অবিরাম বৃষ্টির কবলে সারাদেশ

কাগজ ডেস্ক
প্রকাশ: ০৫ অক্টোবর ২০২৪, ০৮:১২ এএম

সকাল ৯টার মধ্যে ভারী (৪৪-৮৮ মিলিমিটার) অতি ভারী (৮৯ মিলিমিটারা) বর্ষণ হতে পারে। ছবি : সংগৃহীত
সক্রিয় মৌসুমি বায়ুর প্রভাবে সারাদেশেই অব্যাহত রয়েছে বৃষ্টিপাত। বুধবার সন্ধ্যা থেকে শুরু হওয়া বৃষ্টি শুক্রবার সারাদিন থেমে থেমে হয়েছে। শনিবার (৫ অক্টোবর) ভোর থেকেই ঝরে চলছে অবিরাম বৃষ্টি। রাজধানী ঢাকাসহ পাঁচ বিভাগে সকালের মধ্যে ভারী থেকে অতি ভারী বৃষ্টির আভাস দিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর। একই সঙ্গে ভারী বৃষ্টির ফলে চট্টগ্রাম বিভাগের পাহাড়ি এলাকায় ভূমিধস হতে পারে বলেও জানিয়েছে সংস্থাটি।
আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ ওমর ফারুকের দেয়া ভারী বর্ষণের সতর্কতায় এ তথ্য জানানো হয়। এতে বলা হয়, সক্রিয় মৌসুমি বায়ুর প্রভাবে রাজশাহী, ঢাকা, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের কোথাও কোথাও শনিবার সকাল ৯টার মধ্যে ভারী (৪৪-৮৮ মিলিমিটার) অতি ভারী (৮৯ মিলিমিটারা) বর্ষণ হতে পারে। ভারী বর্ষণজনিত কারণে চট্টগ্রাম বিভাগের পাহাড়ি এলাকার কোথাও কোথাও ভূমিধসের সম্ভাবনা রয়েছে।
অনবরত বৃষ্টির কারণে রাজধানী ঢাকার বিভিন্ন অলিগলি পানিতে তলিয়ে গেছে। এতে করে দুর্ভোগে পড়েছেন সাধারণ মানুষ। আজ থেকে ভারী বৃষ্টিপাত হলে দুর্ভোগ আরো বাড়বে। বৃষ্টির কারণে ঢাকার বাইরের অঞ্চলগুলোতেও সমস্যায় পড়ছেন মানুষ। এছাড়া ময়মনসিংহ ও শেরপুরে বন্যার সৃষ্টি হয়েছে। সেখানকার বেশ কয়েকটি উপজেলার হাজার হাজার মানুষ পানিবন্দি হয়ে পড়েছেন।
আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ শাহিনুল ইসলাম জানিয়েছেন, দেশ থেকে মৌসুমি বায়ু বিদায় নিচ্ছে। এ সময় মৌসুমি বায়ু প্রচুর বৃষ্টি ঝরায় এবং শক্তিশালী আচরণ করে থাকে। এ পরিস্থিতিতে মৌসুমি বায়ু বিদায় নেয়ার পর চলতি সপ্তাহের মধ্যে দেশের বিভিন্ন অঞ্চলে রাতের তাপমাত্রা হ্রাস পেতে থাকবে। আর এই সময় কিছুটা শীত অনুভব হওয়ার সম্ভাবনা রয়েছে।
আরো পড়ুন : শীত নিয়ে যে বার্তা দিল আবহাওয়া অধিদপ্তর