কুয়াশা ও শীত নিয়ে আবহাওয়া অফিসের নতুন বার্তা

কাগজ ডেস্ক
প্রকাশ: ০৭ ডিসেম্বর ২০২৪, ০৮:৪৯ এএম

দেশের বিভিন্ন অঞ্চলে শেষরাতে মাঝারী ধরনের কুয়াশা পড়তে পারে। ছবি: সংগৃহীত
আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাসে বলা হয়েছে, দেশের বিভিন্ন অঞ্চলে শেষরাতে হালকা থেকে মাঝারী ধরনের কুয়াশা পড়তে পারে। একইসঙ্গে সারা দেশে রাতের তাপমাত্রা ১ থেকে ২ ডিগ্রি সেলসিয়াস কমতে পারে। এছড়া দিনের তাপমাত্রাও সামান্য কমতে পারে। সপ্তাহের শেষ দিকে আবহাওয়ার এমন অবস্থার সামান্য পরিবর্তন হতে পারে।
শনিবার (৭ ডিসেম্বর) সকাল থেকে ৭২ ঘণ্টার পূর্বাভাসে এসব তথ্য জানিয়েছে আবহাওয়া সংস্থা।
এতে বলা হয়েছে, উপ-মহাদেশীয় উচ্চচাপ বলয়ের বর্ধিতাংশ বিহার এবং তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে। মৌসুমি স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে। এর বর্ধিতাংশ উত্তরপূর্ব বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে।
আরো পড়ুন: সর্বনিম্ন তাপমাত্রায় কাঁপছে উত্তরের জেলা দিনাজপুর
পূর্বাভাসে বলা হয়েছে, আগামী তিন দিন অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারা দেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে। তবে রাতের তাপমাত্রা ১-২ ডিগ্রি সেলসিয়াস কমতে পারে এবং দিনের তাপমাত্রাও সামান্য কমতে পারে।
পূর্বাভাসে আরো জানানো হয়েছে, আগামী ৯ ডিসেম্বর সারা দেশে রাতের তাপমাত্রা সামান্য বাড়লেও দেশের উত্তরাঞ্চলে দিনের তাপমাত্রা সামান্য কমতে পারে এবং অন্য অঞ্চলে তা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।