যেমন থাকবে আগামী ৩ দিনের আবহাওয়া

কাগজ ডেস্ক
প্রকাশ: ২৮ অক্টোবর ২০২৪, ০৯:৫৫ পিএম

মৌসুমি বায়ু ও ঘূর্ণিঝড় বিদায় নেয়ায় প্রকৃতি অনেকটাই শুষ্ক। ছবি: সংগৃহীত
আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, মৌসুমি বায়ু ও ঘূর্ণিঝড় বিদায় নেয়ায় প্রকৃতিতে অনেকটা শুষ্ক অবস্থা বিরাজ করছে। ফলে মাঝারি থেকে ভারি বৃষ্টিরও কোনো পূর্বাভাস নেই। এ অবস্থায় আগামী তিন দিন বিভিন্ন বিভাগে সামান্য বৃষ্টি হলেও বাকি বিভাগে শুষ্ক অবস্থা বিরাজ করবে। সোমবার (২৮ অক্টোবর) রাতে দেয়া আবহাওয়া বার্তায় বলা হয়, মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে।
এতে আরো বলা হয়, আগামী ২৪ ঘণ্টায় অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারাদেশের আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। সারাদেশে দিন এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।
আরো পড়ুন: ফায়ার সার্ভিস নিয়ে যে মন্তব্য করলেন স্বরাষ্ট্র উপদেষ্টা
পরবর্তী ৪৮ ঘণ্টায় রংপুর, রাজশাহী ময়মনসিংহ, ঢাকা ও সিলেট বিভাগের দু’য়েক জায়গায় হালকা বৃষ্টি হতে পারে। এছাড়া দেশের অন্যত্র অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। সারাদেশে দিন এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।
বর্ধিত আরো ৫ দিনেও একই অবস্থা থাকতে পারে বলে জানিয়েছে আবহাওয়া দপ্তর।