×

ভিডিও

ঈদগাহ মাঠ দখল করে মাছের খামার গড়ে তোলার অভিযোগ!

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ০৩ ডিসেম্বর ২০২৪, ১১:৩২ এএম

   

কিশোরগঞ্জের করিমগঞ্জে শত বছরের পুরনো আতকাপাড়া ঈদগাহ মাঠ দখল করে মাছের খামার গড়ে তোলার অভিযোগ উঠেছে এক মুক্তিযোদ্ধা ও তার ছেলের বিরুদ্ধে। এর প্রতিবাদে সোমবার করিমগঞ্জ উপজেলার গুজাদিয়া ইউনিয়নের আতকাপাড়া এলাকায় মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ করেন এলাকাবাসী। এর প্রতিবাদে উত্তেজনা বিরাজ করছে এলাকাজুড়ে।

এলাকাবাসী জানিয়েছে, শত বছরের পুরনো আতকাপাড়া ঈদগাহ মাঠে ঈদের নামাজ ছাড়াও এটি খেলার মাঠ হিসেবে ব্যবহার হয়ে আসছে। করিমগঞ্জ-তাড়াইল রাস্তার পাশে অবস্থিত ঈদগাহ মাঠে আতকাপাড়া প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীরাও খেলাধুলা করেন। পাশাপাশি মাঠটি কৃষি কাজেও ব্যবহার করেন অনেকে।  এক একর ৩৪ শতাংশ আয়তনের মাঠটির আরএস রেকর্ডও ঈদগাহের নামে।

কিন্তু স্থানীয় মুক্তিযোদ্ধা আবু আনিস ফকির নিজের নামে মাঠ রেকর্ড করে গত ২৯ নভেম্বর লোকজনসহ ভেকু দিয়ে মাঠের মাটি কেটে মৎস্য খামার তৈরির কাজ শুরু করেন। আর এতে এলাকাবাসী বাধা দিলে দুপক্ষের মধ্যে উত্তেজনা দেখা দেয়। 

এদিকে দখলের অভিযোগ অস্বীকার করে জমিটির মালিকানা দাবি করা মুক্তিযোদ্ধা আনিস ফকির জানান, প্রশাসনের সহযোগিতায় মাঠের মাটি কেটে ফিসারি তৈরি করছেন। তার পরিবারেরও দাবি, দীর্ঘদিন অনাবাদী অবস্থায় পড়ে থাকা জমিতে কৃষি কাজের জন্য গেলে বাধা দেন এলাকাবাসী।

এ ঘটনায় এলাকাবাসীর পক্ষে বাদল মিয়া নামে এক ব্যক্তি রোববার (১ ডিসেম্বর) আদালতে আবেদন করলে কিশোরগঞ্জের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট নালিশি জমিতে শান্তি-শৃঙ্খলা বজায় রাখার জন্য করিমগঞ্জ থানার ওসিকে নির্দেশ দেন।

খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছে সেনাবাহিনী ও করিমগঞ্জ থানা পুলিশ।

এ বিষয়ে করিমগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শাহাবুদ্দিন জানান, এলাকায় শান্তি-শৃঙ্খলা রক্ষায় তৎপর রয়েছে পুলিশ।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আমলাতান্ত্রিক প্রক্রিয়া সহজ ও গতিশীল করার সুপারিশ

আমলাতান্ত্রিক প্রক্রিয়া সহজ ও গতিশীল করার সুপারিশ

আওয়ামী লীগের সাবেক এমপি ছানোয়ারসহ ৩ নেতা রিমান্ডে

আওয়ামী লীগের সাবেক এমপি ছানোয়ারসহ ৩ নেতা রিমান্ডে

অপারেশন ডেভিল হান্ট : সারাদেশে আরো ৫২৯ জন গ্রেপ্তার

অপারেশন ডেভিল হান্ট : সারাদেশে আরো ৫২৯ জন গ্রেপ্তার

হত্যা মামলায় মেনন, ইনু,ফারজানা ও শাকিল রিমান্ডে

হত্যা মামলায় মেনন, ইনু,ফারজানা ও শাকিল রিমান্ডে

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App