×

ভিডিও

হাসিনা এখন কোন ধর্মের অনুসারী?

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ১০ ডিসেম্বর ২০২৪, ০৪:২৩ পিএম

   

সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশ ছেড়ে পালানোর পর থেকে তাকে নিয়ে নানান জল্পনা কল্পনা বাসা বাঁধছে। এবার তাকে নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি ছবি ভাইরাল হয়েছে। কপালে সিঁদুর পরে ভারতে হিন্দু ধর্ম গ্রহণ করেছেন তিনি। সম্প্রতি  সামাজিক যোগাযোগমাধ্যমে এরকম একটি ছবি ভাইরাল হয়েছে। তবে আসলেই তিনি হিন্দু ধর্ম গ্রহণ করেছেন কিনা, সেই বিষয়ে ফ্যাক্ট চেক করেছে যুক্তরাজ্য-ভিত্তিক ভারতীয় ফ্যাক্ট চেক সংস্থা লজিক্যালি ফ্যাক্টস। 

ভাইরাল ছবিটিতে দেখা যায়, একদল লোকের সঙ্গে দাঁড়িয়ে আছেন শেখ হাসিনা। গেরুয়া পোশাক পরিহিত একজন হিন্দু পুরোহিত ভারতে তার কপালে তিলক এঁকে দিচ্ছেন। এর মাধ্যমে তিনি হিন্দু ধর্মে ধর্মান্তরিত হয়েছেন বলে দাবি করা হচ্ছে।

ছবিটির ফ্যাক্ট চেক করে দেখা যায়, শেখ হাসিনার হিন্দু ধর্ম গ্রহণের দাবিতে ভাইরাল ছবিটি এডিট করা হয়েছে। এই ছবির মূল ছবিটি ২০২২ সালের সেপ্টেম্বর মাসের। যেখানে ভারতের বিরোধী রাজনৈতিক দল কংগ্রেসের নেতা রাহুল গান্ধীর কেরালা সফরের সময় তার কপালে তিলক এঁকে দেন হিন্দু পুরোহিত। সেই ছবি এডিট করে রাহুল গান্ধীর জায়গায় শেখ হাসিনাকে বসানো হয়েছে।

ফ্যাক্ট চেকের অনুসন্ধানে পাওয়া যায়, রিভার্স ইমেজ অনুসন্ধানে ২০২২ সালের ১৪ সেপ্টেম্বর ভারতীয় বার্তা সংস্থা এএনআইয়ের একটি পোস্ট পাওয়া যায়।এক্সে দেওয়া ওই পোস্টে এএনআই হিন্দু পরোহিতের সঙ্গে দলীয় নেতাকর্মীদের নিয়ে রাহুল গান্ধীর সাক্ষাতের চারটি ছবি যুক্ত করে দিয়েছিল। সেই ছবিতে রাহুল গান্ধীর কপালে হিন্দু পুরোহিতকে তিলক এঁকে দিতে দেখা যায়। মূলত এই ছবিটিই এডিট করে রাহুল গান্ধীর স্থানে শেখ হাসিনাকে বসিয়ে দেওয়া হয়। ছবিতে রাহুলের জায়গায় শেখ হাসিনা ছাড়া অন্যান্য সব দৃশ্য অপরিবর্তিত রয়েছে।

রাহুলের ছবির জায়গায় ব্যবহার করা শেখ হাসিনার ছবিটি ২০১৯ সালের অক্টোবরের। হংকং-ভিত্তিক সংবাদমাধ্যম এশিয়া টাইমসের ২০২৩ সালের ১৬ জুলাইয়ের একটি প্রতিবেদন অনুযায়ী, ছবিটি ২০১৯ সালের ৫ অক্টোবর নয়াদিল্লিতে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে শেখ হাসিনার বৈঠকের আগ মুহূর্তে তোলা হয়। শেখ হাসিনার সঙ্গে নরেন্দ্র মোদির করমর্দনের ছবিটি তুলেছিলেন ফরাসি বার্তা সংস্থা এএফপির প্রতিনিধি প্রকাশ সিং।

শেখ হাসিনা ভারতে তিলক লাগাচ্ছেন বলে মিথ্যা দাবি করে সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারকারীরা একটি সম্পাদিত ছবি শেয়ার করেছেন। মূল ছবিতে দেখা যায়, কংগ্রেস নেতা রাহুল গান্ধী কেরালার মঠ পরিদর্শন করছেন। এ সময় তার কপালে তিল এঁকে দেন মন্দিরের পুরোহিত। সেই ছবিটি ক্রপ করে রাহুলের জায়গায় শেখ হাসিনাকে বসিয়ে দেওয়া হয়েছে। শেখ হাসিনার কপালে তিলক এঁকে হিন্দু ধর্ম গ্রহণ করেছেন দাবিটি মিথ্যা।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আমলাতান্ত্রিক প্রক্রিয়া সহজ ও গতিশীল করার সুপারিশ

আমলাতান্ত্রিক প্রক্রিয়া সহজ ও গতিশীল করার সুপারিশ

আওয়ামী লীগের সাবেক এমপি ছানোয়ারসহ ৩ নেতা রিমান্ডে

আওয়ামী লীগের সাবেক এমপি ছানোয়ারসহ ৩ নেতা রিমান্ডে

অপারেশন ডেভিল হান্ট : সারাদেশে আরো ৫২৯ জন গ্রেপ্তার

অপারেশন ডেভিল হান্ট : সারাদেশে আরো ৫২৯ জন গ্রেপ্তার

হত্যা মামলায় মেনন, ইনু,ফারজানা ও শাকিল রিমান্ডে

হত্যা মামলায় মেনন, ইনু,ফারজানা ও শাকিল রিমান্ডে

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App