×

ভিডিও

বাংলাদেশ পাকিস্তান সম্পর্কে নতুন মোড়, বিপদে ভারত

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ১৯ ডিসেম্বর ২০২৪, ১১:৫০ এএম

   

জনপ্রিয় পাকিস্তানি সংগীতশিল্পী রাহাত ফতেহ আলী খানের এমন মন্তব্যই বলে দিচ্ছে বাংলাদেশ-পাকিস্তানের বর্তমান সম্পর্ক। মুক্তিযুদ্ধ ইস্যুতে বাংলাদেশ- পাকিস্তান সম্পর্ক সবসময়ই সংবেদনশীল। তবে মুক্তিযুদ্ধে যুদ্ধপরাধের বিচার ইস্যুতে দেড় দশকের আওয়ামী শাসনামলে সম্পর্কের চরম অবনতি হয় দেশদুটির সম্পর্কে। ছাতজনতার গণঅভ্যুত্থানে গত ৫ আগস্ট সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ক্ষমতাচ্যুত হয়ে ভারতে আশ্রয় নিলে পরিবর্তন আসে দেশের রাজনীতি থেকে শুরু করে পররষ্ট্রনীতিতেও। শেখ হাসিনাকে আশ্রয় দেয়াসহ মোদি সরকারের একের পর এক বিতর্কিত ভূমিকায় অবনতি হচ্ছে বাংলাদেশ-ভারত সম্পর্কের। 

মুদ্রার ঠিক উল্টো পিঠ দেখা যাচ্ছে বাংলাদেশ পাকিস্তান সম্পর্কে। আভাস পাওয়া যাচ্ছে সম্পর্কের নতুন রসায়নের। অন্তর্বর্তী সরকার গঠনের পর তৎপরতা দেখা গেছে বাংলাদেশে পাকিস্তানে। এরই মধ্যে বাংলাদেশে নিযুক্ত পাকিস্তানের হাইকমিশনার দেখা করেছেন বর্তমান সরকারের উপদেষ্টাদের সঙ্গে। বাংলাদেশিদের জন্য ভিসা ফি বাদ দিয়েছে পাকিস্তান। সেই সঙ্গে আগ্রহ দেখিয়েছে সরাসরি ফ্লাইট চালুর বিষয়ে।

পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ বাংলাদেশের সাথে সম্পর্ক উন্নয়নে সাবেক কূটনীতিকদের সাথে বৈঠক করে কৌশলগত রোডম্যাপ তৈরি করেছেন বলেও জানা যাচ্ছে। ড. মুহাম্মদ ইউনূসের সাথে আলোচনায় আরও নিবিড় দ্বিপাক্ষিক সম্পর্কের বিষয়ে আগ্রহ জানানো হয়েছে বলে সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে পোস্ট দিয়েছেন মি.শরীফ।

বাংলাদেশের ঠিক প্রতিবেশী রাষ্ট্র না হলেও বিশ্বের অনেক দেশের মতো বাণিজ্যিক সম্পর্ক একটা বড় দিক। অবশ্য আওয়ামী লীগ আমলেও বাংলাদেশের সাথে পাকিস্তানের বাণিজ্যিক সম্পর্ক বন্ধ ছিল না। বাংলাদেশে চামড়া, টেক্সটাইল ও গার্মেন্টস খাতে পাকিস্তানিদের বিলিয়ন ডলারের বিনিয়োগ রয়েছে বলে উল্লেখ করা হয়েছে পাকিস্তান বাণিজ্য উন্নয়ন কর্তৃপক্ষের ওয়েবসাইটে। পাকিস্তান থেকে বাংলাদেশের আমদানি তালিকায় রয়েছে তুলা, কাপড়, বিভিন্ন রাসায়নিক, খনিজ ও ধাতব উপাদান, বৈদ্যুতিক সামগ্রী ও যন্ত্রপাতি ইত্যাদি। বাংলাদেশ থেকে পাট ও পাটজাত পণ্য, হাইড্রোজেন পারঅক্সাইড, সিনথেটিক ফাইবার, টেক্সটাইল সামগ্রী, কিছু চিকিৎসায় ব্যবহার্য সামগ্রী, এমন বেশ কিছু জিনিস রপ্তানি হয় পাকিস্তানে। পাকিস্তানের সরকারি তথ্যমতে ২০২৩ সালেও বাংলাদেশ থেকে পাকিস্তানে রপ্তানি হয়েছে ৬ কোটি ৩৩ লক্ষ ডলারের বেশি পণ্য, পাকিস্তান থেকে বাংলাদেশে আমদানি হয়েছে ৬৫ কোটি ৫ লক্ষ ডলারের উপরে পণ্য।

অন্যদিক, বাংলাদেশ-ভারত সম্পর্ক ঠেকেছে তলানিতে। স্বৈরাচার হাসিনা সরাকারের পতনের পর থেকে বাংলাদেশে সনাতন ধর্মাবলম্বীদের ওপর কথিত নির‌্যাতনের খবরে সয়লাভ ভারতীয় গণমাধ্যম। যা নিয়ে কথা বলছেন ক্ষমতাসীন ও বিরোধী দলের নেতারা পর‌্যন্ত। এর জেরে ভারতে বাংলাদেশের সহকারি হাইকমিশনে হামলার ঘটনা পর‌্যন্ত ঘটেছে। উত্তেজনা বিরাজ করছে বাংলাদেশ-ভারত সীমান্তে। উচ্চ সতর্কতায় রয়েছে দেশ দুটির সীমান্তরক্ষাকারী বাহিনী বিজিবি ও বিএসএফ।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আমলাতান্ত্রিক প্রক্রিয়া সহজ ও গতিশীল করার সুপারিশ

আমলাতান্ত্রিক প্রক্রিয়া সহজ ও গতিশীল করার সুপারিশ

আওয়ামী লীগের সাবেক এমপি ছানোয়ারসহ ৩ নেতা রিমান্ডে

আওয়ামী লীগের সাবেক এমপি ছানোয়ারসহ ৩ নেতা রিমান্ডে

অপারেশন ডেভিল হান্ট : সারাদেশে আরো ৫২৯ জন গ্রেপ্তার

অপারেশন ডেভিল হান্ট : সারাদেশে আরো ৫২৯ জন গ্রেপ্তার

হত্যা মামলায় মেনন, ইনু,ফারজানা ও শাকিল রিমান্ডে

হত্যা মামলায় মেনন, ইনু,ফারজানা ও শাকিল রিমান্ডে

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App