×

ভিডিও

২১ আগস্ট মামলার রায়ে মুরাদনগরে মিষ্টি বিতরণ!

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ০১ ডিসেম্বর ২০২৪, ১১:০৯ পিএম

   

২০০৪ সালের ২১ আগস্ট রাজধানীর বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে গ্রেনেড হামলা হয় আওয়ামী লীগের সমাবেশে। হামলায় নিহত হন আওয়ামী লীগের মহিলাবিষয়ক সম্পাদক আইভি রহমানসহ ২৪ জন। আহত হন দলটির সভাপতি শেখ হাসিনাসহ আওয়ামী লীগের কয়েকশ নেতা-কর্মী।

২১ আগস্ট গ্রেনেড হামলার ঘটনায় ২০১৮ সালের ১০ অক্টোবর সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর, সাবেক উপমন্ত্রী আব্দুস সালাম পিন্টুসহ ১৯ জনের বিরুদ্ধে ফাঁসির রায় দেয়া হয়। এছাড়া বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমান, বেগম খালেদা জিয়ার রাজনৈতিক সচিব হারিছ চৌধুরী, বিএনপি নেতা কাজী শাহ মোফাজ্জল হোসাইন কায়কোবাদ কায়কোবাদসহ ১৯ জনকে যাবজ্জীবন কারাদণ্ড দেন বিচারিক আদালত।

বহুল আলোচিত এ মামলার আপিলের রায় দিয়েছেন হাইকোর্ট। রায়ে খালাস পেয়েছেন- বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানসহ সব আসামি। সেই সঙ্গে অবৈধ ঘোষণা করা হয়েছে মামলার অভিযোগপত্র।

এদিকে, গ্রেনেড হামলা মামলা থেকে তারেক রহমান এবং কাজী শাহ মোফাজ্জল হোসাইন খালাস পাওয়ায় দোয়া মাহফিল হয়েছে কুমিল্লার মুরাদনগর উপজেলায়। 

রোববার বিকেলে উপজেলা সদরের ডিআর সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে এই দোয়া অনুষ্ঠিত হয়। দোয়া মাহফিলে ভিডিও কনফারেন্সে বিশেষ মোনাজাত করেন মসজিদে নববীর মোয়াজ্জিন শেখ এসাম বুখারী।

মুরাদনগর উপজেলা বিএনপির আহবায়ক মহিউদ্দিন অঞ্জনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে ভিডিও কনফারেন্সে বক্তব্য রাখেন, বিএনপির ভাইস চেয়ারম্যান ও মুরাদনগরের সাবেক এমপি কাজী শাহ মোফাজ্জল হোসাইন কায়কোবাদ।

এছাড়া, উপজেলা কেন্দ্রীয় কালী মন্দিরে বিশেষ প্রার্থনা ও প্রসাদ বিতরণ করে সনাতন ধর্মাবলম্বীরা। এর আগে রায় ঘোষণার পর উপজেলার বিভিন্ন এলাকায় আনন্দ মিছিল ও মিষ্টি বিতরণ করে উপজেলা বিএনপির নেতাকর্মীরা।


সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আমলাতান্ত্রিক প্রক্রিয়া সহজ ও গতিশীল করার সুপারিশ

আমলাতান্ত্রিক প্রক্রিয়া সহজ ও গতিশীল করার সুপারিশ

আওয়ামী লীগের সাবেক এমপি ছানোয়ারসহ ৩ নেতা রিমান্ডে

আওয়ামী লীগের সাবেক এমপি ছানোয়ারসহ ৩ নেতা রিমান্ডে

অপারেশন ডেভিল হান্ট : সারাদেশে আরো ৫২৯ জন গ্রেপ্তার

অপারেশন ডেভিল হান্ট : সারাদেশে আরো ৫২৯ জন গ্রেপ্তার

হত্যা মামলায় মেনন, ইনু,ফারজানা ও শাকিল রিমান্ডে

হত্যা মামলায় মেনন, ইনু,ফারজানা ও শাকিল রিমান্ডে

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App