সিঁথি আন্দোলনে বড় বড় উক্তি দিয়েই কি রাষ্ট্রীয় সেলিব্রেটির পথে?

কাগজ ডেস্ক
প্রকাশ: ০৩ ডিসেম্বর ২০২৪, ০৬:৩৩ পিএম
কোটা আন্দোলনে ফ্রন্টলাইনে ভূমিকা রেখে ভাইরাল হয়েছিলেন ফারজানা সিঁথি। বিভিন্ন যায়গায় উচ্চস্বরে কথা বলে সবার নজর কেড়েছিলেন তিনি। তবে হাসিনা সরকার পতনের পর শাহবাগ থানার এক ঘটনাকে কেন্দ্র করে সেনাবাহিনীর ক্যাপ্টেন আশিকের সাথে বাকবিতণ্ডায় জড়ানোর পর ট্রলে পরিণত হন আন্দোলনের এই তরুণী।
ক্যাপ্টেন আশিকের সাথে বাকবিতণ্ডার পর নেগেটিভ ভূমিকা পালন করলেও সেটি যেন সিঁথির জন্য পজিটিভ হয়ে দাঁড়ায়। বর্তমানে তিনি যেন রাষ্ট্রীয় সেলিব্রেটির পথে হাঁটছেন। সোশ্যাল মিডিয়ায় শুধু ঘুরপাক খাচ্ছে তারই চেহারা। এমনকি এআই দিয়ে ফেক ভিডিও প্রমোটেও তিনি রয়েছেন সবার শীর্ষে।
সম্প্রতি প্রতিবাদী রূপ থেকে একটু শান্ত হওয়ার চেষ্টা করছেন সিঁথি। গায়ক আসিফ আকবরের নতুন একটি গানের মিউজিক ভিডিওর মডেল হয়েছেন তিনি। যেখানে তার বিপরীতে রয়েছেন শেখ সাদী। এর আগে বউয়ের সাজে একটি ভিডিওতে দেখা যায় তাকে, সেটিও ভাইরাল হয়ে পড়ে নেটদুনিয়ায়।
সোশ্যাল মিডিয়ায় বর্তমানে এআই দিয়ে ফেক ভিডিও বানানোর হিড়িক পড়ে গেছে। আর এই এআই ফেক ভিডিওর প্রতিযোগিতাতেও সিঁথি সবার আগে। ধারণা করা হচ্ছে তার ফেস দিয়ে এআই ভিডিও বানিয়ে সেটি সোশ্যাল মিডিয়ায় ছাড়লে ভিউ ও রিচ অনেক বেশি হচ্ছে যার ফলে তার এসব ভিডিওর হিড়িক পড়েছে।
গত ২ ডিসেম্বর যমুনা টেলিভিশনের প্রেজেন্টার নিকোলের রাজনীতি বিষয়ক ‘নারীকে আটকাতেই হবে’ শিরোনামের অনুষ্ঠানেও আমন্ত্রিত হন সিঁথি। অনুষ্ঠানে সিঁথির সাথে ছিলেন উপস্থাপিকা দীপ্তি চৌধুরী, ঢাবি সমন্বয়ক নুসরাত তাবাসসুম ও ডা. সামিনা লুতফা উপস্থিত ছিলেন।
সোশ্যাল মিডিয়ায় অনেকেই ক্ষোভ প্রকাশ করেছেন সিঁথির বর্তমান যে ফ্রেম সেটি নিয়ে। অনেকেই বলছেন শুধু বড় বড় উক্তি দিতে পারলেই আর সেটি ভাইরাল হলেই তাকে নায়কের আসনে বসিয়ে দেয়া হয়। কিন্তু যারা রাজপথে থেকে লড়াই করে জীবন দিয়েছেন, অনেকেই হাত, পা হারিয়েছেন তাদের নামটুকু পর্যন্ত অনেকেই জানেনা।