্র চন্দ্র প্রামাণিক। তিনি রায়পুরার পিরিজকান্দি উচ্চ বিদ্যালয়ে ৩০ বছর শিক্ষকতা করে অবসরে যান। শিক্ষক হিসেবে তিনি নিজের জীবনের সোনালী সময়টুকু দিয়েছেন শিক্ষা প্রতিষ্ঠানে। ছিলেন চিরকুমার। তার মৃত্যুর পর ইসলামের রীতি অনুযায়ী দেওয়া হয় জানাজা।
৪ মিনিট ৫৩ সেকেন্ডের জানাজার এই ভিডিওটি সারাদেশে ছড়িয়ে পড়লে সমালোচনা ঝড় উঠে। নানা ধরনের মন্তব্য করতে থাকেন নেটিজেনরা।
অনেকে বলছেন, কোনো মুসলমানের পক্ষেই অন্য ধর্মের মানুষের শেষকৃত্যে গিয়ে জানাজা করার সুযোগ নেই। তিনি যে ধর্মের অনুসারী ছিলেন, তাকে সেই ধর্মের রীতি অনুযায়ীই সমাহিত করতে হবে।
ভবিষ্যতে এ ধরণের বিতর্কিত কাজে কাউকে সম্পৃক্ত না হওয়ার আহ্বান জানিয়েছেন পিরিজকান্দি উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী ও শিক্ষক।
হেমেন্দ্র প্রমাণিকের শেষ ইচ্ছে অনুযায়ী তিনি যে ঘরে বসবাস করতেন সেখানেই তাকে মাটিচাপা দেয়া হয়েছে। হিন্দু ধর্ম মতে এটির সুযোগ রয়েছে। শ্মশান পদ্ধতি ছাড়াও হিন্দুধর্মের বেশ কয়েকটি সম্প্রদায় মৃতদের সমাধি দেওয়ার রীতি অনুসরণ করে।