×

ভিডিও

দুর্নীতির অভিযোগে আরও যে ৩ মামলা করা হচ্ছে শেখ পরিবারের বিরুদ্ধে

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ১৫ জানুয়ারি ২০২৫, ০১:৩৬ পিএম

   

ক্ষমতার অপব্যবহার করে রাজউকের ৬০ কাঠার প্লট বরাদ্দ নেওয়ার ঘটনায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা পরিবারের বিরুদ্ধে আরও তিনটি মামলা দায়ের করেছে দুর্নীতি দমন কমিশন। মামলায় শেখ হাসিনার ছোট বোন শেখ রেহানা, ছেলে রাদওয়ান মুজিব সিদ্দিক ববি ও মেয়ে আজমিনা সিদ্দিক রুপন্তীকে প্রধান আসামি করা হয়েছে। আর সহযোগী আসামি করা হয়েছে শেখ হাসিনা ও টিউলিপ রিজওয়ানা সিদ্দিককে।  

দুদকের সমন্বিত জেলা কার্যালয় ঢাকায় মামলাগুলো দায়ের করা হয়। এর আগে  একই অভিযোগে শেখ হাসিনা ও তার মেয়ে সায়মা ওয়াজেদ পুতুলের বিরুদ্ধে প্রথম মামলা করে দুদক । 

জানা যায়, শেখ রেহানার বিরুদ্ধে দায়ের করা মামলার বাদী দুদকের উপপরিচালক মো. সালাহউদ্দিন। এ মামলায় শেখ হাসিনা, রেহানার মেয়ে ব্রিটিশ এমপি টিউলিপ রিজওয়ানা সিদ্দিক, গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয় এবং রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের কর্মকর্তাসহ ১৫ জনকে আসামি করা হয়েছে। 

তিনটি মামলার আসামি তালিকায় আরো অনেকের নাম রয়েছে । আসামিদের বিরুদ্ধে দুর্নীতি প্রতিরোধ আইন-এ অভিযোগ আনা হয়েছে। দণ্ডবিধি, ১৮৬০ এর ১৬১ ধারা অনুযায়ী প্রমাণিত হলে কারাদণ্ড প্রাপ্ত হবেন যেটি ৩বছর পর্যন্ত বর্ধিত হতে পারে  ,অথবা ফাইন দিতে হতে পারে অথবা কারাদণ্ড ও ফাইন দুটিই । ১৬৪ অনুযায়ী কোনো পাবলিক সারভেন্টকে এসব দুষ্কর্মে সাহায্যকারীর কারাবাস হবে যেটা অনধিক ৩বছর পর্যন্ত হতে পারে অথবা ফাইন সহ অথবা ফাইন ও কারাবাস উভয়টি হতে পারে । 

এজাহারে বলা হয়েছে, ক্ষমতার অপব্যবহার ও অনিয়মের মাধ্যমে তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা রাজউকের উচ্চপদস্থ কর্মকর্তাদের সহযোগিতায় সরকারের ক্ষমতা ব্যবহার করে রাজনৈতিক বিবেচনায় প্লট বরাদ্দ দেন। এই বরাদ্দের তালিকায় আছে ছেলে সজীব ওয়াজেদ জয়, ছোট বোন শেখ রেহানা, রেহানার ছেলে রাদওয়ান মুজিব সিদ্দিক ববি এবং রেহানার মেয়ে আজমিনা সিদ্দিক । বরাদ্দকৃত প্লটগুলো পূর্বাচল নতুন শহরের সেক্টর ২৭-এর কূটনৈতিক জোনে সড়ক নং ২০৩-এ অবস্থিত। 

জনপ্রতি ১০ কাঠা করে মোট ৬০ কাঠা জমি বরাদ্দ দেওয়া হয়। জানা যায়, এ প্লট বরাদ্দে অনিয়ম নিয়ে একটি দৈনিক পত্রিকায় প্রতিবেদন প্রকাশিত হলে তোলপাড় শুরু হয়। এরপর ২৬ ডিসেম্বর এ বিষয়ে অনুসন্ধান শুরু করে দুদক। অনুসন্ধান শেষে দুই দিনে চারটি মামলা করেছে দুদক। প্লট কেলেঙ্কারি ছাড়াও শেখ হাসিনা এবং তার ছেলে সজীব ওয়াজেদ জয়ের বিরুদ্ধে ওঠা ৩০০ মিলিয়ন ডলার বা ৩০ হাজার কোটি টাকা বিদেশে পাচারের অভিযোগ অনুসন্ধান দুদকে চলমান।।এছাড়া শেখ হাসিনা ও শেখ রেহানা পরিবারের বিরুদ্ধে বিভিন্ন প্রকল্পে ৮০ হাজার কোটি টাকা দুর্নীতির অভিযোগ অনুসন্ধান করছে পাঁচ সদস্যের একটি টিম।

টাইমলাইন: অন্তর্বর্তীকালীন সরকার

আরো পড়ুন

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আমলাতান্ত্রিক প্রক্রিয়া সহজ ও গতিশীল করার সুপারিশ

আমলাতান্ত্রিক প্রক্রিয়া সহজ ও গতিশীল করার সুপারিশ

আওয়ামী লীগের সাবেক এমপি ছানোয়ারসহ ৩ নেতা রিমান্ডে

আওয়ামী লীগের সাবেক এমপি ছানোয়ারসহ ৩ নেতা রিমান্ডে

অপারেশন ডেভিল হান্ট : সারাদেশে আরো ৫২৯ জন গ্রেপ্তার

অপারেশন ডেভিল হান্ট : সারাদেশে আরো ৫২৯ জন গ্রেপ্তার

হত্যা মামলায় মেনন, ইনু,ফারজানা ও শাকিল রিমান্ডে

হত্যা মামলায় মেনন, ইনু,ফারজানা ও শাকিল রিমান্ডে

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App